নিউইয়র্ক ০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ঘটনাবহুল বছর পার করল মার্ভেল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:৩৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
  • / ৫৭ বার পঠিত

হককথা ডেস্ক : এক যুগের বেশি সময় ধরে হলিউডে দাপট দেখাচ্ছে মার্ভেল। কমিক বুক থেকে সিনেমা নির্মাণে ডিসির এগিয়ে থাকার কথা হলেও সে জায়গা দখল করেছে মার্ভেল। আর মার্ভেলের সিনেমাটিক ইউনিভার্স মূলত সুপারহিরো সিনেমার সংজ্ঞাই বদলে দিয়েছে। আয়রন ম্যান থেকে ২০০৮ সালে মার্ভেল যে যাত্রা করেছিল তার প্রভাব ১৫ বছর পরও আছে। কিন্তু এর মধ্যে ঘটেছে অনেক ঘটনা। বিশেষত ২০২৩ সালে এসে নানা কারণে মার্ভেল ব্যাকফুটে গেছে। আবার ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু ডিসেম্বরে এসে লেগেছে আরেক ধাক্কা। মার্ভেলের সিনেমাটিক ইউনিভার্সের পুরোটাই এখন একটা টালমাটাল পরিস্থিতিতে আছে।

বছরটা শুরু হয়েছিল ভালো। ২০২২-এ মুক্তি পাওয়া ‘‌ওয়াকান্ডা ফরএভার’ বেশ ভালো ব্যবসা করেছিল। অন্যদিকে সিনেমাটি নিয়ে প্রশংসাও ছিল। অস্কারে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কয়েকটি বিভাগে। এর মধ্যে ওয়াকান্ডা ফরএভারে অভিনয়ের জন্য অস্কার জেতেন অ্যাঞ্জেলা ব্যাসেট। মার্ভেলের তিনিই প্রথম অস্কারজয়ী অভিনেত্রী। বছরের যাত্রা ভালো হতেই পারত, কিন্তু ফেব্রুয়ারিতেই আবার আশার গুড়ে বালি। ‘‌অ্যান্ট ম্যান অ্যান্ড দ্য ওয়াসপ : কোয়ান্টোমেনিয়া’ মুক্তি পায় ১৭ ফেব্রুয়ারি। ১০ কোটি ডলারেরও বড় ওপেনিং পায় সিনেমাটি। কিন্তু তার পরই ৬৯ শতাংশ কমে যায় আয়। এ সিনেমা থেকেই প্রমাণ হয় মার্ভেলের বর্তমান নির্মাণ আর পছন্দ করছেন না দর্শক। বিশেষত অভিযোগ ছিল মার্ভেলের এখনকার গল্প বলার ধরন ও ভিএফএক্স নিয়ে।সিনেমা দর্শকের কেমন লাগবে, তা সিনেমার ওপরই নির্ভর করে। কিন্তু কোনো প্রতিষ্ঠান বা ফ্র্যাঞ্চাইজিরজনপ্রিয়তা নির্ভর করে আরো অনেক বিষয়ের ওপর। ভাবমূর্তি তার মধ্যে অন্যতম। মার্চে মার্ভেল তাদের বহুদিনের কর্মী ভিক্টোরিয়া আলোনসোকে অব্যাহতি দেয়। তিনি ছিলেন মার্ভেল স্টুডিওজের ফিজিক্যাল, পোস্টপ্রডাকশন ও ভিজুয়াল ইফেক্টস বিভাগের প্রেসিডেন্ট। তাকে অপসারণের মাধ্যমে মার্ভেলের প্রতি দর্শকের এক ধরনের সূক্ষ্ম বিরাগ তৈরি হয়েছিল। এদিকে মার্চেই জোনাথন মেজর্সের বিরুদ্ধে আসে নারী নির্যাতনের অভিযোগ। সাবেক প্রেমিকা জাবারি তার বিরুদ্ধে মামলা করেন। এদিকে মার্ভেল তাদের নতুন পরিকল্পনা ক্যাংকে প্রধান করে তৈরি করেছিল। সে চরিত্রে ছিলেন মেজর্স। তাই তাকে ছাড়া মার্ভেলের দশা আহত ঘোড়ার মতোই হয়ে পড়ে।

