নিউইয়র্ক ০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিকট ভবিষ্যতের প্রযুক্তি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:৩৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১০৩ বার পঠিত

সবকিছুতে এআই
এ বছর এআই সব প্রযুক্তির মুখ্য নিয়ন্ত্রক হয়ে বসছে। ফরেস্টারের প্রধান বিশ্লেষক দীপাঞ্জন চট্টোপাধ্যায় বলেন, ভোক্তাদের অভিজ্ঞতার উন্নতির জন্য প্রথাগত পরিষেবা এবং পণ্যের বাইরে বুদ্ধিমত্তার গুরুত্বপূর্ণ একটা স্তর এবার রাজত্ব করবে।

গত বছর থেকে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি আমাদের সহজলভ্য ডিভাইসেও চলে এসেছে। সিনেটের কনি গুগলিয়েলমো বলেন, বিশ্লেষণক্ষম এআই বিশেষ করে নতুন পণ্য ও পরিষেবার মুখ্য নিয়ন্ত্রক হয়ে উঠবে। তিনি দেখান, গত প্রায় ৩০ বছরে এবার উইন্ডোজ কি-বোর্ডে এআই সহযোগী বাটন যুক্ত করা মাইক্রোসফটের জন্য জরুরি সিদ্ধান্ত ছিল। ভক্সওয়াগন যেমন এ বছরের শেষ দিকে স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে চ্যাটজিপিটি যুক্ত করতে যাচ্ছে তাদের গাড়িতে। সিনিয়র সম্পাদক লিজা ইয়াডিকিও, গুগলের জেনারেল ম্যানেজার এবং অ্যান্ড্রয়েডের গুগল প্লে, উইয়্যার ও এসের ভাইস প্রেসিডেন্ট সামির সামাত একই ভাষায় আমাদের জানিয়ে দিয়েছেন, মোবাইল ফোন ব্যবহারের ধরনে এআই প্রযুক্তি প্রধান ভূমিকা রাখতে চলেছে। আমরা দেখতে চলেছি, কেমন করে আমাদের কাজ, যাপন, এমনকি পৃথিবীর সঙ্গে সম্পর্ক দারুণ বদলে দেবে এই গুরুত্ববহ প্রযুক্তি।

নতুন পাওয়া টিভি স্ক্রিন
দৈত্যাকৃতির টেলিভিশন থেকে ভাঁজ করার মতো মোবাইল ফোনের ধারণা—স্ক্রিন প্রযুক্তির এই সবকিছু এবারের সিইএসে দেখা গেছে। সিনেটের টিভি বিশেষজ্ঞ ডেভিড কাৎজমেয়ারের মতে, টিভি এখন অনেক বড় আর উজ্জ্বল। হিসেন্স ও টিসিএ—দুই প্রতিষ্ঠানই গত বছরের খরচে তাদের মিনি এলইডি প্রযুক্তিকে দ্বিগুণ ঔজ্জ্বল্যে পরিণত করেছে। ১১০ ও ১১৫ ইঞ্চি টিভি বিশাল ও নয়নলোভন ফিচারসমৃদ্ধ হয়ে বাজারে হাজির হতে চলেছে এই দুই প্রতিষ্ঠানের হাত ধরে।

