নিউইয়র্ক ০২:৪০ অপরাহ্ন, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

লসএঞ্জেলেসে বাংলাদেশী ওয়াসি খুন : স্ত্রী হাসপাতালে

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০১৬
  • / ৮৩১ বার পঠিত

নিউইয়র্ক: স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন স্বামী ওয়াসি আহমেদ (৪৮)। দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্ত্রী ল্যাগরিমা পোলিনা লোপেজ (৪২) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন লসএঞ্জেলেসের হাসপাতালে। ২৫ মার্চ শুক্রবার সকাল সোয়া ৯টায় লসএঞ্জেলেস সিটির সান ফার্নান্দো ভ্যালি এলাকায় একটি সেভেন-ইলেভেন স্টোরে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, বাংলাদেশী ওয়াসি আহমেদ ছিলেন এই স্টোরের ম্যানেজার। তার স্ত্রী লোপেজও সেলসগার্লের কাজ করছিলেন সেখানে। ৪০ বছর বয়েসী এক দুর্বৃত্ত স্টোরে ঢুকে বিয়ারের একটি বোতল এবং একটি হটডগ চুরি করে পালানোর সময় ধাওয়া করেন লোপেজ। দুর্বৃত্তকে অনুসরণ করে স্টোরের সামনেই পার্কিং লটে যাবার পর দুর্বৃত্তটি তার ওপর হামলা করে। এ অবস্থায় দৌড়ে যান ওয়াসি। স্ত্রীকে রক্ষার চেষ্টা করেন তিনি। সে সময় দুর্বৃত্তটি ওয়াসির দেহে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। এক পর্যায়ে স্বামী-স্ত্রী উভয়েই লুটিয়ে পড়েন গুরুতর আহত অবস্থায়। দুর্বৃত্তটি পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ অকুস্থলে এসে ওয়াসি ও তার স্ত্রীকে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করে। জরুরী বিভাগের চিকিৎসকরা অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেনি ময়মনসিংহের সন্তান ওয়াসিকে। লোপেজের অবস্থাও সংকটাপন্ন বলে শনিবার রাতে প্রাপ্ত সর্বশেষ সংবাদে জানা গেছে।
স্টোরের সার্ভিলেন্স ভিডিও পরীক্ষার পর টহল পুলিশ দুর্বৃত্তকে আটক করেছে বলে জানা গেছে।
কম্যুনিটি লিডার মোমিনুল হক বাচ্চু এ সংবাদদাতাকে জানান, ৮ বছর যাবত ঐ স্টোরে কাজ করছিলেন ওয়াসি। গত বছর স্টোরের সেলসগার্ল লোপেজকে বিয়ে করেছিলেন তিনি। প্রথম স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ায় দ্বিতীয় স্ত্রী নিয়েই সংসার করছিলেন। অত্যন্ত ভালো মানুষ ছিলেন ওয়াসি। তার এই করুণ মৃত্যুর সংবাদে জেনে প্রথম পক্ষের পুত্র নিউইয়র্ক থেকে লসএঞ্জেলেসে গেছেন বলেও জানা গেছে। তার লাশ ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলেসেই দাফনের প্রস্তুতি চলছে বলে সর্বশেষ সংবাদে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

লসএঞ্জেলেসে বাংলাদেশী ওয়াসি খুন : স্ত্রী হাসপাতালে

প্রকাশের সময় : ০৫:০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০১৬

নিউইয়র্ক: স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন স্বামী ওয়াসি আহমেদ (৪৮)। দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্ত্রী ল্যাগরিমা পোলিনা লোপেজ (৪২) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন লসএঞ্জেলেসের হাসপাতালে। ২৫ মার্চ শুক্রবার সকাল সোয়া ৯টায় লসএঞ্জেলেস সিটির সান ফার্নান্দো ভ্যালি এলাকায় একটি সেভেন-ইলেভেন স্টোরে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, বাংলাদেশী ওয়াসি আহমেদ ছিলেন এই স্টোরের ম্যানেজার। তার স্ত্রী লোপেজও সেলসগার্লের কাজ করছিলেন সেখানে। ৪০ বছর বয়েসী এক দুর্বৃত্ত স্টোরে ঢুকে বিয়ারের একটি বোতল এবং একটি হটডগ চুরি করে পালানোর সময় ধাওয়া করেন লোপেজ। দুর্বৃত্তকে অনুসরণ করে স্টোরের সামনেই পার্কিং লটে যাবার পর দুর্বৃত্তটি তার ওপর হামলা করে। এ অবস্থায় দৌড়ে যান ওয়াসি। স্ত্রীকে রক্ষার চেষ্টা করেন তিনি। সে সময় দুর্বৃত্তটি ওয়াসির দেহে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। এক পর্যায়ে স্বামী-স্ত্রী উভয়েই লুটিয়ে পড়েন গুরুতর আহত অবস্থায়। দুর্বৃত্তটি পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ অকুস্থলে এসে ওয়াসি ও তার স্ত্রীকে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করে। জরুরী বিভাগের চিকিৎসকরা অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেনি ময়মনসিংহের সন্তান ওয়াসিকে। লোপেজের অবস্থাও সংকটাপন্ন বলে শনিবার রাতে প্রাপ্ত সর্বশেষ সংবাদে জানা গেছে।
স্টোরের সার্ভিলেন্স ভিডিও পরীক্ষার পর টহল পুলিশ দুর্বৃত্তকে আটক করেছে বলে জানা গেছে।
কম্যুনিটি লিডার মোমিনুল হক বাচ্চু এ সংবাদদাতাকে জানান, ৮ বছর যাবত ঐ স্টোরে কাজ করছিলেন ওয়াসি। গত বছর স্টোরের সেলসগার্ল লোপেজকে বিয়ে করেছিলেন তিনি। প্রথম স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ায় দ্বিতীয় স্ত্রী নিয়েই সংসার করছিলেন। অত্যন্ত ভালো মানুষ ছিলেন ওয়াসি। তার এই করুণ মৃত্যুর সংবাদে জেনে প্রথম পক্ষের পুত্র নিউইয়র্ক থেকে লসএঞ্জেলেসে গেছেন বলেও জানা গেছে। তার লাশ ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলেসেই দাফনের প্রস্তুতি চলছে বলে সর্বশেষ সংবাদে জানা গেছে।