নিউইয়র্ক ০৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইসরায়েলসহ ৩ দেশের জন্য যুক্তরাষ্ট্রের সিনেটে ৯৫ বিলিয়ন ডলারের বিল পাস

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:৩৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৮৭ বার পঠিত

ছবি : সংগৃহীত

হককথা ডেস্ক : ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের জন্য বহুল প্রতীক্ষিত ৯৫ দশমিক ৩৪ বিলিয়ন ডলারের একটি সহায়তা বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের সিনেট।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কংগ্রেসের উচ্চ কক্ষে এই বিলের অনুমোদন হয়। এখন এই বিলের গন্তব্য রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা হাউজ অব রিপ্রেজেন্টেটিভ। ধারণা করা হচ্ছে, সেখানে এই বিল পাস হওয়ার সম্ভাবনা কম।

এ প্যাকেজে কিয়েভের জন্য ৬০ বিলিয়ন, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের জন্য ১৪ বিলিয়ন ডলার এবং গাজাসহ সংঘাতপূর্ণ অঞ্চলে মানবিক সহায়তার জন্য ১০ বিলিয়ন ডলার বরাদ্দ। আইনপ্রণেতারা ৭০-২৯ ভোটে প্যাকেজটিতে অনুমোদন দেন।

কয়েক মাস থেকেই যুক্তরাষ্ট্রের মিত্র তাইওয়ানের জন্য নতুন সহায়তা বিল পাস করতে কংগ্রেসে চাপ প্রয়োগ করে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর থেকেই গাজায় যুদ্ধ চালিয়ে যেতে ইসরাইলকে সহায়তার জন্য অনুরোধও করে আসছেন তিনি।

এদিকে ইউক্রেনে প্রায় দুই বছর ধরে হামলা চলাচ্ছে রাশিয়া। কিন্তু সম্প্রতি প্রথমবারের মতো অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে।

বিশ্লেষকরা জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী যে তা ভূ-পাতিত করা প্রায় অসম্ভব।

সরকারচালিত কিয়েভ সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট অব ফরেনসিক এক্সপার্টাইজ একটি টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, ইউক্রেনের রাজধানীতে ৭ ফেব্রুয়ারি হামলার পরে উদ্ধারকৃত ধ্বংসাবশেষ থেকে বোঝা যাচ্ছে রাশিয়ান সামরিক বাহিনীর অত্যাধুনিক একটি জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। সূত্র : সিএনএন, আল-জাজিরা

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইসরায়েলসহ ৩ দেশের জন্য যুক্তরাষ্ট্রের সিনেটে ৯৫ বিলিয়ন ডলারের বিল পাস

প্রকাশের সময় : ০৪:৩৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪

হককথা ডেস্ক : ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের জন্য বহুল প্রতীক্ষিত ৯৫ দশমিক ৩৪ বিলিয়ন ডলারের একটি সহায়তা বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের সিনেট।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কংগ্রেসের উচ্চ কক্ষে এই বিলের অনুমোদন হয়। এখন এই বিলের গন্তব্য রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা হাউজ অব রিপ্রেজেন্টেটিভ। ধারণা করা হচ্ছে, সেখানে এই বিল পাস হওয়ার সম্ভাবনা কম।

এ প্যাকেজে কিয়েভের জন্য ৬০ বিলিয়ন, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের জন্য ১৪ বিলিয়ন ডলার এবং গাজাসহ সংঘাতপূর্ণ অঞ্চলে মানবিক সহায়তার জন্য ১০ বিলিয়ন ডলার বরাদ্দ। আইনপ্রণেতারা ৭০-২৯ ভোটে প্যাকেজটিতে অনুমোদন দেন।

কয়েক মাস থেকেই যুক্তরাষ্ট্রের মিত্র তাইওয়ানের জন্য নতুন সহায়তা বিল পাস করতে কংগ্রেসে চাপ প্রয়োগ করে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর থেকেই গাজায় যুদ্ধ চালিয়ে যেতে ইসরাইলকে সহায়তার জন্য অনুরোধও করে আসছেন তিনি।

এদিকে ইউক্রেনে প্রায় দুই বছর ধরে হামলা চলাচ্ছে রাশিয়া। কিন্তু সম্প্রতি প্রথমবারের মতো অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে।

বিশ্লেষকরা জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী যে তা ভূ-পাতিত করা প্রায় অসম্ভব।

সরকারচালিত কিয়েভ সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট অব ফরেনসিক এক্সপার্টাইজ একটি টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, ইউক্রেনের রাজধানীতে ৭ ফেব্রুয়ারি হামলার পরে উদ্ধারকৃত ধ্বংসাবশেষ থেকে বোঝা যাচ্ছে রাশিয়ান সামরিক বাহিনীর অত্যাধুনিক একটি জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। সূত্র : সিএনএন, আল-জাজিরা

হককথা/নাছরিন