ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের বাড়ি আবার নির্মাণ করে দিয়েছে তুরস্ক
- প্রকাশের সময় : ০২:১৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪৮ বার পঠিত
বিধ্বংসী ভূমিকম্পের পর গৃহহীনদের মধ্যে কয়েকজনের কাছে তুরস্ক শনিবার সদ্য সমাপ্ত বাড়ির চাবি হস্তান্তর করেছে, দেশটির আধুনিক ইতিহাসে সবচেয়ে মারাত্মক বিপর্যয়ের এক বছর পর সেখানকার মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরছে।
গত বছরের ৬ ফেব্রুয়ারী, দক্ষিণ তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে ১১টি প্রদেশে ৫০ হাজারেরও বেশি মানুষ মারা যায় এবং লাখ লাখ গৃহহীন হয়। ‘আজ, আমরা হাতায়ে ৭,২৭৫টি বাড়ির চাবি হস্তান্তর করেছি…আমরা ধীরে ধীরে পুরো অঞ্চলে ৪০ হাজার বাড়ি নির্মাণ শেষ হওয়ার সাথে সাথে স্থানীয়দের মধ্যে বিতরণ করব,’ প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোগান ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্থ প্রদেশ হাতায়ে একটি অনুষ্ঠানে বলেন।
আগামী দুই মাসের মধ্যে প্রায় ৭৫ হাজার বাড়ি বিতরণ করা হবে, এরদোগান বলেন, সরকার এ বছর মোট ২ লাখ বাড়ি বিতরণ করার পরিকল্পনা করেছে। ভূমিকম্প অঞ্চলে প্রায় ৬ লাখ ৮০ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, নগরায়ন মন্ত্রী মেহমেত ওজাসেকি শুক্রবার সাংবাদিকদের বলেন, ৩ লাখ ৯০ হাজার পরিবার সেখানে বাড়ি তৈরির জন্য নিবন্ধিত হয়েছে।
‘২ লাখ অ্যাপার্টমেন্টের জন্য টেন্ডার সম্পন্ন হয়েছে, এবং এর মধ্যে কিছু নির্মাণ চলছে। কিছু শেষ হয়েছে এবং শীঘ্রই বিতরণ করা হবে। আরও আনুমানিক ১ লাখ অ্যাপার্টমেন্টের জন্য টেন্ডার প্রক্রিয়া অব্যাহত রয়েছে,’ তিনি বলেছিলেন। ভূমিকম্পের পর, এরদোগান ২০২৪ সালের ফেব্রুয়ারির মধ্যে ৩ লাখ ১৯ হাজার নতুন বাড়ি এবং আরও এক বছর পর মোট ৬ লাখ ৮০ হাজার নতুন বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। সূত্র: রয়টার্স।