তবে এর মধ্যে আরেকটি ব্যবস্থাপনাগত সিদ্ধান্ত মার্ভেলের পক্ষে গিয়েছিল। মার্ভেল এন্টারটেইনমেন্ট যুক্ত হয়েছিল মার্ভেল স্টুডিওজের সঙ্গে। ফলে কনটেন্ট তৈরি ও প্রচারে নতুন করে কাজ শুরু করে মার্ভেল। কাছাকাছি সময়ে সিনেমার মাধ্যমেও ভালো সাড়া পায়। মে মাসে মুক্তি পায় গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম থ্রি। সিনেমাটি পরিচালনা করেছেন জেমস গান। মুক্তির পর এটি আয় করেছে ৮৫ কোটি ডলারের বেশি। এছাড়া দর্শকের প্রশংসা পেয়েছে গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি। ‘‌স্পাইডার-ম্যান’-এর প্রতি দর্শকের আগ্রহ বেশি। কভিডের পর ‘‌স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ রেকর্ড ব্যবসা করেছিল। এ বছর ভালো করেছে ‘‌স্পাইডার-ম্যান : অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স’। অ্যানিমেশন হিসেবে আসা এ স্পাইডার-ম্যানকে দর্শক গ্রহণ করেছে এবং তার প্রমাণ আছে সিনেমার আয়ে। এটি ৬৮ কোটি ডলারের বেশি আয় করেছে বক্স অফিসে। কিন্তু যে শিল্ড থেকে অ্যাভেঞ্জার্সের জন্ম তার প্রধান নিক ফিউরি হতাশ করল। মিনি সিরিজ ‘‌সিক্রেট ইনভ্যাশন’ দিয়ে ফিউরির ফেরার সুযোগ ছিল, কিন্তু চিত্রনাট্য ও গল্প বলার দোষে নষ্ট হয়েছে সে সম্ভাবনা।

এর মধ্যে হলিউডের দুই সংগঠনের ধর্মঘটের কারণে পিছিয়েছে সিনেমা। ডেডপুল নির্মাণের কাজ চলছিল, কিন্তু ধর্মঘটের কারণে পিছিয়েছে নির্মাণ ও মুক্তির তারিখ। অথচ এ সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। কেননা রায়ান রেনল্ডসের সঙ্গে থাকছেন উলভারিন হিউ জ্যাকম্যান। নভেম্বরে লোকি অবশ্য পাশার চাল পাল্টে দিয়েছিল। ক্যাং, মাল্টিভার্স, টাইমলাইন, চিত্রনাট্য, গল্প বলার ধরন ও টম হিডলস্টোনের অভিনয় দিয়ে মার্ভেল যেন ফিরেছিল আবার। আয়রন-ম্যান ও অ্যাভেঞ্জার্সের স্বাদ পেয়েছিল দর্শক। কিন্তু সে রেশ ফুরাতে না ফুরাতে হতাশ করল দ্য মার্ভেলস। কিছুই যেন হয়ে ওঠেনি সিনেমাটি। ডিসেম্বরে জোনাথন মেজর্সকে বাদ দিল মার্ভেল। কেননা সাবেক প্রেমিকার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। এখন মার্ভেল খুঁজছে তাদের নতুন ক্যাং। কবে পাবে তার ঠিক নেই। কিন্তু এর মধ্যে মুক্তি পাচ্ছে মার্ভেলের জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘হোয়াট ইফ’-এর দ্বিতীয় সিজন। এটিই এখন মার্ভেলের তুরুপের তাস। সূত্র : বণিকবার্তা

