কানেকটিকাট প্রবাসী সাজ্জাদুর রহমানের ইন্তেকাল, ম্যানচেস্টারে দাফন

- প্রকাশের সময় : ০২:৫৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
- / ১২৩ বার পঠিত
যুক্তরাষ্ট্রের কানেকটিকাট রাজ্যের ম্যানচেস্টার প্রবাসী ও সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ১ নম্বর কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদুর রহমান ইন্তেকাল করেছেন। গত ৭ ডিসেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ফুসফুস জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
জানা গেছে, গত দেড়মাস ধরে তিনি কানেকটিকাটের হার্টফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রয়াত সাজ্জাদুর রহমানের বড় ছেলে তৌফিকুল আম্বিয়া টিপু যুক্তরাষ্ট্রস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার আজীবন সদস্য, সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি এবং কানেকটিকাট বিএনপি’র সভাপতি। মরহুমের আরেক ছেলে তারেকুল আম্বিয়া বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর সহ সভাপতি। মরহুমের জামাতা আহমেদ জিলু জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক।