নিউইয়র্ক ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মোবাইল ফোনের গতি বাড়াতে

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:১৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
  • / ১১৬ বার পঠিত

ছবি: সংগৃহীত

হককথা ডেস্ক : দীর্ঘদিন ব্যবহার করার পর মোবাইল ফোনের গতি কমে গেলে, তখন সেটি ব্যবহার করা ঝামেলার। এই দুর্মূল্যের বাজারে চাইলেই হুট করে একটা স্মার্টফোন কেনা সম্ভব হয় না অনেকের। তবে পুরোনো মোবাইল ফোনকেও স্মার্ট করা যায়। জানিয়েছেন নাহিদ ইসলাম।

আপডেট করুন
নিয়মিত মোবাইল ফোনের সফটওয়্যার আপডেট করতে হবে। বহুল ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলো নিয়মিত আপডেট রিলিজ করে। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এই আপডেটগুলো ফোনের র‍্যাম, মেমোরি ও প্রসেসিং পাওয়ার অপটিমাইজ করে অ্যাপ চলার গতি বাড়ায়। তাই সময়মতো অপারেটিং সিস্টেম এবং অ্যাপ আপডেট করুন।

লাইভ ওয়ালপেপার ব্যবহার করবেন না
মোবাইল ফোনে লাইভ ওয়ালপেপার ব্যবহার না করাই ভালো। তাতে ফোনের গতি কমে যায়। এ ছাড়া হোম স্ক্রিনে কম আইকন রেখে ফোনটিকে যথাসাধ্য পরিচ্ছন্ন রাখতে হবে। এটি ফোনের গতি ঠিক রাখতে সহায়ক হবে।

আন-ইনস্টল করুন অব্যবহৃত অ্যাপ
মোবাইল ফোনে ইনস্টল করা আছে কিন্তু ব্যবহার করা হয় না কিংবা কম ব্যবহার হয় এমন অ্যাপগুলো যাচাই করে আন-ইনস্টল বা ডিজেবল করে দিলে ফোনের গতি ঠিক থাকবে এবং স্টোরেজ জায়গা বাঁচবে।

অ্যানিমেশন বন্ধ করুন
স্মার্টফোনের অ্যানিমেশন ফিচারটি থাকার কারণে একটি অ্যাপ থেকে অন্য অ্যাপে যাওয়ার সময় কিংবা অ্যাপ ওপেনিং ও ক্লোজিংয়ের সময় দৃষ্টিনন্দন ট্রানজিশন দেখা যায়। এসব অ্যানিমেশনের জন্য ফোনের সিপিইউ এবং জিপিইউ একটা পরিমাণ প্রসেসিং পাওয়ার বরাদ্দ রাখে। ফলে ফোনের গতি কমে যায়। তাই ফোনের গতি বৃদ্ধির জন্য অ্যানিমেশন বন্ধ বা এর ইফেক্ট কমিয়ে দেওয়া ভালো।

ক্যাশড ডেটা পরিষ্কার করুন
ক্যাশ মেমোরি মোবাইল ফোনের অ্যাপগুলোকে দ্রুত লোড করতে সহায়তা করলেও এক সময় এগুলো মেমোরির জায়গা দখল করতে শুরু করে। ফলে ফোন ধীরে ধীরে গতি হারাতে থাকে। গতি বাড়াতে মোবাইল ফোনের মাই ফাইলস অপশনে গিয়ে ক্যাশড অ্যাপ ডেটা পরিষ্কার করতে হবে।

অটো-সিঙ্ক অপশন বন্ধ করুন
মাঝে মাঝে দেখা যায় ব্যাকগ্রাউন্ড সিঙ্ক করার অপশন অটো হয়ে আছে। এসব সিঙ্কিং মোবাইল ফোনের কর্মক্ষমতার ওপর প্রভাব ফেলে। এ জন্য সেটিংসে গিয়ে অটো সিঙ্ক অপশন বন্ধ করে দিন। এতে মোবাইল ফোনের গতি বৃদ্ধি পাবে।

ফ্যাক্টরি রিসেট
ফ্যাক্টরি রিসেট দিলে ডিভাইসে সংরক্ষিত সব ডেটা পরিষ্কার হয়ে মোবাইল ফোনটি একদম নতুন কেনার সময়কার ডিফল্ট অবস্থায় চলে যাবে। আবার নতুন করে তথ্য ও সেটিংস সেটআপ করতে হবে। তবে ফ্যাক্টরি রিসেট করার আগে অবশ্যই প্রয়োজনীয় ডেটা ব্যাকআপ নিতে হবে। কারণ হারানো ডেটা ফিরে পাওয়া সহজ নয়। মোবাইল ফোনের সেটিংসে রয়েছে এই অপশন।

