জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার এন্ড মসজিদ রক্ষার দাবী
- প্রকাশের সময় : ১২:২৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৪৭ বার পঠিত
ইউএনএ,নিউইয়র্ক : জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার এন্ড মসজিদের নতুন বাড়ী ক্রয় সহ অভ্যন্তরীন নানা সমস্যার সমাধান এবং একটি মহলের হয়রানী থেকে ধর্মীয় প্রতিষ্ঠানটি রক্ষার দাবী জানিয়েছেন সেন্টার কমিটির সাবেক দুই কর্মকর্তা। গত ২৭ জানুয়ারী শনিবার অপরাহ্নে জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবী জানিয়ে মসজিদের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন মসজিদের মুসল্লী সাবেক কোষাধ্যক্ষ নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান। এসময় তারা নিজেদেরকে কমিটি থেকে অন্যায় ও অগঠনতান্ত্রিকভাবে বহিষ্কার করা হয়েছে বলেও জানান। সংবাদ সম্মেলনে মসজিদের মুসল্লী মামুনুর রশীদ উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।
সংবাদ সম্মেলনে বলা হয়, জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার এন্ড মসজিদের পরিধি বাড়াতে ২০১৯ সালে বর্তমান ভবনের নিকটবর্তী ৪০-৩৫ ৭৩ স্ট্রীট ও ৪০-৩৯ ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস ঠিকানায় আরো দুটি বাড়ী ক্রয়ের উদ্যোগ নেয়া হয় এবং ২০২০ সালে বাড়ী দুটি ক্রয়ের জন্য ডাউন পেমেন্ট দেয়া হয়। এজন্য মসজিদ কমিটির সভাপতি আবু এম জাফরউল্লাহর সহযোগিতা নেয়া হয় এবং তার নামেই দলিল করা হয়। কিন্তু বাড়ী দুটি আজো মসজিদের নামে স্বীকিৃত পায়নি। বরং মসজিদটি নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, বিগত কমিটির ভেঙে নিয়ে অগঠনতন্ত্রিক পন্থায় নতুন কমিটি ও ট্রাষ্টিবোর্ড এমনকি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বহিষ্কার করা হয়েছে বিগত কমিটির তিন সহ সভাপতি, কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদককে। আর এসবের মূলে রয়েছেন কমিউনিটির পরিচিত মুখ জ্যাকব মিল্টন ও তার সহযোগি নীরা রব্বানী। জ্যাকব মিল্টন তার ল’ ফার্মের মাধ্যমে মামলা-মোকদ্দমা করে নানাভাবে হয়রানী করছেন এবং মসজিদের কর্তৃত্ব গ্রহণ করেছেন বলে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে তারা বলেন, আমাদেকে কমিটি থেকে বহিষ্কার করার বিরুদ্ধে আমরা পাল্টা করলে সে মামলা খারিজ হয়ে গেছে। তবে মসজিদ নিয়ে মামলা চলমান রয়েছে।

















