এক স্লিপ
- প্রকাশের সময় : ০৬:৪৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০১৪
- / ১০৪৬ বার পঠিত
নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ একটি সাপ্তাহিক পত্রিকা অফিসে কথা হচ্ছিলো ঐ পত্রিকার এক সাংবাদিক বন্ধুর সাথে। প্রবাসের বাংলা সাংবাদিকতা, বাংলা মিডিয়ার অবস্থান, মিডিয়ার বিজ্ঞাপন, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা প্রভৃতি বিষয় নিয়ে বেশ কথা হলো। কথা প্রসঙ্গে সাংবাদিক বন্ধুটি জানালেন নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটির নানা অভিজ্ঞতার কথা। জানালেন কিছু তিক্ত অভিজ্ঞতাও। বললেন, বিজ্ঞাপন ছাড়া মিডিয়াগুলো চলবে কি করে? তার মতে বিজ্ঞাপন না পাওয়ার কারণে অচিরেই একাধিক বাংলা প্রিন্ট মিডিয়া বন্ধ হয়ে যাবে। আমি বললাম, যুক্তি সঙ্গত কথা। বন্ধুটি আরো বললেন, সমস্যা এখানে নয়। সমস্যা হচ্ছে বিজ্ঞাপন প্রকাশ নিয়ে। একটি বিজ্ঞাপন কোন মিডিয়ায় প্রকাশিত হলে একাধিক পত্রিকার পক্ষ থেকে ফোন কল বা লোকবল যাচ্ছেন ঐ বিজ্ঞাপনের জন্য। ফলে অতিষ্ঠ হয়ে উঠছেন ঐ বিজ্ঞাপনদাতা। জানালেন, কোন কোন বিজ্ঞাপন প্রচার নিয়ে কমিউনিটিতে প্রতারণার অভিযোগ উঠার পরও ঐ বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপন বর্জন তো দূরের কথা সেই বিজ্ঞাপন কোন কোন মিডিয়ায় প্রকাশ অব্যাহত থাকায় নাখোশ হচ্ছেন অপরাপর বিজ্ঞাপনদাতা। এনিয়ে কোন কোন মিডিয়ার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কোন কোন বিজ্ঞাপনদাতার বাকযুদ্ধও হয়ে যাচ্ছে। আরো কত কি? পেশাগত কারণেই আমারও অভিজ্ঞতা কম নয়। সেই ১৯৯৮ থেকে খুব কাছে থেকে কমিউনিনিটিকে দেখছি, দেখছি কমিউনিটি সাংবাদিকতা। আর তাই সাংবাদিক বন্ধুটির সাথে দ্বি-মত পোষণ না করে শুধু বললাম, বিজ্ঞাপন নির্ভর হয়ে মিডিয়া প্রকাশ বা সম্প্রচার বুদ্ধিমানের কাজ নয়। ২৪ নভেম্বর’২০১৪। (বাংলা পত্রিকা)