সাথী / হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ঘটনাবহুল বছর পার করল মার্ভেল

প্রকাশের সময় : ০২:৩৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

হককথা ডেস্ক : এক যুগের বেশি সময় ধরে হলিউডে দাপট দেখাচ্ছে মার্ভেল। কমিক বুক থেকে সিনেমা নির্মাণে ডিসির এগিয়ে থাকার কথা হলেও সে জায়গা দখল করেছে মার্ভেল। আর মার্ভেলের সিনেমাটিক ইউনিভার্স মূলত সুপারহিরো সিনেমার সংজ্ঞাই বদলে দিয়েছে। আয়রন ম্যান থেকে ২০০৮ সালে মার্ভেল যে যাত্রা করেছিল তার প্রভাব ১৫ বছর পরও আছে। কিন্তু এর মধ্যে ঘটেছে অনেক ঘটনা। বিশেষত ২০২৩ সালে এসে নানা কারণে মার্ভেল ব্যাকফুটে গেছে। আবার ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু ডিসেম্বরে এসে লেগেছে আরেক ধাক্কা। মার্ভেলের সিনেমাটিক ইউনিভার্সের পুরোটাই এখন একটা টালমাটাল পরিস্থিতিতে আছে।

বছরটা শুরু হয়েছিল ভালো। ২০২২-এ মুক্তি পাওয়া ‘‌ওয়াকান্ডা ফরএভার’ বেশ ভালো ব্যবসা করেছিল। অন্যদিকে সিনেমাটি নিয়ে প্রশংসাও ছিল। অস্কারে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কয়েকটি বিভাগে। এর মধ্যে ওয়াকান্ডা ফরএভারে অভিনয়ের জন্য অস্কার জেতেন অ্যাঞ্জেলা ব্যাসেট। মার্ভেলের তিনিই প্রথম অস্কারজয়ী অভিনেত্রী। বছরের যাত্রা ভালো হতেই পারত, কিন্তু ফেব্রুয়ারিতেই আবার আশার গুড়ে বালি। ‘‌অ্যান্ট ম্যান অ্যান্ড দ্য ওয়াসপ : কোয়ান্টোমেনিয়া’ মুক্তি পায় ১৭ ফেব্রুয়ারি। ১০ কোটি ডলারেরও বড় ওপেনিং পায় সিনেমাটি। কিন্তু তার পরই ৬৯ শতাংশ কমে যায় আয়। এ সিনেমা থেকেই প্রমাণ হয় মার্ভেলের বর্তমান নির্মাণ আর পছন্দ করছেন না দর্শক। বিশেষত অভিযোগ ছিল মার্ভেলের এখনকার গল্প বলার ধরন ও ভিএফএক্স নিয়ে।সিনেমা দর্শকের কেমন লাগবে, তা সিনেমার ওপরই নির্ভর করে। কিন্তু কোনো প্রতিষ্ঠান বা ফ্র্যাঞ্চাইজিরজনপ্রিয়তা নির্ভর করে আরো অনেক বিষয়ের ওপর। ভাবমূর্তি তার মধ্যে অন্যতম। মার্চে মার্ভেল তাদের বহুদিনের কর্মী ভিক্টোরিয়া আলোনসোকে অব্যাহতি দেয়। তিনি ছিলেন মার্ভেল স্টুডিওজের ফিজিক্যাল, পোস্টপ্রডাকশন ও ভিজুয়াল ইফেক্টস বিভাগের প্রেসিডেন্ট। তাকে অপসারণের মাধ্যমে মার্ভেলের প্রতি দর্শকের এক ধরনের সূক্ষ্ম বিরাগ তৈরি হয়েছিল। এদিকে মার্চেই জোনাথন মেজর্সের বিরুদ্ধে আসে নারী নির্যাতনের অভিযোগ। সাবেক প্রেমিকা জাবারি তার বিরুদ্ধে মামলা করেন। এদিকে মার্ভেল তাদের নতুন পরিকল্পনা ক্যাংকে প্রধান করে তৈরি করেছিল। সে চরিত্রে ছিলেন মেজর্স। তাই তাকে ছাড়া মার্ভেলের দশা আহত ঘোড়ার মতোই হয়ে পড়ে।

