নিউইয়র্ক ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

দিনশেষে দর্শক ভালো কাজের কথাই মনে রাখেন : মাহি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৫৯ বার পঠিত

সামিরা খান মাহি

বিনোদন ডেস্ক : সামিরা খান মাহি বলতে মুখে এক চিলতে মিষ্টি হাসির অবয়ব ভেসে ওঠে চোখের সামনে। কেবল রূপ-লাবণ্যে নয়, অসংখ্য দর্শকের ভালোবাসা পেয়েছেন নিজ অভিনয়গুণে। এই বসন্তে উৎসবের রঙে নিজেকে রাঙিয়ে তুলেছেন এ অভিনেত্রী। এখন ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে তাঁর অভিনীত নাটক ‘বিয়ে করবো সিলেট’।

কেমন লাগছে এমন সাফল্যে? উত্তরে সামিরা খান মাহি জানালেন, ‘যে কোনো স্বীকৃতিই আনন্দের। বেশ বিরতির পর আমার কোনো নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে এলো; যা আমাকে অন্যরকম ভালো লাগায় ভরিয়ে দিয়েছে। শুধু এ নাটকটিই নয়, চলতি মাসে আরও কয়েকটি নাটক প্রচার হয়েছে। এ কাজগুলো থেকেই দর্শক সাড়া পেয়েছি। আমার জন্ম সিলেটে। এ কারণে সিলেটি ভাষার নাটকে সবসময় দর্শক আমাকে দেখতে চান। নাটকটির যখন শুটিং চলছিল, তখন মনে হয়েছিল ভালো কিছু একটা হতে যাচ্ছে। হয়েছেও তাই।’

গতকাল ছিল বিশ্ব ভালোবাসা দিবস। এ বিশেষ দিনে শুটিং না থাকলেও কাজেই ডুবেছিলেন এ অভিনেত্রী। বাসায় বসে চিত্রনাট্য যাচাই-বাছাই করেছেন তিনি। ভালোবাসা দিবসে নিজের কাজ দেখতে টিভিতে মাঝে মধ্যে চোখও বুলিয়েছেন। মুহম্মদ মিফতা আনানের ‘প্রেমের পাগলামী’, আরমান রহমান প্রত্যয়ের ‘সুতোয় বুনেছি ফুল’, হাসান রেজাউলের ‘রিকভারি ম্যান’, সাইদুল ইমনের ‘লাভ স্টেশন’ নামে ভালোবাসা দিবসের নাটকে অভিনয় করেছেন তিনি। এতে তাঁর বিপরীতে রয়েছেন– মুশফিক আর ফারহান, শ্বাশত দত্ত, জোভান ও নিলয় আলমগীর। প্রতিটি নাটকের দর্শকসাড়ায় উচ্ছ্বসিত মাহি।

গত বছর ‘ওভার ট্রাম্প’ নামের ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন মাহি। এ সিরিজে তাঁর বিপরীতে ছিলেন নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী। প্রথম কাজ দিয়ে দর্শক প্রশংসা কুড়িছেন এ অভিনেত্রী। এরপর থেকেই ওটিটিতে তাঁর ব্যস্ততা বেড়েছে। ওটিটির কারণে অভিনয়শিল্পীরা টিভি-নাটক অনেকটাই কমিয়ে দিয়েছেন। আপনিও কি সেই একই পথে হাঁটবেন।

মাহির উত্তর, ‘আমার কাছে মাধ্যম কোনো বড় বিষয় নয়। ওটিটিতে ভালো কাজ হলে করব। তাই বলে টিভি নাটক বাদ দিতে হবে এটা মনে করি না। একটু খেয়াল করে দেখবেন, দিনশেষে দর্শক ভালো কাজের কথাই মনে রাখেন।’

নাটক, ওটিটির মাধ্যমের কাজ নিয়ে কথার পিঠে সিনেমাভিনয় নিয়ে জানানেল মাহি। ‘র‍্যাম্প দিয়ে মিডিয়ার ক্যারিয়ার শুরু। এরপর নাটক ও টেলিছবিতে অনেক কাজ করেছি। সিনেমায় অভিনয়ের স্বপ্ন সবারই থাকে। সে রকম গল্প-চরিত্র পেলে যে কোনো সময় অবশ্যই সিনেমায় আমাকে দেখা যাবে।’

২০১৪ সালের আরটিভির আয়োজনে ‘মডেল সার্চ’-এ নাম লিখিয়ে হয়ে যান প্রথম রানারআপ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের অনেকেই ঝরে পড়েন। কিন্তু মাহি এগিয়ে যাচ্ছেন আপন গতিতে। এভাবে আগামীর পথও পাড়ি দেবেন বলে জানান এ সুহাসিনী। সূত্র : সমকাল