নতুন স্ক্রিনটেক অবশ্য সস্তায় পাওয়া যাবে না। সি সিডসের দুর্দান্ত ফোল্ডিং এন১ মডেল, ১৩৭ ইঞ্চি ডিসপ্লেকে পাঁচ ভাগে ভাঁজ করে রাখা যাবে, এমন ঘোষণা দিয়েছেন নির্মাতারা। মূল্য মাত্র দুই লাখ ডলার! কাৎজমেয়ার বলেন, এ বছরের নতুন আগ্রহ দেখা যাচ্ছে ট্রান্সপারেন্ট ডিসপ্লে নির্মাণে। কয়েক বছর এলজি ওএলইডি স্ক্রিন নির্মাণ করেছে বৃহৎ ব্যবসায়ীদের জন্য। কিন্তু এবারে নতুন মডেল বাজারে আসবে ভোক্তাদের কথা ভেবে। ওএলইডি টিভির নতুন মডেলের স্ক্রিন দেখা বন্ধ থাকলে তার বিশাল কালো চতুর্ভুজ জানালার মতো দেখাবে। কাচের ওপরে-নিচে খেলা করে বেড়াবে মাছ, তারা ও বিভিন্ন জিনিসের রঙিন প্রতিরূপ। কাৎজমেয়ার আনন্দ নিয়েই বলেন, টিভির পুরোনো ধারণা ভেঙে দেবে এই নতুন মডেল। যন্ত্রটি নিজেকে আড়ালে রেখে গৃহসজ্জায় নতুন মাত্রা যোগ করতে সক্ষম।

এলজির পাশাপাশি স্যামসাং আরও উজ্জ্বল, বর্ণিল স্ক্রিন নিয়ে আসছে মাইক্রো এলইডি ব্যবহার করে। ডেমো প্রদর্শনীতে উতরে যাওয়া সেই স্ক্রিন নিকট ভবিষ্যতে বাজার দখলে নেমে পড়বে। স্যামসাংয়ের নমনীয়, উভমুখী ভাঁজে সক্ষম ফোন লিসা দৃষ্টি কেড়েছে। ধারণা করা হচ্ছে, জেড ফ্লিপ-স্টাইল ফোন যেকোনো দিকে ভাঁজ করা যাবে। এ ধরনের ডিভাইসে বন্ধ বা খোলা—যেকোনো অবস্থায় কাজ করতে পারবেন। তবে মটোরোলা আর অন্যান্য রোলেবল ফোনের যে ধারণা গত বছর পাওয়া গিয়েছিল, সেগুলো বাজারে আসতে দেরি হতে পারে।

নেক্সট জেন গেমিং টেকনোলজি
এ বছরের সিইএস শোতে গেমিং প্রধান আকর্ষণ ছিল। অ্যালিয়েনওয়্যার, লেনোভো, আসুস, রেজার এবং অন্যান্য ল্যাপটপে নতুন চতুর্দশ জেনারেশনের মোবাইল চিপের উপস্থিতি দেখা গেছে। এইচপির ‘নিউ ওমেন’ মডেলে নন্দন ভাবনায় অনেক পরিবর্তন আনা হয়েছে। গেমারদের আরাম নিশ্চিতে নতুন মডেল সহায়ক হতে পারে। এভিদিয়া নতুন গ্রাফিকস কার্ড, রেজার ভাইব্রেটিং গেমিং সিট এবং নতুন গেমিং ফোকাসড মোবাইল ফোন এনেছে আসুস।

ভালভের ‘স্টিমডেক’ হ্যান্ডহেল্ড ফরম্যাটে পিসি গেম খেলার প্রথম অভিজ্ঞতা দিয়েছিল ২০২২ সালে। আসুস আর লেনোভো নিজেদের সংস্করণ আনতে তৎপর হয়েছে। কিন্তু যখন ভালভ, আসুস আর লেনোভো—সবাই এএমডি প্রসেসর ব্যবহার করছে, এমএসআইয়ের নতুন ‘ক্ল হ্যান্ডহেল্ড প্যাকস’ ইনটেল কোর আলট্রা ফাইভ বা সেভেন ব্যবহার করতে চলেছে। সিনেটের প্রধান লেখক স্কট স্টেইন নিশ্চিত করেন, এটি সবচেয়ে শক্তিশালী হ্যান্ডহেল্ড গেমের নিদর্শন হয়ে থাকবে। উইন্ডোজের পিসি হ্যান্ডহেল্ড গেমাররা ভালোই পছন্দ করে, কিন্তু ইনটেলবেজড মডেল নতুন অভিজ্ঞতা আনতে যাচ্ছে।

