রায়ের সমালোচনার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে ‘অ্যাকশন’ নেয়া যাবে না: পাকিস্তানের প্রধান বিচারপতি
- প্রকাশের সময় : ০৩:২৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
- / ১৮ বার পঠিত
রায়ের সমালোচনা করার কারণে সাংবাদিকদের বিরুদ্ধে কোনো ‘অ্যাকশন’ নেয়া যাবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধান বিচারপতি কাজি ফয়েজ ইসা। তিনি বলেছেন, ‘ন্যায্য সমালোচনার’ জন্য শাস্তি দেয়া যায় না। তবে তিনি সাংবাদিকদের বিরুদ্ধে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) করা মামলার শুনানি স্থগিত করার আবেদন গ্রহণ করেননি। এ খবর দিয়েছে অনলাইন ডন।
এতে বলা হয়, সুপ্রিম কোর্ট জোর দিয়ে বলেছে, সিনিয়র বিচারকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানোর কারণে মামলা করা উচিত নয়। পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল মানসূর উসমান আওয়ান সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করেছেন যে, যেহেতু কোনো রায়ের ‘সৎ সমালোচনা’ অপরাধ নয়, ফলে সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা নিবন্ধিত করা হবে না। সাংবাদিকদের হয়রানি করা বিষয়ে প্রধান বিচারপতি ইসার নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ সুয়োমোটো দেয়।
উল্লেখ্য, বিচারকদের বিরুদ্ধে সুনাম ক্ষুণ্ন করার প্রচারণার বিরুদ্ধে কমপক্ষে এক ডজন সাংবাদিকের বিরুদ্ধে নোটিশ ইস্যু করে এফআইএ। তাদেরকে সোমবার ২৯ জানুয়ারি হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়। এদিন প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে বলেন, তাকে নিয়ে কেউ যদি ‘ফান’ করেন তাহলে তিনি তাতে মনে কিছু করবেন না। তবে বিচার বিভাগ নিয়ে উপহাস করলে তাতে দেশের ক্ষতি হয়।
এক্ষেত্রে তিনি সমালোচনার ক্ষেত্রে সংবিধানে আরোপিত সীমাবদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন। প্রেস এসোসিয়েশন অব দ্য সুপ্রিম কোর্ট (পিএএস) এবং ইসলামাবাদ হাইকোর্ট জার্নালিস্টস এসোসিয়েশনের (আইএইচসিজেএ) যৌথ প্রস্তাবে সুয়োমোটো নোটিশ আমলে নেয় আদালত। শুনানিকালে পিএএসের প্রেসিডেন্ট আকিল আফজাল বলেন, রোববার তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী মুর্তাজা সোলাঙ্গি দাবি করেছেন ৪৭ জন সাংবাদিকের তালিকা থেকে ২২ জনের বিরুদ্ধে নোটিশ দিয়েছে এফআইএ।
অ্যাটর্নি জেনারেল আওয়ান উল্লেখ করেন, সংবিধানের অনুচ্ছেদ ১৪ এবং ১৯-এর অধীনে ভারসাম্য রক্ষা করা উচিত সাংবাদিকদের। এ দুটি অনুচ্ছেদে একজন ব্যক্তির মর্যাদা ও তার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। তিনি আরও বলেন, সমালোচনা হওয়া উচিত রায়কে টার্গেট করে। ওদিকে প্রধান বিচারপতি ইসা বলেন, ‘সুষ্ঠু সমালোচনা’ শুধু সাংবাদিকদের অধিকারই নয়, একই সঙ্গে তা প্রতিটি নাগরিকের অধিকার। ফলে রায়কে নিয়ে কোনো সমালোচনা হলে তার বিরুদ্ধে কোন ফৌজদারি ব্যবস্থা নেয়া যায় না। প্রতিজন সাংবাদিকের মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করবে আদালত- এ নিশ্চয়তা দেন প্রধান বিচারপতি। সূত্র : মানবজমিন।