সিগারেটের ছাই ফেলতে গিয়ে ৩৩ তলা থেকে পড়ে ইঞ্জিনিয়ারের মৃত্যু!
- প্রকাশের সময় : ০৮:৩৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
- / ৯৯ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : গভীর রাত পর্যন্ত বন্ধুদের সঙ্গে পার্টি করেছিলেন। ভোরবেলায় বন্ধুর ৩৩ তলার ফ্ল্যাটের বারান্দা থেকে সিগারেটের ছাই ফেলতে গিয়ে পড়ে মৃত্যু যুবকের।
শুক্রবার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে ভারতের পূর্ব বেঙ্গালুরুর কোর পুরার ভাট্টারাহাল্লির এক আবাসনে এই ঘটনা ঘটেছে। পুলিশ প্রাথমিক তদন্তে জেনেছে, সিগারেটে ছাই নীচে ফেলার সময় পা পিছলে পড়ে যান তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দিব্যাংশু শর্মা। আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। বেঙ্গালুরুর কেআর পুরার কোদিগেহাল্লির থাকেন তিনি। তার বাবা ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মী। পরিবারের বাকি সদস্যদের সঙ্গে হোরামাভুতে থাকেন।
বৃহস্পতিবার রাতে তিন বন্ধুর সঙ্গে মোনিকা নামে আর এক বন্ধুর ফ্ল্যাটে গিয়েছিলেন দিব্যাংশু। কাছে হোয়াইটফিল্ড মলে সিনেমা দেখতে গিয়েছিলেন তারা।
পুলিশ জানিয়েছে, সিনেমা শুরু হয়ে যাওয়ায় আর প্রেক্ষাগৃহে প্রবেশ করেননি। ইন্দিরানগরের একটি পানশালায় যান। সেখানে দীর্ঘক্ষণ ছিলেন। রাত ২টা ৩০ মিনিটে বন্ধুর বাড়িতে ফেরেন দিব্যাংশুরা। তিনি ঘুমিয়ে পড়েছিলেন বাইরের ঘরে। বাকি বন্ধুরা ভিতরে বেডরুমে ছিলেন। ভোরবেলা বারান্দায় সিগারেটের ছাই ফেলতে গিয়েছিলেন। তখনই এই দুর্ঘটনা। সূত্র : টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজার
হককথা/নাছরিন