সাংবাদিক সন্তোন মন্ডলের পরলোকগমন
- প্রকাশের সময় : ০৫:৫৬:১০ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০১৬
- / ৭২০ বার পঠিত
নিউইয়র্ক: বিশিষ্ট সাংবাদিক সন্তোষ মন্ডল (৪৭) আর নেই। ২০ জুন সোমবার বেলা একটার দিকে তিনি পরলোকগমন করেন। ঘটনার সময় তিনি কর্মস্থলে বুকে ব্যথা অনুভব করলে সাথে সাথে তাকে ব্রুকলীনস্থ কিংস কাউন্টি হাসপাতালে নেয়া হবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ বহু আত্বীয়-স্বজন রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে প্রয়াত সন্তোষ মন্ডলের বিদেহী আতœার শান্তি কামনা করা হয়েছে।
দৈনিক সংবাদ-এর সাবেক ক্রাইম রিপোর্টার, ডেইলী সান-এর বিশেষ প্রতিনিধি, ওয়েব পোর্টাল রাইজিং বিডি.কম-এর নির্বাহী সম্পাদক ও চ্যানেল আই’র সাবেক বার্তা সম্পাদক সন্তোষ মন্ডল প্রায় বছর খানেক আগে যুক্তরাষ্ট্র সফরে আসেন এবং নিউইয়র্কে বসবাসের সিদ্ধান্ত নেন। তার দেশের বাড়ী যশোর বলে জানা গেছে। ঘটনার সময় তিনি ব্রুকলীনে কর্মস্থলে কাজ করছিলেন।
সন্তোষ মন্ডলের মরদেহ স্থানীয় ফিউনারেল হোমে রাখা হয়েছে। ২২ জুন বুধবার তার মরদেহ দেশে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক হাসানুজ্জামান সাকী।
সাংবাদিক সন্তোষ মন্ডলের অকাল নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে প্রয়াত সন্তোষ মন্ডলের বিদেহী আতœার শান্তি কামনা করেছেন।