এনার্জি টেকে বিপ্লব
পরিবেশ নিয়ে সংকট বাড়ছে। তাই পরিবেশবান্ধব হতে হবে প্রযুক্তিকে। জ্বালানির মূল্য আকাশছোঁয়া। বিদ্যুৎ পরিবহনব্যবস্থায় অতিরিক্ত চাপ। শক্তি ব্যবহারে মিতব্যয়িতা ও সচেতনতা বাড়ছে।সিইসি ২০২৪ জানাচ্ছে টেক কোম্পানির পরিবেশসচেতন কাজ নিয়ে। পুরো বাড়ির জন্য বহনযোগ্য ব্যাকআপ ব্যাটারি এনেছে ইকো ফ্লো।

বিদ্যুৎ উৎপাদনকারী স্টেইন্ড গ্লাস নির্মাণের মাধ্যমে এসেছে নতুন সৌরপ্রযুক্তি। ময়শ্চার-ফার্মিং প্রযুক্তি বাতাস থেকে পানি নিষ্কাশনে সক্ষম। স্মার্ট অ্যানার্জি সার্ভিস এক বোতামেই অন গ্রিড বা অফ গ্রিড অ্যানার্জি বিষয়ে আপনাকে সাহায্য করবে।সিএইএস ২০২৪-এর পণ্য কি টেকসই পরিবেশের প্রতি টেক ইন্ডাস্ট্রির প্রতিশ্রুতির সাপেক্ষে যথেষ্ট? সংক্ষিপ্ত উত্তর, না। কিন্তু ফরেস্টারের মুখ্য বিশ্লেষক টমাস হুসন বলেন, ‘এই প্রদর্শনী সঠিক দিকে পা ফেলার ছোট্ট নমুনামাত্র। পরের ধাপে আমাদের আরও যোগ্য ও কৌশলী হয়ে উঠতে হবে।’ আমরা এ বছর যেসব নতুন প্রযুক্তি দেখলাম, এগুলো বাসযোগ্য ভবিষ্যৎ নিয়ে কল্পনায় মেতে থাকতে সাহায্য করতে পারে। সূত্র : আজকের পত্রিকা।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নিকট ভবিষ্যতের প্রযুক্তি

প্রকাশের সময় : ১০:৩৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪

সবকিছুতে এআই
এ বছর এআই সব প্রযুক্তির মুখ্য নিয়ন্ত্রক হয়ে বসছে। ফরেস্টারের প্রধান বিশ্লেষক দীপাঞ্জন চট্টোপাধ্যায় বলেন, ভোক্তাদের অভিজ্ঞতার উন্নতির জন্য প্রথাগত পরিষেবা এবং পণ্যের বাইরে বুদ্ধিমত্তার গুরুত্বপূর্ণ একটা স্তর এবার রাজত্ব করবে।

গত বছর থেকে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি আমাদের সহজলভ্য ডিভাইসেও চলে এসেছে। সিনেটের কনি গুগলিয়েলমো বলেন, বিশ্লেষণক্ষম এআই বিশেষ করে নতুন পণ্য ও পরিষেবার মুখ্য নিয়ন্ত্রক হয়ে উঠবে। তিনি দেখান, গত প্রায় ৩০ বছরে এবার উইন্ডোজ কি-বোর্ডে এআই সহযোগী বাটন যুক্ত করা মাইক্রোসফটের জন্য জরুরি সিদ্ধান্ত ছিল। ভক্সওয়াগন যেমন এ বছরের শেষ দিকে স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে চ্যাটজিপিটি যুক্ত করতে যাচ্ছে তাদের গাড়িতে। সিনিয়র সম্পাদক লিজা ইয়াডিকিও, গুগলের জেনারেল ম্যানেজার এবং অ্যান্ড্রয়েডের গুগল প্লে, উইয়্যার ও এসের ভাইস প্রেসিডেন্ট সামির সামাত একই ভাষায় আমাদের জানিয়ে দিয়েছেন, মোবাইল ফোন ব্যবহারের ধরনে এআই প্রযুক্তি প্রধান ভূমিকা রাখতে চলেছে। আমরা দেখতে চলেছি, কেমন করে আমাদের কাজ, যাপন, এমনকি পৃথিবীর সঙ্গে সম্পর্ক দারুণ বদলে দেবে এই গুরুত্ববহ প্রযুক্তি।