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

দিনশেষে দর্শক ভালো কাজের কথাই মনে রাখেন : মাহি

প্রকাশের সময় : ০৪:১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক : সামিরা খান মাহি বলতে মুখে এক চিলতে মিষ্টি হাসির অবয়ব ভেসে ওঠে চোখের সামনে। কেবল রূপ-লাবণ্যে নয়, অসংখ্য দর্শকের ভালোবাসা পেয়েছেন নিজ অভিনয়গুণে। এই বসন্তে উৎসবের রঙে নিজেকে রাঙিয়ে তুলেছেন এ অভিনেত্রী। এখন ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে তাঁর অভিনীত নাটক ‘বিয়ে করবো সিলেট’।

কেমন লাগছে এমন সাফল্যে? উত্তরে সামিরা খান মাহি জানালেন, ‘যে কোনো স্বীকৃতিই আনন্দের। বেশ বিরতির পর আমার কোনো নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে এলো; যা আমাকে অন্যরকম ভালো লাগায় ভরিয়ে দিয়েছে। শুধু এ নাটকটিই নয়, চলতি মাসে আরও কয়েকটি নাটক প্রচার হয়েছে। এ কাজগুলো থেকেই দর্শক সাড়া পেয়েছি। আমার জন্ম সিলেটে। এ কারণে সিলেটি ভাষার নাটকে সবসময় দর্শক আমাকে দেখতে চান। নাটকটির যখন শুটিং চলছিল, তখন মনে হয়েছিল ভালো কিছু একটা হতে যাচ্ছে। হয়েছেও তাই।’

গতকাল ছিল বিশ্ব ভালোবাসা দিবস। এ বিশেষ দিনে শুটিং না থাকলেও কাজেই ডুবেছিলেন এ অভিনেত্রী। বাসায় বসে চিত্রনাট্য যাচাই-বাছাই করেছেন তিনি। ভালোবাসা দিবসে নিজের কাজ দেখতে টিভিতে মাঝে মধ্যে চোখও বুলিয়েছেন। মুহম্মদ মিফতা আনানের ‘প্রেমের পাগলামী’, আরমান রহমান প্রত্যয়ের ‘সুতোয় বুনেছি ফুল’, হাসান রেজাউলের ‘রিকভারি ম্যান’, সাইদুল ইমনের ‘লাভ স্টেশন’ নামে ভালোবাসা দিবসের নাটকে অভিনয় করেছেন তিনি। এতে তাঁর বিপরীতে রয়েছেন– মুশফিক আর ফারহান, শ্বাশত দত্ত, জোভান ও নিলয় আলমগীর। প্রতিটি নাটকের দর্শকসাড়ায় উচ্ছ্বসিত মাহি।

গত বছর ‘ওভার ট্রাম্প’ নামের ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন মাহি। এ সিরিজে তাঁর বিপরীতে ছিলেন নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী। প্রথম কাজ দিয়ে দর্শক প্রশংসা কুড়িছেন এ অভিনেত্রী। এরপর থেকেই ওটিটিতে তাঁর ব্যস্ততা বেড়েছে। ওটিটির কারণে অভিনয়শিল্পীরা টিভি-নাটক অনেকটাই কমিয়ে দিয়েছেন। আপনিও কি সেই একই পথে হাঁটবেন।

মাহির উত্তর, ‘আমার কাছে মাধ্যম কোনো বড় বিষয় নয়। ওটিটিতে ভালো কাজ হলে করব। তাই বলে টিভি নাটক বাদ দিতে হবে এটা মনে করি না। একটু খেয়াল করে দেখবেন, দিনশেষে দর্শক ভালো কাজের কথাই মনে রাখেন।’

নাটক, ওটিটির মাধ্যমের কাজ নিয়ে কথার পিঠে সিনেমাভিনয় নিয়ে জানানেল মাহি। ‘র‍্যাম্প দিয়ে মিডিয়ার ক্যারিয়ার শুরু। এরপর নাটক ও টেলিছবিতে অনেক কাজ করেছি। সিনেমায় অভিনয়ের স্বপ্ন সবারই থাকে। সে রকম গল্প-চরিত্র পেলে যে কোনো সময় অবশ্যই সিনেমায় আমাকে দেখা যাবে।’

২০১৪ সালের আরটিভির আয়োজনে ‘মডেল সার্চ’-এ নাম লিখিয়ে হয়ে যান প্রথম রানারআপ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের অনেকেই ঝরে পড়েন। কিন্তু মাহি এগিয়ে যাচ্ছেন আপন গতিতে। এভাবে আগামীর পথও পাড়ি দেবেন বলে জানান এ সুহাসিনী। সূত্র : সমকাল

হককথা/নাছরিন