মিশিগান স্টেটে ভোট ও প্রাক নিবন্ধনের অনুমতি

- প্রকাশের সময় : ০২:০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
- / ৫৫ বার পঠিত
যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে ভোট ও প্রাক নিবন্ধনের অনুমতি দিলেন গভর্নর হুইটমার। গণতন্ত্র রক্ষায় ভোট প্রদান অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে মিশিগান স্টেটের ডেট্রয়েট সিটির ন্যাশনাল এসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ কালারড পিপলের (এসএএসিপি) অফিসে মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার এই বিলে স্বাক্ষর করেন।
নতুন বিলে স্বাক্ষরে ১৬ এবং ১৭ বছর বয়সীদের ভোট দেওয়ার জন্য প্রাক নিবন্ধন করার অনুমতি দেওয়া হয়েছে। তারা ১৮ বছর বয়সে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। এ ছাড়া গভর্নর গ্রেচেন হুইটমার প্রারম্ভিক ভোটের অনুমতিতে সাক্ষর করেন মিশিগান ষ্টেটের স্থানীয় নির্বাচন সহ অন্যান্য নির্বাচনে ভোটাররা ভোটের ৯ দিন আগে থেকে ভোট কেন্দ্রে সশরীরে উপস্থিত থেকে ভোট প্রদান করতে পারবেন।
এপিআই ভোট মিশিগানের নির্বাহী পরিচালক বাংলাদেশী আমেরিকান রেবেকা ইসলাম এবং অন্যান্যরা এই বিলটি বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছিলেন। গভর্নর হুইটমার এই সময় রেবেকা ইসলামসহ যারা এটি নিয়ে কাজ করেছেন তাদের সবাইকে বিশেষ ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেট্রয়েট সিটির মেয়র মাইক ডুগান, সেক্রেটারি অফ স্টেট জোসলিন বেনসন, স্টেট সিনেটর স্টেফানি চ্যাং, স্টেট রিপ্রেজেন্টেটিভ জেরেমি মস, হাউস স্পিকার জো টেট অন্যান্য অফিসিয়াল ডেলিগেটরাসহ অনেকে।