নতুন পাওয়া টিভি স্ক্রিন
দৈত্যাকৃতির টেলিভিশন থেকে ভাঁজ করার মতো মোবাইল ফোনের ধারণা—স্ক্রিন প্রযুক্তির এই সবকিছু এবারের সিইএসে দেখা গেছে। সিনেটের টিভি বিশেষজ্ঞ ডেভিড কাৎজমেয়ারের মতে, টিভি এখন অনেক বড় আর উজ্জ্বল। হিসেন্স ও টিসিএ—দুই প্রতিষ্ঠানই গত বছরের খরচে তাদের মিনি এলইডি প্রযুক্তিকে দ্বিগুণ ঔজ্জ্বল্যে পরিণত করেছে। ১১০ ও ১১৫ ইঞ্চি টিভি বিশাল ও নয়নলোভন ফিচারসমৃদ্ধ হয়ে বাজারে হাজির হতে চলেছে এই দুই প্রতিষ্ঠানের হাত ধরে।

নতুন স্ক্রিনটেক অবশ্য সস্তায় পাওয়া যাবে না। সি সিডসের দুর্দান্ত ফোল্ডিং এন১ মডেল, ১৩৭ ইঞ্চি ডিসপ্লেকে পাঁচ ভাগে ভাঁজ করে রাখা যাবে, এমন ঘোষণা দিয়েছেন নির্মাতারা। মূল্য মাত্র দুই লাখ ডলার! কাৎজমেয়ার বলেন, এ বছরের নতুন আগ্রহ দেখা যাচ্ছে ট্রান্সপারেন্ট ডিসপ্লে নির্মাণে। কয়েক বছর এলজি ওএলইডি স্ক্রিন নির্মাণ করেছে বৃহৎ ব্যবসায়ীদের জন্য। কিন্তু এবারে নতুন মডেল বাজারে আসবে ভোক্তাদের কথা ভেবে। ওএলইডি টিভির নতুন মডেলের স্ক্রিন দেখা বন্ধ থাকলে তার বিশাল কালো চতুর্ভুজ জানালার মতো দেখাবে। কাচের ওপরে-নিচে খেলা করে বেড়াবে মাছ, তারা ও বিভিন্ন জিনিসের রঙিন প্রতিরূপ। কাৎজমেয়ার আনন্দ নিয়েই বলেন, টিভির পুরোনো ধারণা ভেঙে দেবে এই নতুন মডেল। যন্ত্রটি নিজেকে আড়ালে রেখে গৃহসজ্জায় নতুন মাত্রা যোগ করতে সক্ষম।

এলজির পাশাপাশি স্যামসাং আরও উজ্জ্বল, বর্ণিল স্ক্রিন নিয়ে আসছে মাইক্রো এলইডি ব্যবহার করে। ডেমো প্রদর্শনীতে উতরে যাওয়া সেই স্ক্রিন নিকট ভবিষ্যতে বাজার দখলে নেমে পড়বে। স্যামসাংয়ের নমনীয়, উভমুখী ভাঁজে সক্ষম ফোন লিসা দৃষ্টি কেড়েছে। ধারণা করা হচ্ছে, জেড ফ্লিপ-স্টাইল ফোন যেকোনো দিকে ভাঁজ করা যাবে। এ ধরনের ডিভাইসে বন্ধ বা খোলা—যেকোনো অবস্থায় কাজ করতে পারবেন। তবে মটোরোলা আর অন্যান্য রোলেবল ফোনের যে ধারণা গত বছর পাওয়া গিয়েছিল, সেগুলো বাজারে আসতে দেরি হতে পারে।

