গোল্ডেন গ্লোবের ৫ কোটি মুল্যের পুরস্কার ব্যাগে যা যা থাকে

- প্রকাশের সময় : ০৪:২২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
- / ১৪৩ বার পঠিত
বিনোদন ডেস্ক : বিনোদন অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারের মধ্যে গোল্ডেন গ্লোব অন্যতম সেরা হিসেবেই বিবেচিত। আমেরিকায় একাডেমি পুরস্কার (অস্কার) ও গ্র্যামি পুরস্কারের পরই সবচেয়ে বেশি দেখা হয় গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান অনুষ্ঠান। ব্রিটেনের বাফটা অ্যাওয়ার্ডকে এই পুরস্কারের সমমানের হিসেবে গণ্য করা হয়। এ বছর ৮১তম গোল্ডেন গ্লোবের পুরস্কার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সদ্যই।
গোল্ডেন গ্লোবের মঞ্চে এ বছর বাজিমাত করেছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার।’ এবার মনোনয়নে যেমন নেতৃত্ব দিয়েছে ওপেনহাইমার, তেমনি পুরস্কারের মঞ্চেও জয়জয়কার সিনেমাটির। ২০২৪ সালের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের বিজয়ীদের তালিকা ইতোমধ্যেই নজর কেড়েছে সিনেপ্রেমীদের। এই অনুষ্ঠানের গ্ল্যামার এতটাই যে পুরস্কার জয়ীদের তালিকার বাইরেও মানুষের মধ্যে আগ্রহ তৈরি করে।
কারণ, অনুষ্ঠানের উপস্থাপক এবং বিজয়ীদের ঐতিহ্যপূর্ণ দারুণ উপহার প্রদান করা হয়। যে ব্যাগ তাদের হাতে তুলে দেওয়া হয়, সেটা নিয়েই নানা ধরনের আগ্রহ দর্শক ও সিনেমাপ্রেমীদের মাঝে। কী থাকতে পারে রহস্যময় ওই ব্যাগে? কত মূল্যের পুরস্কার থেকে শুরু করে কোন বহুমূল্যের সম্পদ যায় বিজয়ীদের ঝুলিতে, তা জানার আগ্রহ থাকে সবারই। এবার গোল্ডেন গ্লোবের অফিসিয়াল ওয়েবসাইটে একটি প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে সেই তালিকা।
এ বছর গোল্ডেন গ্লোব বিজয়ীদের একাংশবিলাসবহুল লাইফস্টাইল ম্যাগাজিন রব রিপোর্টের উপর এই অসামান্য উপহার ব্যাগগুলি সাজানোর দায়িত্ব পড়েছে এবার। তথ্য অনুযায়ী, এই বিস্ময়ে ভরা ব্যাগে রয়েছে ৫০০ ডলারের টাকিলা (মদ), ৫০০ ডলারের ক্যাভিয়ার রুজ, ৪ হাজার ডলার মূল্যের প্রসাধনী প্রোডাক্ট, মেটিয়ের ব্র্যান্ডের বাদামি সুয়েড ব্যাগ যার দাম ৬০০ ডলার, পারফিউমহেডের ৪৫০ ডলারের সুগন্ধি। ৮৩ জন প্রাপকদের প্রত্যেকে, উপস্থাপক এবং বিজয়ীরা সবাই এই বহুমূল্যের পুরস্কার প্যাকেজ পাবেন, যা একটি বিলাসবহুল ট্রিট বলেও ধরে নেওয়া যায়। এছাড়াও ব্যাগগুলিতে প্রাইভেট জেটে ভ্রমণের সুযোগ থেকে শুরু করে একজন তারকা ট্যাটু শিল্পীর কাছ থেকে বেশ কয়েকটি সেশন পর্যন্ত নিতে পারবেন বিজয়ীরা। এই উপহার ব্যাগগুলি এমনভাবেই সাজানো হয়েছে যাতে সবরকম মানুষকেই ভীষণভাবে আনন্দের অভিজ্ঞতা উপহার দেওয়া যায়।
ফ্রান্সের বার্গেন্ডিতে দুই রাত, ইন্দোনেশিয়ায় সেলেস্তিয়া ফিনিস ইয়াটে প্রায় পাঁচ দিনের মতো থাকার সুযোগ মিলবে। এছাড়াও আয়ারল্যান্ডের মতো জায়গায় ফাইভ স্টার হোটেলে থাকার সুযোগ করে দিয়েছে এই পুরস্কার প্যাকেজ।
যদিও বেশিরভাগ বিলাসবহুল আইটেমগুলি সমস্ত প্রাপকদের দেওয়া হবে, তবে কিছু বাছাই করা অসাধারণ সংযোজন থাকবে শুধুমাত্র স্পেমাল কিছু পুরস্কারের জন্য। তাদের উপহারের ব্যাগ আরও উন্নত। শুধু এমন ধরনের উপহারই নয়, বরং, কলোম্বিয়ান পান্না খচিত গয়নাও থাকবে উপহারের তালিকায়। যার মূল্য ৬৯ হাজার টাকা। বিশ্বের সবচেয়ে দামি ওয়াইন লিবার প্যাটারের ছয়টি বোতল থাকবে উপহার হিসেবে। যার মূল্য প্রায় ১৯৪ ডলার। মাত্র ছয়জন পাবে এই পুরস্কার। পাঁচজন বিজয়ী পাবেন ওপি ওয়ে স্নিকার ব্র্যান্ডের কাস্টমাইজ করা জুতা। জেনিথ ব্যান্ডের লাক্সারি গাড়িও থাকবে সেই তালিকায়। আবার আমেরিকার সেরা কুকের কাছে কিছু ঐতিহ্যবাহী কাজ শেখার সুযোগও থাকবে কারও কারও উপহার বাক্সে।
৮১তম গোল্ডেন গ্লোব-এর মঞ্চে এ বছর বাজিমাত জয়জয়কার ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’-এর। এ বছর গোল্ডেন গ্লোবে ক্রিস্টোফার নোলান পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। সিলিয়ান মারফির ঝুলিতে উঠেছে সেরা অভিনেতার পুরস্কার। সেরা অরিজিনাল স্কোর-এর পুরস্কার জিতেছেন লুডিং গ্রনসনস। সেরা সিনেমার পুরস্কারও পেয়েছে ‘ওপেনহাইমার’ সিনেমাটি। মোট ৫টি পুরস্কার ঘরে তুলেছে ‘ওপেনহাইমার’ একাই।
৮ জানুয়ারি লস অ্যাঞ্জেলসের বেভারলি হিল্টনে অনুষ্ঠিত হচ্ছে গোল্ডেন গ্লোবস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ফিলিপাইন বংশোদ্ভূত আমেরিকান স্ট্যান্ড-আপ কমেডিয়ান জো কয়। সূত্র : কালের কণ্ঠ
হককথা/নাছরিন