জনগণের রায় মেনে নেওয়ার আহ্বান মালালার
- প্রকাশের সময় : ১০:৪০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪০ বার পঠিত
পাকিস্তানের জনগণের রায় মেনে নিতে নির্বাচিত রাজনীতিকদের প্রতি আহ্বান ‘জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। তিনি পাকিস্তানের গণতন্ত্রকে অগ্রাধিকার দিতেও তাঁদের প্রতি আহ্বান জানিয়েছেন। মালালা শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান।
মালালা বলেন, ‘আমি বরাবরের মতো বিশ্বাস করি, আমাদের অবশ্যই ভোটারদের সিদ্ধান্তকে স্বাগত জানাতে হবে।’ তিনি বলেন, ‘আশা করি আমাদের নির্বাচিত রাজনীতিকরা, সরকার বা বিরোধী দল—যে দলেরই হোক না কেন, পাকিস্তানের জনগণের জন্য গণতন্ত্র ও সমৃদ্ধিকে অগ্রাধিকার দেবেন।’ বৃহস্পতিবার পাকিস্তানে জাতীয় পরিষদের ২৬৫ আসনে সরাসরি ভোট হয়। নির্বাচনের আগে দুর্বৃত্তের গুলিতে এক প্রার্থী নিহত হওয়ায় একটি আসনে ভোট স্থগিত করা হয়েছিল আগেই।
পাকিস্তানের নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ হিসাব অনুযায়ী, জাতীয় পরিষদের ২৬৬ আসনের মধ্যে ২৬৫ আসনে ভোট হয়েছে (একটি স্থগিত)। আজ রাত পৌনে ১১ টা পর্যন্ত পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) ঘোষিত ২৫৭ আসনের মধ্যে ১০২ আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন যাঁদের প্রায় সবাই পিটিআই–সর্মথিত। দ্বিতীয় স্থানে থাকা পিএমএল–এন ৭৩ এবং তৃতীয় স্থানে থাকা পিপিপি ৫৪ আসনে জয়ী হয়েছে। অন্যরা পেয়েছে ২৮ আসন।
এদিকে পাকিস্তানে ইমরান খানের দল সরকার গঠনের জন্য সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল বা বিলাওয়াল ভুট্টো জারদারির দলের সঙ্গে জোট গড়বে না বলে জানিয়েছে। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান গহর আলী খান এ ঘোষণা দিয়েছেন।
গহর আলী খান দাবি করেছেন, প্রেসিডেন্ট আরিফ আলভি সরকার গঠনের জন্য তাঁর দলকে আমন্ত্রণ জানাবেন। কারণ, জাতীয় পরিষদ নির্বাচনে তাঁরা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছেন। তবে পিপিপির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি জিও নিউজের সঙ্গে আলাপকালে বলেন, ‘আমরা এখনো ভোটের পুরো ফল জানি না, বিজয়ী স্বতন্ত্র পার্লামেন্ট সদস্যরা কী সিদ্ধান্ত নিয়েছেন বা নিচ্ছেন, সেটিও আমরা জানি না। পিএমএল–এন, পিটিআই বা অন্যদের সঙ্গে জোট সরকার গঠনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি।’ সূত্র : প্রথম আলো।