তবে এর মধ্যে আরেকটি ব্যবস্থাপনাগত সিদ্ধান্ত মার্ভেলের পক্ষে গিয়েছিল। মার্ভেল এন্টারটেইনমেন্ট যুক্ত হয়েছিল মার্ভেল স্টুডিওজের সঙ্গে। ফলে কনটেন্ট তৈরি ও প্রচারে নতুন করে কাজ শুরু করে মার্ভেল। কাছাকাছি সময়ে সিনেমার মাধ্যমেও ভালো সাড়া পায়। মে মাসে মুক্তি পায় গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম থ্রি। সিনেমাটি পরিচালনা করেছেন জেমস গান। মুক্তির পর এটি আয় করেছে ৮৫ কোটি ডলারের বেশি। এছাড়া দর্শকের প্রশংসা পেয়েছে গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি। ‘‌স্পাইডার-ম্যান’-এর প্রতি দর্শকের আগ্রহ বেশি। কভিডের পর ‘‌স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ রেকর্ড ব্যবসা করেছিল। এ বছর ভালো করেছে ‘‌স্পাইডার-ম্যান : অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স’। অ্যানিমেশন হিসেবে আসা এ স্পাইডার-ম্যানকে দর্শক গ্রহণ করেছে এবং তার প্রমাণ আছে সিনেমার আয়ে। এটি ৬৮ কোটি ডলারের বেশি আয় করেছে বক্স অফিসে। কিন্তু যে শিল্ড থেকে অ্যাভেঞ্জার্সের জন্ম তার প্রধান নিক ফিউরি হতাশ করল। মিনি সিরিজ ‘‌সিক্রেট ইনভ্যাশন’ দিয়ে ফিউরির ফেরার সুযোগ ছিল, কিন্তু চিত্রনাট্য ও গল্প বলার দোষে নষ্ট হয়েছে সে সম্ভাবনা।

এর মধ্যে হলিউডের দুই সংগঠনের ধর্মঘটের কারণে পিছিয়েছে সিনেমা। ডেডপুল নির্মাণের কাজ চলছিল, কিন্তু ধর্মঘটের কারণে পিছিয়েছে নির্মাণ ও মুক্তির তারিখ। অথচ এ সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। কেননা রায়ান রেনল্ডসের সঙ্গে থাকছেন উলভারিন হিউ জ্যাকম্যান। নভেম্বরে লোকি অবশ্য পাশার চাল পাল্টে দিয়েছিল। ক্যাং, মাল্টিভার্স, টাইমলাইন, চিত্রনাট্য, গল্প বলার ধরন ও টম হিডলস্টোনের অভিনয় দিয়ে মার্ভেল যেন ফিরেছিল আবার। আয়রন-ম্যান ও অ্যাভেঞ্জার্সের স্বাদ পেয়েছিল দর্শক। কিন্তু সে রেশ ফুরাতে না ফুরাতে হতাশ করল দ্য মার্ভেলস। কিছুই যেন হয়ে ওঠেনি সিনেমাটি। ডিসেম্বরে জোনাথন মেজর্সকে বাদ দিল মার্ভেল। কেননা সাবেক প্রেমিকার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। এখন মার্ভেল খুঁজছে তাদের নতুন ক্যাং। কবে পাবে তার ঠিক নেই। কিন্তু এর মধ্যে মুক্তি পাচ্ছে মার্ভেলের জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘হোয়াট ইফ’-এর দ্বিতীয় সিজন। এটিই এখন মার্ভেলের তুরুপের তাস। সূত্র : বণিকবার্তা

সাথী / হককথা