প্রেসিডেন্ট নির্বাচনে এবার মেইন অঙ্গরাজ্যে অযোগ্য ট্রাম্প
- প্রকাশের সময় : ০২:০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
- / ৪৮ বার পঠিত
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবার অযোগ্য ঘোষণা করেছে মেইন অঙ্গরাজ্য। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ‘সাংবিধানিক’ বিদ্রোহের ধারা উদ্ধৃত করে অঙ্গরাজ্যটির শীর্ষ নির্বাচনি কর্মকর্তা এ রায় দিয়েছেন। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার মেইনের সেক্রেটারি অব স্টেট শিনা বেলোস জানান, জনগণের আবেদনের ভিত্তিতেই মেইনের নির্বাচন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। মূলত ২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটনের ক্যাপিটল হিলের হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের আইন অনুসারে অঙ্গরাজ্য সরকারের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আপিল করা যাবে। আদালত বেলোসের দেওয়া এই রায় স্থগিত না করলে এ অঙ্গরাজ্যে প্রাইমারি নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প। তবে ট্রাম্পের নির্বাচনি প্রচার কমিটি জানিয়েছে, তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে দ্রুত আপিল করবে।
এর আগে ১৯ ডিসেম্বর কলোরাডো সুপ্রিমকোর্ট এক ঐতিহাসিক রায়ে নির্দেশ দেন যে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডো অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেবারই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দেশটির সংবিধানের চতুর্দশ সংশোধনীর ধারা-৩ প্রয়োগ করে তাকে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অনুপযোগী বলে ঘোষণা করা হয়।
সায়মা/হককথা