নিউইয়র্ক ০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম সাক্ষাৎকার দিলেন পুতিন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:৪০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৭৮ বার পঠিত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও টাকার কার্লসন। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রুশ সেনাবাহিনী আক্রমণ শুরুর পর এই প্রথম কোনো সাক্ষাৎকারে অংশ নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল ঘরানার সাংবাদিক টাকার কার্লসন। বাংলাদেশের স্থানীয় সময় আগামীকাল শুক্রবার ভোর পাঁচটায় টাকার কার্লসনের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এই সাক্ষাৎকার সম্প্রচারিত হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, টাকার কার্লসন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সম্প্রচারের সময় উল্লেখ করে এই ঘোষণা দিয়েছেন। এর আগে, রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনও জানিয়েছিল যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টাকার কার্লসনকে সাক্ষাৎকার দিয়েছেন।

টাকার কার্লসন তাঁর এক্সে অ্যাকাউন্টে জানিয়েছিলেন, তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সাক্ষাৎকার নেওয়ার জন্য গত বছরের জুনে মস্কোয় গিয়েছিলেন। তবে ক্রেমলিন জানিয়েছে, যুক্তরাষ্ট্র সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের সাবেক এই সাংবাদিক গত মঙ্গলবার পুতিনের সাক্ষাৎকার রেকর্ড করা হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট খুব কম সময়ই পশ্চিমা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি এই বিষয়টি পছন্দও করেন না। এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এক চোখা ও পক্ষপাতদুষ্ট পশ্চিমা গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার কোনো ইচ্ছাই তাঁর (পুতিনের) নেই।

তবে টাকার কার্লসন জানিয়েছিলেন, তিনি পুতিনের মুখোমুখি হতে চান কারণ, অনেক পশ্চিমা গণমাধ্যমকে তাদের পাঠক-দর্শকদের কাছে রাশিয়া-ইউক্রেন সংঘাতের বিষয়ে পক্ষপাতদুষ্ট সংবাদ ও মতামত উপস্থাপন করে। গত মঙ্গলবার কার্লসন এক টুইটে বলেছিলেন, ‘এটা ভুল। যে যুদ্ধে মার্কিনিরা জড়িয়ে পড়েছে সে বিষয়ে তাদের প্রকৃত তথ্য জানা অধিকার আছে।’

এদিকে, টাকার কার্লসনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পুতিনের সেই সাক্ষাৎকার সম্প্রচারের সময় হিসেবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইস্টার্ন টাইম জোনের হিসাবে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তা সম্প্রচারিত হবে। সেই হিসাবে আন্তর্জাতিক মান সময় বৃহস্পতিবার রাত ১১টায় এবং বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় সম্প্রচারিত হবে।

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম সাক্ষাৎকার দিলেন পুতিন

প্রকাশের সময় : ০৩:৪০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রুশ সেনাবাহিনী আক্রমণ শুরুর পর এই প্রথম কোনো সাক্ষাৎকারে অংশ নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল ঘরানার সাংবাদিক টাকার কার্লসন। বাংলাদেশের স্থানীয় সময় আগামীকাল শুক্রবার ভোর পাঁচটায় টাকার কার্লসনের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এই সাক্ষাৎকার সম্প্রচারিত হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, টাকার কার্লসন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সম্প্রচারের সময় উল্লেখ করে এই ঘোষণা দিয়েছেন। এর আগে, রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনও জানিয়েছিল যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টাকার কার্লসনকে সাক্ষাৎকার দিয়েছেন।

টাকার কার্লসন তাঁর এক্সে অ্যাকাউন্টে জানিয়েছিলেন, তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সাক্ষাৎকার নেওয়ার জন্য গত বছরের জুনে মস্কোয় গিয়েছিলেন। তবে ক্রেমলিন জানিয়েছে, যুক্তরাষ্ট্র সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের সাবেক এই সাংবাদিক গত মঙ্গলবার পুতিনের সাক্ষাৎকার রেকর্ড করা হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট খুব কম সময়ই পশ্চিমা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি এই বিষয়টি পছন্দও করেন না। এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এক চোখা ও পক্ষপাতদুষ্ট পশ্চিমা গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার কোনো ইচ্ছাই তাঁর (পুতিনের) নেই।

তবে টাকার কার্লসন জানিয়েছিলেন, তিনি পুতিনের মুখোমুখি হতে চান কারণ, অনেক পশ্চিমা গণমাধ্যমকে তাদের পাঠক-দর্শকদের কাছে রাশিয়া-ইউক্রেন সংঘাতের বিষয়ে পক্ষপাতদুষ্ট সংবাদ ও মতামত উপস্থাপন করে। গত মঙ্গলবার কার্লসন এক টুইটে বলেছিলেন, ‘এটা ভুল। যে যুদ্ধে মার্কিনিরা জড়িয়ে পড়েছে সে বিষয়ে তাদের প্রকৃত তথ্য জানা অধিকার আছে।’

এদিকে, টাকার কার্লসনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পুতিনের সেই সাক্ষাৎকার সম্প্রচারের সময় হিসেবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইস্টার্ন টাইম জোনের হিসাবে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তা সম্প্রচারিত হবে। সেই হিসাবে আন্তর্জাতিক মান সময় বৃহস্পতিবার রাত ১১টায় এবং বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় সম্প্রচারিত হবে।

হককথা/নাছরিন