নিউইয়র্ক ১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যুক্তরাষ্ট্রে চলতি বছর রেকর্ডসংখ্যক বাংলাদেশী শিক্ষার্থীর আগমন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৪৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
  • / ১৬৩ বার পঠিত

রেকর্ড সংখ্যক বাংলাদেশী শিক্ষার্থী ২০২২-২৩ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে এসেছেন। এ সংখ্যা ১৩ হাজার ৫৬৩ জন। গত বছরের তুলনায় তা ২৮% এরও বেশি। ২০২৩ সালের যুক্তরাষ্ট্রের ওপেন ডোরস প্রতিবেদনের বরাত দিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস সম্প্রতি তাদের ওয়েবসাইটে এ তথ্য জানায়।

২০২২-২৩ শিক্ষাবর্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ ১৩তম স্থানে আছে। যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে বাংলাদেশী আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় আড়াই হাজার। আগের বছরের তুলনায় বাংলাদেশী আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীর সংখ্যা ৫০% বেড়েছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশী শিক্ষার্থী পড়ালেখা করছেন।

সংখ্যার হিসেবে বাংলাদেশী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে গ্র্যাজুয়েট পর্যায়ে অধ্যায়নরত বিদেশিদের মধ্যে সপ্তম শীর্ষ স্থানে আছে। গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী শিক্ষার্থীর সংখ্যা ৩০০%-এর বেশি বেড়েছে।

২০১১-১২ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র তিন হাজার ৩১৪ জন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, ক্রমবর্ধমান হারে বাংলাদেশী শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নিতে দেখে আমরা আনন্দিত।

যুক্তরাষ্ট্রে ক্যাম্পাস জীবনে নিত্য নতুন গবেষণা থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশী শিক্ষার্থীরা তাদের চমকপ্রদ অর্জন অব্যাহত রেখেছেন।

২০২২-২৩ শিক্ষাবর্ষে ১০ লাখেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে গেছেন। তাদের মধ্যে ৫৩ শতাংশই গেছেন চীন ও ভারত থেকে। চীন থেকে গেছেন ২ লাখ ৮৯ হাজার ৫২৬ জন, আর ভারত থেকে ২ লাখ ৬৮ হাজার ৯২৩ জন। চীন থেকে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীর সংখ্যা আগের চেয়ে কিছুটা কমেছে। তবে ভারত থেকে শিক্ষার্থী যাওয়ার ৩৫% বেড়েছে।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে চলতি বছর রেকর্ডসংখ্যক বাংলাদেশী শিক্ষার্থীর আগমন

প্রকাশের সময় : ০৫:৪৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

রেকর্ড সংখ্যক বাংলাদেশী শিক্ষার্থী ২০২২-২৩ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে এসেছেন। এ সংখ্যা ১৩ হাজার ৫৬৩ জন। গত বছরের তুলনায় তা ২৮% এরও বেশি। ২০২৩ সালের যুক্তরাষ্ট্রের ওপেন ডোরস প্রতিবেদনের বরাত দিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস সম্প্রতি তাদের ওয়েবসাইটে এ তথ্য জানায়।

২০২২-২৩ শিক্ষাবর্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ ১৩তম স্থানে আছে। যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে বাংলাদেশী আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় আড়াই হাজার। আগের বছরের তুলনায় বাংলাদেশী আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীর সংখ্যা ৫০% বেড়েছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশী শিক্ষার্থী পড়ালেখা করছেন।

সংখ্যার হিসেবে বাংলাদেশী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে গ্র্যাজুয়েট পর্যায়ে অধ্যায়নরত বিদেশিদের মধ্যে সপ্তম শীর্ষ স্থানে আছে। গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী শিক্ষার্থীর সংখ্যা ৩০০%-এর বেশি বেড়েছে।

২০১১-১২ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র তিন হাজার ৩১৪ জন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, ক্রমবর্ধমান হারে বাংলাদেশী শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নিতে দেখে আমরা আনন্দিত।

যুক্তরাষ্ট্রে ক্যাম্পাস জীবনে নিত্য নতুন গবেষণা থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশী শিক্ষার্থীরা তাদের চমকপ্রদ অর্জন অব্যাহত রেখেছেন।

২০২২-২৩ শিক্ষাবর্ষে ১০ লাখেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে গেছেন। তাদের মধ্যে ৫৩ শতাংশই গেছেন চীন ও ভারত থেকে। চীন থেকে গেছেন ২ লাখ ৮৯ হাজার ৫২৬ জন, আর ভারত থেকে ২ লাখ ৬৮ হাজার ৯২৩ জন। চীন থেকে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীর সংখ্যা আগের চেয়ে কিছুটা কমেছে। তবে ভারত থেকে শিক্ষার্থী যাওয়ার ৩৫% বেড়েছে।