নিউইয়র্ক ১১:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

চীনের জনসংখ্যা আরও কমলো

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৫১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • / ৭১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : চীনের জনসংখ্যা আরও কমেছে। ২০২২ সালের মতো সদ্য বিদায়ী ২০২৩ সালেও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশের জনসংখ্যা কমেছে। ফলে দেশটির জনমিতি নিয়ে চ্যালেঞ্জ আরও বাড়ল। এমনকি দেশের অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়বে পারে। বুধবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশটির জনসংখ্যা কমে ১৪০ কোটি ৯০ লাখে ঠেকেছে, যা ২০২২ সালের তুলনায় প্রায় ২০ লাখ ৮ হাজার কম। তবে জনসংখ্যা কমলেও চীনের অর্থনীতির আকার ২০২২ সালের চেয়ে ৫ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যদিও সরকারি লক্ষ্যমাত্রা ছিল ৫ শতাংশের মতো।

জনসংখ্যা কমার পাশিপাশি জন্মহারও প্রতি হাজারে কমে ৬ দশমিক ৩৯ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যাটি ১৯৪৯ সালের পর সর্বনিম্ন। ২০২৩ সালে চীনে ৯০ লাখ ২০ হাজার শিশু জন্মগ্রহণ করেছে। এর আগের বছর এই সংখ্যাটি ছিল ৯৫ লাখ ৬০ হাজার।

এ ছাড়া ১৬ থেকে ৫৯ বছর বয়সী মানুষের সমন্বয়ে গঠিত দেশের কর্মশক্তিও কমেছে। তবে বয়স্ক মানুষের সংখ্যা বেড়েছে।

এর আগে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে চীনে জনসংখ্যা কমে ছিল। গত ৬০ বছরে তখন প্রথমবারের মতো জনবহুল এই দেশটিতে জনসংখ্যা কমে। এ ছাড়া গত বছরই ভারতের কাছে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা হারায় চীন।

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

চীনের জনসংখ্যা আরও কমলো

প্রকাশের সময় : ০৫:৫১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : চীনের জনসংখ্যা আরও কমেছে। ২০২২ সালের মতো সদ্য বিদায়ী ২০২৩ সালেও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশের জনসংখ্যা কমেছে। ফলে দেশটির জনমিতি নিয়ে চ্যালেঞ্জ আরও বাড়ল। এমনকি দেশের অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়বে পারে। বুধবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশটির জনসংখ্যা কমে ১৪০ কোটি ৯০ লাখে ঠেকেছে, যা ২০২২ সালের তুলনায় প্রায় ২০ লাখ ৮ হাজার কম। তবে জনসংখ্যা কমলেও চীনের অর্থনীতির আকার ২০২২ সালের চেয়ে ৫ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যদিও সরকারি লক্ষ্যমাত্রা ছিল ৫ শতাংশের মতো।

জনসংখ্যা কমার পাশিপাশি জন্মহারও প্রতি হাজারে কমে ৬ দশমিক ৩৯ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যাটি ১৯৪৯ সালের পর সর্বনিম্ন। ২০২৩ সালে চীনে ৯০ লাখ ২০ হাজার শিশু জন্মগ্রহণ করেছে। এর আগের বছর এই সংখ্যাটি ছিল ৯৫ লাখ ৬০ হাজার।

এ ছাড়া ১৬ থেকে ৫৯ বছর বয়সী মানুষের সমন্বয়ে গঠিত দেশের কর্মশক্তিও কমেছে। তবে বয়স্ক মানুষের সংখ্যা বেড়েছে।

এর আগে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে চীনে জনসংখ্যা কমে ছিল। গত ৬০ বছরে তখন প্রথমবারের মতো জনবহুল এই দেশটিতে জনসংখ্যা কমে। এ ছাড়া গত বছরই ভারতের কাছে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা হারায় চীন।

হককথা/নাছরিন