নিউইয়র্ক ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

চীনে ছয় মাসে ৪০টির বেশি এআই মডেল অনুমোদন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৩৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৮৬ বার পঠিত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বিশ্বের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে। এর অংশ হিসেবে ছয় মাসের মধ্যে সর্বসাধারণের ব্যবহারের জন্য ৪০টি মডেলের অনুমোদন দিয়েছে চীন সরকার। খবর রয়টার্স।

দেশটির স্থানীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, এআই খাতে যুক্তরাষ্ট্র দ্রুত এগিয়ে যাচ্ছে। পশ্চিমের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। জনসাধারণের ব্যবহাররের জন্য চীনের নিয়ন্ত্রক সংস্থা ১৪টির বেশি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের (এলএলএম) অনুমোদন দিয়েছে বলে রাষ্ট্রায়ত্ত সিকিউরিটিজ টাইমস সূত্রে জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, নিয়ন্ত্রক সংস্থাটি টানা চার বারের মতো মডেলগুলো ব্যবহারে অনুমোদন দিয়েছে। এর মধ্যে শাওমি করপোরেশন, ফোরপ্যারাডাইম ও জিরোওয়ান ডট এআট মডেল ব্যবহারের অনুমতি পেয়েছে।

আগস্ট থেকে জনসাধারণের ব্যবহারের জন্য এলএলএম চালুর আগে সরকারের কাছ থেকে অনুমোদন গ্রহণের ব্যবস্থা চালু করে বেইজিং। মূলত দেশের প্রযুক্তি খাতের উন্নয়নে এআইয়ের ব্যবহার নিশ্চিতের পাশাপাশি সার্বিক কার্যক্রম নজরদারিতে রাখতেই চীন সরকার এ উদ্যোগ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অনুমোদন দেয়ার উদ্যোগ গ্রহণের পর আগস্টেই প্রথম ধাপে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের অনুমোদন দেয় বেইজিং।

এর মধ্যে রয়েছে বাইদু, আলিবাবা ও বাইটড্যান্স। নভেম্বর ও ডিসেম্বরে আরো দুই ধাপে বিভিন্ন কোম্পানিকে ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহারের অনুমোদন দেয়া হয়। তবে মোট কয়টি কোম্পানিকে পাবলিক পর্যায়ে এআই মডেল ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে সে বিষয়ে চীন সরকার সূত্রে কিছু জানা যায়নি। সূত্র : বণিক বার্তা।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

চীনে ছয় মাসে ৪০টির বেশি এআই মডেল অনুমোদন

প্রকাশের সময় : ১২:৩৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বিশ্বের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে। এর অংশ হিসেবে ছয় মাসের মধ্যে সর্বসাধারণের ব্যবহারের জন্য ৪০টি মডেলের অনুমোদন দিয়েছে চীন সরকার। খবর রয়টার্স।

দেশটির স্থানীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, এআই খাতে যুক্তরাষ্ট্র দ্রুত এগিয়ে যাচ্ছে। পশ্চিমের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। জনসাধারণের ব্যবহাররের জন্য চীনের নিয়ন্ত্রক সংস্থা ১৪টির বেশি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের (এলএলএম) অনুমোদন দিয়েছে বলে রাষ্ট্রায়ত্ত সিকিউরিটিজ টাইমস সূত্রে জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, নিয়ন্ত্রক সংস্থাটি টানা চার বারের মতো মডেলগুলো ব্যবহারে অনুমোদন দিয়েছে। এর মধ্যে শাওমি করপোরেশন, ফোরপ্যারাডাইম ও জিরোওয়ান ডট এআট মডেল ব্যবহারের অনুমতি পেয়েছে।

আগস্ট থেকে জনসাধারণের ব্যবহারের জন্য এলএলএম চালুর আগে সরকারের কাছ থেকে অনুমোদন গ্রহণের ব্যবস্থা চালু করে বেইজিং। মূলত দেশের প্রযুক্তি খাতের উন্নয়নে এআইয়ের ব্যবহার নিশ্চিতের পাশাপাশি সার্বিক কার্যক্রম নজরদারিতে রাখতেই চীন সরকার এ উদ্যোগ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অনুমোদন দেয়ার উদ্যোগ গ্রহণের পর আগস্টেই প্রথম ধাপে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের অনুমোদন দেয় বেইজিং।

এর মধ্যে রয়েছে বাইদু, আলিবাবা ও বাইটড্যান্স। নভেম্বর ও ডিসেম্বরে আরো দুই ধাপে বিভিন্ন কোম্পানিকে ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহারের অনুমোদন দেয়া হয়। তবে মোট কয়টি কোম্পানিকে পাবলিক পর্যায়ে এআই মডেল ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে সে বিষয়ে চীন সরকার সূত্রে কিছু জানা যায়নি। সূত্র : বণিক বার্তা।