নিউইয়র্ক ১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আমেরিকায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৩৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
  • / ১৫৫ বার পঠিত

দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। ছবি: রয়টার্স

 আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমা দেশগুলোর সমালোচনার মুখে এ বছর রেকর্ড অস্ত্র পরীক্ষার অংশ হিসেবে আমেরিকায় আঘাত হানতে সক্ষম এমন দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। আজ সোমবার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্মকর্তারা।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার সকালে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ক্ষেত্রে আমেরিকা আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটির ওপর। তবে এই নিষেধাজ্ঞা সত্ত্বেও একের পর এক ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়ে যাচ্ছে কিম জং উনের দেশ।

দক্ষিণ কোরিয়া জানিয়েছে, একটি উঁচু জায়গা থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল বলে মনে করা হচ্ছে। আশপাশের দেশে যেন ক্ষেপণাস্ত্রটি আঘাত না করে, সে জন্য উঁচু প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছিল বলে মনে করছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। জাপান সাগরে বিধ্বস্ত হওয়ার আগে ওই ক্ষেপণাস্ত্রটি প্রায় এক হাজার কিলোমিটার পথ অতিক্রম করে বলে জানিয়েছেন তাঁরা।

জাপানের বক্তব্য, এই ক্ষেপণাস্ত্রটি ১৫ হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ এটি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। সোমবার উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রায় ৭৩ মিনিট উড়েছিল।

রাজধানী পিয়ংইয়ংয়ের কাছের একটি এলাকা থেকে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের সাগর অভিমুখে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রটি প্রায় এক হাজার কিলোমিটার পথ অতিক্রম করে। এদিন জাপানের কোস্টগার্ড বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি হোক্কাইডোর পশ্চিমে সমুদ্রে গিয়ে পড়েছে।

এর আগে গতকাল রোববার রাতে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় পিয়ংইয়ং। ক্ষেপণাস্ত্রটি প্রায় ৫৭০ কিলোমিটার পথ অতিক্রম করে সমুদ্রে পড়েছিল।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনাকে নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এই ঘটনা শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকি। মার্কিন পররাষ্ট্র দপ্তরও ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আমেরিকায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার

প্রকাশের সময় : ০৮:৩৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

 আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমা দেশগুলোর সমালোচনার মুখে এ বছর রেকর্ড অস্ত্র পরীক্ষার অংশ হিসেবে আমেরিকায় আঘাত হানতে সক্ষম এমন দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। আজ সোমবার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্মকর্তারা।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার সকালে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ক্ষেত্রে আমেরিকা আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটির ওপর। তবে এই নিষেধাজ্ঞা সত্ত্বেও একের পর এক ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়ে যাচ্ছে কিম জং উনের দেশ।

দক্ষিণ কোরিয়া জানিয়েছে, একটি উঁচু জায়গা থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল বলে মনে করা হচ্ছে। আশপাশের দেশে যেন ক্ষেপণাস্ত্রটি আঘাত না করে, সে জন্য উঁচু প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছিল বলে মনে করছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। জাপান সাগরে বিধ্বস্ত হওয়ার আগে ওই ক্ষেপণাস্ত্রটি প্রায় এক হাজার কিলোমিটার পথ অতিক্রম করে বলে জানিয়েছেন তাঁরা।

জাপানের বক্তব্য, এই ক্ষেপণাস্ত্রটি ১৫ হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ এটি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। সোমবার উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রায় ৭৩ মিনিট উড়েছিল।

রাজধানী পিয়ংইয়ংয়ের কাছের একটি এলাকা থেকে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের সাগর অভিমুখে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রটি প্রায় এক হাজার কিলোমিটার পথ অতিক্রম করে। এদিন জাপানের কোস্টগার্ড বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি হোক্কাইডোর পশ্চিমে সমুদ্রে গিয়ে পড়েছে।

এর আগে গতকাল রোববার রাতে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় পিয়ংইয়ং। ক্ষেপণাস্ত্রটি প্রায় ৫৭০ কিলোমিটার পথ অতিক্রম করে সমুদ্রে পড়েছিল।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনাকে নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এই ঘটনা শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকি। মার্কিন পররাষ্ট্র দপ্তরও ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

হককথা/নাছরিন