গোলের খাতা খুলে বার্সাকে জেতালেন রকি
- প্রকাশের সময় : ০৫:৪০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
- / ৫৩ বার পঠিত
জানুয়ারির দলবদলের মৌসুমের দরজা খুলতেই বার্সেলোনায় যোগ দেন ব্রাজিলের তরুণ স্ট্রাইকার ভিটর রকি। ব্রাজিলের লিগে গোলের ধারায় থাকা এই স্ট্রাইকার বার্সা শিবিরে প্রাণ আনবেন এমনই আশা ছিল ভক্তদের।
কিন্তু জাভি তাকে এখন পর্যন্ত নিজেকে প্রমাণ করার খুব একটা সুযোগ দেননি। সুপারকাপ কিংবা কোপা দেল রে’তে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন। লা লিগায়ও বদলি হয়ে যথেষ্ঠ গেম টাইম পাননি। তার নামের পাশে গোলও তাই যোগ হচ্ছিল না। অবশেষে লা লিগায় গোলের দেখা পেয়েছেন ভিটর রকি। ইউরোপে এবং বার্সার জার্সিতে খুলেছেন গোলের খাতা। বদলি নেমে করা তার ওই গোলে ওসাশুনার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে কাতালানরা।
বুধবার রাতের ম্যাচে রকি ৬২ মিনিটে মাঠে নামেন। ফেরান তোরেস ইনজুরিতে পড়ায় কোচ জাভি ৭ মিনিটে ফেরমিন লোপেজকে মাঠে নামান। তাকে তুলে পরে নামান রকিকে। এক মিনিট পরেই গোল করেন তিনি। ম্যাচের ৬৩ মিনিটে ধারে বার্সার খেলা পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও ক্যানসেলো গোলের মুখে এক ক্রস দেন। দুর্দান্ত ক্ষিপ্রতায় হেড করে তা জালে জড়িয়ে নিজে উল্লাসে ভাসেন, সতীর্থ ও ভক্তদের উচ্ছ্বাসে ভাসান। সূত্র : সমকাল।