চলে গেলেন ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’র কবি জাহিদুল হক
- প্রকাশের সময় : ০৬:২০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
- / ৩২ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : আমার এ দুটি চোখ পাথর তো নয়, তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়’– জনপ্রিয় এ গানের গীতিকার ও কবি জাহিদুল হক আর নেই। সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জাহিদুল হকের পরিবারের সদস্যরা জানান, ১৫ দিন আগে তিনি ব্রেন স্ট্রোক করেছিলেন। এরপর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। জাহিদুল হক বাংলা একাডেমির ফেলো ছিলেন। সঙ্গীত শিল্পী সুবীর নন্দীর কণ্ঠে তার লেখা ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’ গানটি দেশজুড়ে তুমুল জনপ্রিয়তা পায়।
এছাড়াও তিনি দৈনিক সংবাদের সিনিয়র সহকারি সম্পাদক ছিলেন। বাংলাদেশ বেতারে তিনি উপমহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জাহিদুল হকের কবিতা, উপন্যাস, ছোটগল্প গান মিলিয়ে প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৮টি। তার প্রথম কবিতার বই প্রকাশ হয় ১৯৮২ সালে ‘পকেট ভর্তি মেঘ’ শিরোনামে। তার উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে, পকেট ভর্তি মেঘ, তোমার হোমার, নীল দুতাবাস ও এ উৎসবে আমি একা। বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্য তিনি ২০০২ সালে বাংলা একাডেমি পুরস্কার পান।
১৯৪৯ সালের ১১ আগস্ট ভারতের আসামের বদরপুরে জাহিদুল হকের জন্ম। তার চিকিৎসক বাবা তখন সেখানে রেলওয়ে হাসপাতালে কর্মরত ছিলেন। তাদের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের আকদিয়া গ্রামে।
জাহিদুল হকের স্ত্রী রেবেকা সুলতানা ছিলেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত রবীন্দ্রসংগীত শিল্পী। ২০২১ সালের ৩০ অক্টোবর তিনি মারা যান। সূত্র : যুগান্তর
হককথা/নাছরিন