একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে লিটু আনামের গ্রন্থ ‘দার্শনিক ও একজন মহামানব’
- প্রকাশের সময় : ০৭:৩৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
- / ১০৬ বার পঠিত
নিউইয়র্ক: ঢাকার অমর একুশে বইমেলা ২০২৪ এ প্রকাশিত হচ্ছে নিউইয়র্ক প্রবাসী কথা সাহিত্যিক লিটু আনামের উপন্যাস ‘দার্শনিক ও একজন মহামানব’। বই সম্পর্কে লেখক বলেন- ‘দার্শনিক ও একজন মহামানব’ আমার দশম গ্রন্থ। দার্শনিক সিরিজের এটি তৃতীয় গ্রন্থ। ঢাকা শহরের বুকে নিজেকে খুঁজে পাওয়ার উদ্দেশ্যে ছুটে চলা এক তরুনের গল্প ও সাধনাই হচ্ছে আমার গল্পের উপজীব্য বিষয়। কোন গ্রন্থ পড়ে যদি পাঠক একটি নতুন শব্দ কিংবা একটি নতুন তথ্য না শিখতে পারে তাহলে এমন কোন বই কোন লেখকের লেখা ঠিক না।
‘দার্শনিক ও একজন মহামানব’ গ্রন্থটি প্রকাশিত হবে প্রিয়মুখ প্রকাশনী থেকে। অমন একুশে বইমেলায় প্রিয়মুখ স্টলে পাওয়া যাবে। মেলার পর রকমারি এবং লিটু আনাম ডক কম নামক লেখকের নিজস্ব ওয়েব পেজ সহ সকল অনলাইন শপ থেকে অর্ডার করা যাবে। বইটির প্রচ্ছদ করেছেন হোসেন শাহরিয়ার তৈমুর এবং অলংকরণ করেছেন রায়হান শশী।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগে স্নাতক ও স্নাতোকত্বর সম্পন্ন করে বর্তমানে আমেরিকা প্রবাসী নিউইয়র্কে বসবাসরত বাঙালীদের মধ্যে তরুন উদ্যোক্তা ও সমাজকর্মী, সাংবাদিক ও কলামিস্ট হিসেবে তার যথেষ্ট পরিচিতি রয়েছে। পেশায় ব্যবসায়ী হলেও বাংলা সাহিত্যর প্রতি অনুরাগ থেকেই সাহিত্য চর্চা শুরু। লেখকের ছোট গল্প চতুষ্কোণ ও চতুর্ভুজ, থ্রিলার নিকিতার অভিযান, ফিকশন- দানব, মহাকাল ও রোশনি, শিশুতোষ গল্প সুজানা এবং দার্শনিক সিরিজের- দার্শনিক কম চিন্তাবীদ বেশী এবং নীলা সেদিন নীল শাড়ি পরেছিল নামে আরো নয়টি বই প্রকাশিত হয়েছে যা পাঠক প্রিয়তা লাভ করে। -প্রেস বিজ্ঞপ্তি।

















