ছাত্রের সাথে যৌন সম্পর্কের অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৪:৫৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
- / ৭৬ বার পঠিত
হককথা ডেস্ক : কিশোর ছাত্রের সাথে যৌন সম্পর্কের অভিযোগে এক শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মিসৌরিতে এ ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আটক ওই শিক্ষিকার নাম হেইলি হেইলি ক্লিফটন-কারম্যাক। তাকে গত ৫ জানুয়ারি টেক্সাস থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশে ৫টি যৌন হেনস্তার অভিযোগ রয়েছে। পুলস্কি কাউন্টি শেরিফ বিভাগ জানিয়েছে, আটক ওই শিক্ষিকা লিকুরি হাইস্কুলের সাবেক শিক্ষিকা ছিলেন। ১৬ বছরের কিশোর ছাত্রের সম্পর্কের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ওই শিক্ষিকার বিরুদ্ধে ২৫ লাখ আমেরিকান ডলারের বন্ড নির্ধারণ করা হয়েছে। তাকে মিসৌরিতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে টেক্সাস পুলিশ। আদালতের নথিতে বলা হয়েছে, স্কুলের অধ্যক্ষ এবং সুপারিনটেনডেন্ট ওই ছাত্র-শিক্ষিকার সম্পর্কের বিষয়ে অবগিত ছিলেন। তবে তারা এ বিষয়ে কোনো ব্যবস্থা নেননি। পরে স্কুলের এক ছাত্র বিষয়টি পুলিশকে অবগত করেন।
শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ায় ওই ছাত্রের পিঠে ক্ষত রয়েছে বলে জানিয়েছে সে। বিষয়টি তার সহপাঠীদেরও দেখিয়েছে। এ ছাড়া শিক্ষিকার বিরুদ্ধে শ্রেণিকক্ষে ছাত্রদের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ রয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৮ ডিসেম্বর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার স্কুলে না ফেরার প্রত্যাশা জানিয়েছে স্কুল।
এক বিবৃতিতে প্রত্যক্ষদর্শী জানান, সম্প্রতি বিচ্ছেদের জেরে এমন কাণ্ড ঘটিয়েছেন। বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর পুলিশ তার মোবাইল তল্লাশির আদেশ পেয়েছে। ষেখানে তাদের সম্পর্কের বিষয়ে কথোপকথনসহ সম্পর্কের বিষয়টি প্রকাশ পায়।
ওই শিক্ষিকার সাথে সম্পর্কের বিষয়টি ছাত্রের বাবাও অবগত ছিলেন। স্কুলের মাঠে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার সময় ওই শিক্ষিকা অন্য ছাত্রদের পাহারার দায়িত্বে রাখতেন বলেও এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
হককথা/নাছরিন