‘শিক্ষার্থীদের ওপর হামলা আটকাতে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র’
- প্রকাশের সময় : ০৫:৩১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪৩ বার পঠিত
হককথা ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন ভারতীয় এবং ভারতীয় আমেরিকান শিক্ষার্থীদের ওপর হামলা ঠেকাতে প্রবল চেষ্টা করছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। খবর এনডিটিভি।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে ভারতীয় এবং ভারতীয় আমেরিকান ছাত্রদের ওপর একাধিক হামলার কারণে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগের সমন্বয়ক জন কিরবি এই ঘোষণা দিয়েছেন।
কিরবি বলেছেন, ‘জাতি বা লিঙ্গ বা ধর্ম বা অন্য কোনো কারণের ওপর ভিত্তি করে সহিংসতা কোনো অজুহাত হতে পারে না। এটি যুক্তরাষ্ট্রে অগ্রহণযোগ্য। এমনটি নিশ্চিত করতে প্রেসিডেন্ট ও প্রশাসন কঠোর পরিশ্রম করছে। আমরা রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার জন্য যা কিছু করা দরকার, তা করছি; এই ধরণের আক্রমণগুলোকে প্রতিহত করার চেষ্টা করছি।’
গত কয়েক সপ্তাহে অন্তত চার ভারতীয় আমেরিকান শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
ভারতীয় আমেরিকান সম্প্রদায়ের নেতা অজয়জৈন ভুটোরিয়া বলেছেন, তিনি পৃথক ঘটনায় শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রে পড়তে আসাদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনের ওপর জোর দিয়েছেন তিনি। তিনি আরও বলেন, কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশকে অবশ্যই এই চ্যালেঞ্জগুলো দ্রুত মোকাবিলা করতে হবে।
হককথা/নাছরিন