নিউইয়র্ক ১২:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্ক সিটিতে ৬ বছরে ২৪৮৮ খুন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৩৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০১৬
  • / ৫৭২ বার পঠিত

নিউইয়র্ক: বিশ্বের রাজধানী আর বিগ অ্যাপেল বলে খ্যাত নিউইয়র্ক সিটিতে গত ছয় বছরে ২৪৮৮টি খুনের ঘটনা ঘটেছে। হাল আমলে সাবওয়ে-তে ¯œ্যাশিং নামক গাল কাটার মতো নতুন অপরাধ যুক্ত হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে কেউ কেউ ‘বিগ আ্যপেল সিটিকে ব্লাডি অ্যাপেল’ হিসেবে মন্তব্য করছেন। এমতাবস্থায় সাবওয়ে সহ সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশী টহল জোরদার করা হয়েছে।
নিউইয়র্ক সিটির পুলিশ বিভাগ সূত্রে জানা গেছে, সিটিতে গত ছয় বছরে ঘটিত ২৪৮৮টি খুনের মধ্যে ২০১০ সালে ৫৩৬টি, ২০১১ সালে ৫১৫টি, ২০১২ সালে ৪১৯টি, ২০১৩ সালে ৩৩৫টি, ২০১৪ সালে ৩৩৩টি এবং ২০১৫ সালে ৩৫০টি খুন/হত্যাকান্ড ঘটেছে। সূত্র মতে, বিগত এক বছরে সিটিতে খুন শতকরা ৫ ভাগ বৃদ্ধি পেয়েছে। সূত্র জানায়, ২০১৫ সালের হত্যাকান্ডের মধ্যে সর্বোচ্চ খুনের ঘটনা ঘটেছে ব্রুকলীন বরোতে ১২৮টি। এছাড়া ব্রঙ্কসে ৮৩টি, কুইন্সে ৫৭টি, ম্যানহাটানে ৩৮টি এবং স্টেট্যান আইল্যান্ড বুরোতে ১২টি খুনের ঘটনা ঘটে। সূত্র মতে সিটিতে ডমেস্টিক ভায়োলেন্স, ছিনতাই প্রভৃতি অপরাধ ঘটছে।
এদিকে সম্প্রতি সিটির সাবওয়েতে ¯œ্যাশিং নামক আতঙ্কে জনমনে ভীতিকর ও উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানা গেছে, চলতি পথে নিরিবিলি স্থানে একশ্রেণীর আততায়ী ব্লেড বা বক্স কাটার দিয়ে গাল কেটে পালিয়ে যাচ্ছে। চলতি বছর অর্থাৎ ২০১৬ সালেই সিটির ব্রুকলীন এলাকা থেকে শুরু হওয়া আতঙ্ক এখন সর্বত্রই ঘটছে। তরুণী বা নারীরাই এঘটনার বেশী শিকার হচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত ৮ মার্চ পর্যন্ত সিটিতে এমন ৭৫৩টি ঘটনা রেকর্ড করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই একাধিক ব্লেড মারা অপরাধীকে আটক করেছে। এমন অপরাধ থেকে নিজেদের রক্ষা করতে নিরিবিলি রাস্তা বা সাবওয়েতে চলাচলে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।
এনওয়াইপিডি সূত্রে জানা গেছে, সিটি পুলিশের ‘স্টপ এন্ড ফ্রিক্স’ কর্মসূচী আইন করে বন্ধ করে দেয়ার ফলেই অপরাধ বাড়ছে। মানবাধিকারের প্রশ্নে ফেডারেল জাজদের রুলিং জারীর ফলে সিটি পুলিশকে ‘স্টপ এন্ড ফ্রিক্স’ কর্মসূচী বন্ধ করতে হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

নিউইয়র্ক সিটিতে ৬ বছরে ২৪৮৮ খুন

প্রকাশের সময় : ১২:৩৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০১৬

নিউইয়র্ক: বিশ্বের রাজধানী আর বিগ অ্যাপেল বলে খ্যাত নিউইয়র্ক সিটিতে গত ছয় বছরে ২৪৮৮টি খুনের ঘটনা ঘটেছে। হাল আমলে সাবওয়ে-তে ¯œ্যাশিং নামক গাল কাটার মতো নতুন অপরাধ যুক্ত হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে কেউ কেউ ‘বিগ আ্যপেল সিটিকে ব্লাডি অ্যাপেল’ হিসেবে মন্তব্য করছেন। এমতাবস্থায় সাবওয়ে সহ সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশী টহল জোরদার করা হয়েছে।
নিউইয়র্ক সিটির পুলিশ বিভাগ সূত্রে জানা গেছে, সিটিতে গত ছয় বছরে ঘটিত ২৪৮৮টি খুনের মধ্যে ২০১০ সালে ৫৩৬টি, ২০১১ সালে ৫১৫টি, ২০১২ সালে ৪১৯টি, ২০১৩ সালে ৩৩৫টি, ২০১৪ সালে ৩৩৩টি এবং ২০১৫ সালে ৩৫০টি খুন/হত্যাকান্ড ঘটেছে। সূত্র মতে, বিগত এক বছরে সিটিতে খুন শতকরা ৫ ভাগ বৃদ্ধি পেয়েছে। সূত্র জানায়, ২০১৫ সালের হত্যাকান্ডের মধ্যে সর্বোচ্চ খুনের ঘটনা ঘটেছে ব্রুকলীন বরোতে ১২৮টি। এছাড়া ব্রঙ্কসে ৮৩টি, কুইন্সে ৫৭টি, ম্যানহাটানে ৩৮টি এবং স্টেট্যান আইল্যান্ড বুরোতে ১২টি খুনের ঘটনা ঘটে। সূত্র মতে সিটিতে ডমেস্টিক ভায়োলেন্স, ছিনতাই প্রভৃতি অপরাধ ঘটছে।
এদিকে সম্প্রতি সিটির সাবওয়েতে ¯œ্যাশিং নামক আতঙ্কে জনমনে ভীতিকর ও উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানা গেছে, চলতি পথে নিরিবিলি স্থানে একশ্রেণীর আততায়ী ব্লেড বা বক্স কাটার দিয়ে গাল কেটে পালিয়ে যাচ্ছে। চলতি বছর অর্থাৎ ২০১৬ সালেই সিটির ব্রুকলীন এলাকা থেকে শুরু হওয়া আতঙ্ক এখন সর্বত্রই ঘটছে। তরুণী বা নারীরাই এঘটনার বেশী শিকার হচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত ৮ মার্চ পর্যন্ত সিটিতে এমন ৭৫৩টি ঘটনা রেকর্ড করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই একাধিক ব্লেড মারা অপরাধীকে আটক করেছে। এমন অপরাধ থেকে নিজেদের রক্ষা করতে নিরিবিলি রাস্তা বা সাবওয়েতে চলাচলে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।
এনওয়াইপিডি সূত্রে জানা গেছে, সিটি পুলিশের ‘স্টপ এন্ড ফ্রিক্স’ কর্মসূচী আইন করে বন্ধ করে দেয়ার ফলেই অপরাধ বাড়ছে। মানবাধিকারের প্রশ্নে ফেডারেল জাজদের রুলিং জারীর ফলে সিটি পুলিশকে ‘স্টপ এন্ড ফ্রিক্স’ কর্মসূচী বন্ধ করতে হয়েছে।