বিজ্ঞাপন :   
                    
                    রাশিয়া ও ইউক্রেনের সেনার সামনে এবার নতুন শত্রু
 
																
								
							
                                
                              							  রিপোর্ট:									
								
                                
                                - প্রকাশের সময় : ০৪:২৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৩০ বার পঠিত
রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ প্রায় দু’বছর হতে চললো। এবার শেষমেশ কি তা থামার পথে? লড়াই না থামলেও যুদ্ধের প্রতিকূলতা এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে গিয়েছে। আর যার নেপথ্যে রয়েছে ইঁদুর!
আসলে ইঁদুরের আক্রমণে বেশ ক্ষতির মুখে পড়েছে রাশিয়ান সেনা। নিস্তার পায়নি ইউক্রেনের সেনাবাহিনীও। একদিকে, কনকনে ঠান্ডা ও অন্যদিকে ইঁদুরের প্রজননকালের জেরে খারকিভ প্রদেশ ছেয়ে গিয়েছে হাজার হাজার ইঁদুরে।
সেনার বুট, জামা থেকে অস্ত্র, সবেতেই যারা দিচ্ছে কামড়। এমনকী উৎপাত এতটাই বেড়েছে যে, জ্বর-বমির মতো শারীরিক সমস্যায় ভুগছেন সেনারা। প্রথম বিশ্বযুদ্ধ যখন খানিক থমকে গিয়েছিল তখন দেখা গিয়েছিল একই রকম ছবি। শেষমেশ তাহলে ইঁদুরের আক্রমণে কি আনবে কাঙ্খিত যুদ্ধবিরতি! সূত্র : দৈনিক ইনকিলাব।
 
																			
























