মুকুটটি মাথায় পাওয়ার পর দায়িত্ব আরো বেড়ে গেছে : নীলা

- প্রকাশের সময় : ১১:৪৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬০ বার পঠিত
বিনোদন ডেস্ক: অনেকটা নীরবেই হয়ে গেল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’-এর আয়োজন। গত ২৮ জানুয়ারী মুন্সীগঞ্জের মানা বে ওয়াটার পার্কে বসেছিল এই প্রতিযোগিতার চূড়ান্ত আসর। সেখানে ২০ প্রতিযোগীর মধ্যে এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’-এর মুকুট উঠেছে ফ্যাশন ইনফ্লুয়েন্সার, মডেল ও টিকটকার শাম্মি ইসলাম নীলার মাথায়। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জয়ীদের পরিচয় করিয়ে দিতে রোববার (৪ ফেব্রæয়ারী) দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে নীলার সঙ্গে উপস্থিত ছিলেন প্রথম রানার-আপ আকলিমা আতিকা কণিকা ও দ্বিতীয় রানার-আপ শাকিরা তামান্নাসহ সেরা আট প্রতিযোগী। এ ছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠান এরিস্টোক্রাট ইভেন্টসের পরিচালক রাকিবুল হাসান, সানজিদা হক আরেফিন লুনা এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ লাইসেন্সধারী মেহেদী হাসান।
আয়োজকদের সঙ্গে বিজয়ীরা
এ সময় অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মুকুটজয়ী নীলা বলেন, ‘অনেক দিন ধরেই এ দিনটির অপেক্ষায় ছিলাম। পথচলার সবে শুরু, অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। সবার দোয়া ও ভালোবাসা চাই। মুকুটটি মাথায় পাওয়ার পর মনে হয়েছে এবার দায়িত্বটা আরো অনেক বেশি বেড়ে গেছে। এটা শুধু স্বপ্ন নয় অনেক বড় দায়িত্ব। অনেক কিছু মানিয়ে নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। নিজের সর্বোচ্চটা দিয়ে আন্তজার্তিকভাবে বাংলাদেশকে তুলে ধরতে চাই।’
দুই পাশে দুই রানার-আপ, মাঝে নীলা
তিনি আরো বলেন, ‘এবারের ‘মিস ওয়ার্ল্ড-২০২৩’ প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য হলো ‘বিউটি উইথ পারপাস’। আমি যে বিষয়টি নিয়ে কাজ করতে চাই তা হলো ভিক্ষাবৃত্তির প্রতিকার। আন্তর্জাতিক মঞ্চে আমি এ বিষয়টিই উপস্থাপন করতে চাই। মূলত এর সমাধান টানতে যা কিছু করা প্রয়োজন তা করার চেষ্টা করব। আমি আশা করছি বাংলাদেশের মানুষ আমার সঙ্গে থাকবে।’
জানা যায়, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন শাম্মি ইসলাম নীলার জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায়। দুই ভাই-বোনের মধ্যে ২৩ বছর বয়সী নীলা বড়। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়াশোনা করছেন তিনি। নীলার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার। তিন বছর ধরে মডেলিং করছেন তিনি। ফ্যাশন আর বিউটি নিয়ে কয়েকটি বাংলাদেশি ব্র্যান্ডের সঙ্গে ইনফ্লুয়েন্সার হয়ে নিয়মিত কাজ করছেন তিনি।
প্রসঙ্গত, বিজয়ী নীলা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন মিস ওয়ার্ল্ডের ৭১তম আসরে। এবারের মূল আয়োজনটি হবে ভারতে। এই আসরে যোগ দিতে আগামী ১৮ ফেব্রæয়ারী দিল্লি যাবেন নীলাসহ বিভিন্ন দেশের বিজয়ী সুন্দরীরা। আগামী ৯ মার্চ ভারতে অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড-২০২৩’ প্রতিযোগিতা। (দৈনিক কালের কন্ঠ)