নিউইয়র্ক ০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যুক্তরাষ্ট্রে ‘সুপার বৌলের’ মিছিলে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ২১

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:৩৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১২৪ বার পঠিত

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যে সুপার বৌলের বিজয় মিছিলে বন্দুকধারীর গুলিতে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ২১ জন। আহতদের অধিকাংশই শিশু। স্থানীয় সময় বুধবার এই হামলার ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ১২ জনকে কানসাসের চিলড্রেনস মারসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১১ জনই শিশু। এই শিশুদের মধ্যে ৯ জন গুলিবিদ্ধ হয়েছে। এমন এক সময়ে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে, যখন সুপার বৌলজয়ী দল কানসাস সিটি চিফসের খেলোয়াড়েরা তাঁদের বিজয় উদ্‌যাপন করছিলেন।

পুলিশ জানিয়েছে, এই গোলাগুলির ঘটনায় তিন ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় বা কেন এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি পুলিশ। জানিয়েছ, এই হতাহতের ঘটনা নিয়ে তদন্ত চলছে।

কানসাসের অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান রস গ্রুন্ডিসন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আহতদের মধ্যে অনেকেই মৃত্যুঝুঁকিতে আছে। ঘটনাস্থল থেকে আটজনকে আমরা গুরুতর মৃত্যুঝুঁকিতে থাকা অবস্থায় উদ্ধার করি। আরও সাতজনের অবস্থা ছিল অনেক বেশি গুরুতর, বাকি ছয়জন সামান্য আহত হয়েছে।’

এদিকে, কানসাসে বন্দুকধারীর হামলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের নাগরিকদের অস্ত্র নিষিদ্ধ করার জন্য কংগ্রেস যে আহ্বান জানিয়েছে, তা সমর্থন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কানসাস সিটিতে সুপার বৌল প্যারেডে ভয়াবহ গুলির ঘটনা তাঁর মনে ‘গভীর দাগ কেটেছে।’

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বাইডেন বলেছেন, ‘আজকের ঘটনা আমাদের নাড়িয়ে দিয়ে গেছে। আমরা হতবাক, আমরা লজ্জিত।’ বিবৃতিতে তাঁর সরকার ব্যক্তিগত পর্যায়ে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ বা সীমিত করার যে চেষ্টা করে যাচ্ছে, তা সমর্থন করতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রতিবছর জাতীয় পর্যায়ে যে ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়, তা সুপার বৌল নামে পরিচিত। সূত্র : আজকের পত্রিকা।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে ‘সুপার বৌলের’ মিছিলে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ২১

প্রকাশের সময় : ০৬:৩৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যে সুপার বৌলের বিজয় মিছিলে বন্দুকধারীর গুলিতে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ২১ জন। আহতদের অধিকাংশই শিশু। স্থানীয় সময় বুধবার এই হামলার ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ১২ জনকে কানসাসের চিলড্রেনস মারসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১১ জনই শিশু। এই শিশুদের মধ্যে ৯ জন গুলিবিদ্ধ হয়েছে। এমন এক সময়ে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে, যখন সুপার বৌলজয়ী দল কানসাস সিটি চিফসের খেলোয়াড়েরা তাঁদের বিজয় উদ্‌যাপন করছিলেন।

পুলিশ জানিয়েছে, এই গোলাগুলির ঘটনায় তিন ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় বা কেন এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি পুলিশ। জানিয়েছ, এই হতাহতের ঘটনা নিয়ে তদন্ত চলছে।

কানসাসের অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান রস গ্রুন্ডিসন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আহতদের মধ্যে অনেকেই মৃত্যুঝুঁকিতে আছে। ঘটনাস্থল থেকে আটজনকে আমরা গুরুতর মৃত্যুঝুঁকিতে থাকা অবস্থায় উদ্ধার করি। আরও সাতজনের অবস্থা ছিল অনেক বেশি গুরুতর, বাকি ছয়জন সামান্য আহত হয়েছে।’

এদিকে, কানসাসে বন্দুকধারীর হামলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের নাগরিকদের অস্ত্র নিষিদ্ধ করার জন্য কংগ্রেস যে আহ্বান জানিয়েছে, তা সমর্থন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কানসাস সিটিতে সুপার বৌল প্যারেডে ভয়াবহ গুলির ঘটনা তাঁর মনে ‘গভীর দাগ কেটেছে।’

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বাইডেন বলেছেন, ‘আজকের ঘটনা আমাদের নাড়িয়ে দিয়ে গেছে। আমরা হতবাক, আমরা লজ্জিত।’ বিবৃতিতে তাঁর সরকার ব্যক্তিগত পর্যায়ে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ বা সীমিত করার যে চেষ্টা করে যাচ্ছে, তা সমর্থন করতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রতিবছর জাতীয় পর্যায়ে যে ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়, তা সুপার বৌল নামে পরিচিত। সূত্র : আজকের পত্রিকা।