নেক্সট জেন গেমিং টেকনোলজি
এ বছরের সিইএস শোতে গেমিং প্রধান আকর্ষণ ছিল। অ্যালিয়েনওয়্যার, লেনোভো, আসুস, রেজার এবং অন্যান্য ল্যাপটপে নতুন চতুর্দশ জেনারেশনের মোবাইল চিপের উপস্থিতি দেখা গেছে। এইচপির ‘নিউ ওমেন’ মডেলে নন্দন ভাবনায় অনেক পরিবর্তন আনা হয়েছে। গেমারদের আরাম নিশ্চিতে নতুন মডেল সহায়ক হতে পারে। এভিদিয়া নতুন গ্রাফিকস কার্ড, রেজার ভাইব্রেটিং গেমিং সিট এবং নতুন গেমিং ফোকাসড মোবাইল ফোন এনেছে আসুস।

ভালভের ‘স্টিমডেক’ হ্যান্ডহেল্ড ফরম্যাটে পিসি গেম খেলার প্রথম অভিজ্ঞতা দিয়েছিল ২০২২ সালে। আসুস আর লেনোভো নিজেদের সংস্করণ আনতে তৎপর হয়েছে। কিন্তু যখন ভালভ, আসুস আর লেনোভো—সবাই এএমডি প্রসেসর ব্যবহার করছে, এমএসআইয়ের নতুন ‘ক্ল হ্যান্ডহেল্ড প্যাকস’ ইনটেল কোর আলট্রা ফাইভ বা সেভেন ব্যবহার করতে চলেছে। সিনেটের প্রধান লেখক স্কট স্টেইন নিশ্চিত করেন, এটি সবচেয়ে শক্তিশালী হ্যান্ডহেল্ড গেমের নিদর্শন হয়ে থাকবে। উইন্ডোজের পিসি হ্যান্ডহেল্ড গেমাররা ভালোই পছন্দ করে, কিন্তু ইনটেলবেজড মডেল নতুন অভিজ্ঞতা আনতে যাচ্ছে।

এনার্জি টেকে বিপ্লব
পরিবেশ নিয়ে সংকট বাড়ছে। তাই পরিবেশবান্ধব হতে হবে প্রযুক্তিকে। জ্বালানির মূল্য আকাশছোঁয়া। বিদ্যুৎ পরিবহনব্যবস্থায় অতিরিক্ত চাপ। শক্তি ব্যবহারে মিতব্যয়িতা ও সচেতনতা বাড়ছে।সিইসি ২০২৪ জানাচ্ছে টেক কোম্পানির পরিবেশসচেতন কাজ নিয়ে। পুরো বাড়ির জন্য বহনযোগ্য ব্যাকআপ ব্যাটারি এনেছে ইকো ফ্লো।

বিদ্যুৎ উৎপাদনকারী স্টেইন্ড গ্লাস নির্মাণের মাধ্যমে এসেছে নতুন সৌরপ্রযুক্তি। ময়শ্চার-ফার্মিং প্রযুক্তি বাতাস থেকে পানি নিষ্কাশনে সক্ষম। স্মার্ট অ্যানার্জি সার্ভিস এক বোতামেই অন গ্রিড বা অফ গ্রিড অ্যানার্জি বিষয়ে আপনাকে সাহায্য করবে।সিএইএস ২০২৪-এর পণ্য কি টেকসই পরিবেশের প্রতি টেক ইন্ডাস্ট্রির প্রতিশ্রুতির সাপেক্ষে যথেষ্ট? সংক্ষিপ্ত উত্তর, না। কিন্তু ফরেস্টারের মুখ্য বিশ্লেষক টমাস হুসন বলেন, ‘এই প্রদর্শনী সঠিক দিকে পা ফেলার ছোট্ট নমুনামাত্র। পরের ধাপে আমাদের আরও যোগ্য ও কৌশলী হয়ে উঠতে হবে।’ আমরা এ বছর যেসব নতুন প্রযুক্তি দেখলাম, এগুলো বাসযোগ্য ভবিষ্যৎ নিয়ে কল্পনায় মেতে থাকতে সাহায্য করতে পারে। সূত্র : আজকের পত্রিকা।