‘ভুল থেকে শিক্ষা…’, ঐশ্বরিয়ার সঙ্গে বিয়েটাই কি ভুল জুনিয়ার বচ্চনের?
- প্রকাশের সময় : ১০:৪৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
- / ৭৫ বার পঠিত
তাহলে কি ডিভোর্সের গুঞ্জনই সত্যি? তাহলে কি সত্যিই ঐশ্বরিয়াকে ছাড়ছেন অভিষেক বচ্চন! সংসারটা কি কিছুতেই গুছিয়ে উঠতে পারছেন না! বলিপাড়ায় প্রশ্ন উঠছে অনেক। কিন্তু জবাব শুধুই ইঙ্গিতপূর্ণ। হ্যাঁ, শুক্রবার মাঝরাতে এমনই এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেন অভিষেক। যা দেখে নেটপাড়া মনে করছে অভিষেক বিচ্ছেদের কথাই বলছেন। ঐশ্বরিয়ার সঙ্গে বিয়েটাকেই ভুল হিসেবে দেখছেন জুনিয়ার বচ্চন।
তা ঠিক কী পোস্ট করেছেন অভিষেক?
অভিষেক পোস্ট করেছেন এক জীবন দর্শন। যেখানে লেখা ‘ব্যর্থ হওয়ার ভয় থাকলেই স্বপ্নপূরণ হয় না। কারণ, ব্যর্থতা থেকেই স্বপ্ন তৈরি হয়।’ প্রসঙ্গত, ঐশ্বরিয়া-অভিষেককে নিয়ে বচ্চন পরিবারে অশান্তি তুঙ্গে। প্রকাশ্যে এসব নিয়ে কিছু না বললেও, তাদের দাম্পত্য যে আর সুখের নয়, তা স্পষ্ট তাদের নানা আচরণেই। এই যেমন, কয়েকদিন আগে খবরে এসেছিল অভিষেক তার বিয়ের আংটি খুলে ফেলেছেন।
অন্যদিকে, এবার দেখা গেল শুধু অভিষেক নয়, ঐশ্বরিয়ার হাত থেকেও গায়েব বিয়ের আংটি। যে আংটিকে আগলে রাখতেন জুনিয়ার বচ্চন ঘরনি। সেই আংটিকেই ছুঁড়ে ফেলেছেন! ১৬ বছরের বিবাহিত সম্পর্কে ভাঙন নিয়ে কম জলঘোলা হচ্ছে না। সর্বত্র কান পাতলেই শোনা যাচ্ছে, ঐশ্বরিয়ার সঙ্গে তার শাশুড়ি ও ননদের সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে। তার জেরেই দাম্পত্য সম্পর্ক উষ্ণতা হারিয়েছে। শোনা যায়, শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে গিয়ে উঠেছিলেন ঐশ্বরিয়া। সূত্র : ডেইলি-বাংলাদেশ।