নিউইয়র্ক ১০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

চলতি মাসে ভূমধ্যসাগরে ১০০ অভিবাসনপ্রত্যাশী নিহত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:১৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • / ১৪০ বার পঠিত

বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পার হওয়ার চেষ্টার সময় চলতি মাসে সাগরে ডুবে প্রায় ১০০ অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। এছাড়া ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টাকারী মানুষের সংখ্যাও গত বছরের তুলনায় বেড়েছে। জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আইওএম এ খবর জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ২০২৪ সালের শুরু থেকে মধ্য ও পূর্ব ভূমধ্যসাগরে প্রায় ১০০ অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। এছাড়া চলতি মাসের এই পরিসংখ্যান গত বছরের একই সময়ের মধ্যে রেকর্ড করা সংখ্যার চেয়ে দ্বিগুণেরও বেশি বলে সোমবার জানিয়েছে অভিবাসন সংস্থাটি। রোমে ইতালি-আফ্রিকা সম্মেলনের সময় এই পরিসংখ্যান তুলে ধরা হয়। সেখানে দুই ডজনেরও বেশি আফ্রিকান নেতা এবং ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা অর্থনৈতিক সম্পর্ক এবং ইউরোপে নথিবিহীন অভিবাসন রোধ করার উপায় নিয়ে আলোচনা করতে সম্মেলনে অংশ নেন।

আইওএম (ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন)-এর মহাপরিচালক অ্যামি পোপ বলেছেন, ‘মৃত্যু এবং নিখোঁজের সর্বশেষ এই পরিসংখ্যানটি এটিই জোরালোভাবে মনে করিয়ে দিচ্ছে যে, আমাদের ব্যাপকভিত্তিক ব্যবস্থা প্রয়োজন, যার মধ্যে (অভিবাসনের) নিরাপদ এবং নিয়মিত পথগুলোও অন্তর্ভুক্ত থাকবে…আর এটিই একমাত্র সমাধান, যা অভিবাসীদের পাশাপাশি দেশগুলোকেও সমানভাবে উপকৃত করবে।’ আইওএম-এর পরিসংখ্যান অনুযায়ী, গত বছর ভূমধ্যসাগরে ৩ হাজার ৪১ জন অভিবাসী মারা গিয়েছিলেন বা নিখোঁজ হয়েছিলেন। আর ২০২২ সালে এই সংখ্যা ছিল ২ হাজার ৪১১ জন। সূত্র : দৈনিক ইত্তেফাক।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

চলতি মাসে ভূমধ্যসাগরে ১০০ অভিবাসনপ্রত্যাশী নিহত

প্রকাশের সময় : ০৩:১৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪

বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পার হওয়ার চেষ্টার সময় চলতি মাসে সাগরে ডুবে প্রায় ১০০ অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। এছাড়া ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টাকারী মানুষের সংখ্যাও গত বছরের তুলনায় বেড়েছে। জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আইওএম এ খবর জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ২০২৪ সালের শুরু থেকে মধ্য ও পূর্ব ভূমধ্যসাগরে প্রায় ১০০ অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। এছাড়া চলতি মাসের এই পরিসংখ্যান গত বছরের একই সময়ের মধ্যে রেকর্ড করা সংখ্যার চেয়ে দ্বিগুণেরও বেশি বলে সোমবার জানিয়েছে অভিবাসন সংস্থাটি। রোমে ইতালি-আফ্রিকা সম্মেলনের সময় এই পরিসংখ্যান তুলে ধরা হয়। সেখানে দুই ডজনেরও বেশি আফ্রিকান নেতা এবং ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা অর্থনৈতিক সম্পর্ক এবং ইউরোপে নথিবিহীন অভিবাসন রোধ করার উপায় নিয়ে আলোচনা করতে সম্মেলনে অংশ নেন।

আইওএম (ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন)-এর মহাপরিচালক অ্যামি পোপ বলেছেন, ‘মৃত্যু এবং নিখোঁজের সর্বশেষ এই পরিসংখ্যানটি এটিই জোরালোভাবে মনে করিয়ে দিচ্ছে যে, আমাদের ব্যাপকভিত্তিক ব্যবস্থা প্রয়োজন, যার মধ্যে (অভিবাসনের) নিরাপদ এবং নিয়মিত পথগুলোও অন্তর্ভুক্ত থাকবে…আর এটিই একমাত্র সমাধান, যা অভিবাসীদের পাশাপাশি দেশগুলোকেও সমানভাবে উপকৃত করবে।’ আইওএম-এর পরিসংখ্যান অনুযায়ী, গত বছর ভূমধ্যসাগরে ৩ হাজার ৪১ জন অভিবাসী মারা গিয়েছিলেন বা নিখোঁজ হয়েছিলেন। আর ২০২২ সালে এই সংখ্যা ছিল ২ হাজার ৪১১ জন। সূত্র : দৈনিক ইত্তেফাক।