ওভারক্লকিং ডিভাইস
পুরোনো মোবাইল ফোনের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে ওভারক্লকিং। এ জন্য সেটির স্পিড রিসেট করে নিতে হবে। তবে ওভারক্লকিং করলে মোবাইল ফোন গরম হওয়ার আশঙ্কা থাকে।

কাস্টম রম ইনস্টল করুন
কাস্টম রম ইনস্টল করে মোবাইল ফোনের আপডেট ক্ষমতা বাড়ানো যেতে পারে। পুরোনো হয়ে যাওয়া মোবাইল ফোনগুলো স্বয়ংক্রিয় ভাবে নতুন সফটওয়্যার আপডেট বন্ধ করে দেয়। কাস্টম রম ইনস্টল করার মাধ্যমে সহজে নতুন সফটওয়্যার আপডেট করা সম্ভব। সূত্র : আজকের পত্রিকা

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মোবাইল ফোনের গতি বাড়াতে

প্রকাশের সময় : ০৪:১৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

হককথা ডেস্ক : দীর্ঘদিন ব্যবহার করার পর মোবাইল ফোনের গতি কমে গেলে, তখন সেটি ব্যবহার করা ঝামেলার। এই দুর্মূল্যের বাজারে চাইলেই হুট করে একটা স্মার্টফোন কেনা সম্ভব হয় না অনেকের। তবে পুরোনো মোবাইল ফোনকেও স্মার্ট করা যায়। জানিয়েছেন নাহিদ ইসলাম।

আপডেট করুন
নিয়মিত মোবাইল ফোনের সফটওয়্যার আপডেট করতে হবে। বহুল ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলো নিয়মিত আপডেট রিলিজ করে। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এই আপডেটগুলো ফোনের র‍্যাম, মেমোরি ও প্রসেসিং পাওয়ার অপটিমাইজ করে অ্যাপ চলার গতি বাড়ায়। তাই সময়মতো অপারেটিং সিস্টেম এবং অ্যাপ আপডেট করুন।

লাইভ ওয়ালপেপার ব্যবহার করবেন না
মোবাইল ফোনে লাইভ ওয়ালপেপার ব্যবহার না করাই ভালো। তাতে ফোনের গতি কমে যায়। এ ছাড়া হোম স্ক্রিনে কম আইকন রেখে ফোনটিকে যথাসাধ্য পরিচ্ছন্ন রাখতে হবে। এটি ফোনের গতি ঠিক রাখতে সহায়ক হবে।

আন-ইনস্টল করুন অব্যবহৃত অ্যাপ
মোবাইল ফোনে ইনস্টল করা আছে কিন্তু ব্যবহার করা হয় না কিংবা কম ব্যবহার হয় এমন অ্যাপগুলো যাচাই করে আন-ইনস্টল বা ডিজেবল করে দিলে ফোনের গতি ঠিক থাকবে এবং স্টোরেজ জায়গা বাঁচবে।

অ্যানিমেশন বন্ধ করুন
স্মার্টফোনের অ্যানিমেশন ফিচারটি থাকার কারণে একটি অ্যাপ থেকে অন্য অ্যাপে যাওয়ার সময় কিংবা অ্যাপ ওপেনিং ও ক্লোজিংয়ের সময় দৃষ্টিনন্দন ট্রানজিশন দেখা যায়। এসব অ্যানিমেশনের জন্য ফোনের সিপিইউ এবং জিপিইউ একটা পরিমাণ প্রসেসিং পাওয়ার বরাদ্দ রাখে। ফলে ফোনের গতি কমে যায়। তাই ফোনের গতি বৃদ্ধির জন্য অ্যানিমেশন বন্ধ বা এর ইফেক্ট কমিয়ে দেওয়া ভালো।

ক্যাশড ডেটা পরিষ্কার করুন
ক্যাশ মেমোরি মোবাইল ফোনের অ্যাপগুলোকে দ্রুত লোড করতে সহায়তা করলেও এক সময় এগুলো মেমোরির জায়গা দখল করতে শুরু করে। ফলে ফোন ধীরে ধীরে গতি হারাতে থাকে। গতি বাড়াতে মোবাইল ফোনের মাই ফাইলস অপশনে গিয়ে ক্যাশড অ্যাপ ডেটা পরিষ্কার করতে হবে।

অটো-সিঙ্ক অপশন বন্ধ করুন
মাঝে মাঝে দেখা যায় ব্যাকগ্রাউন্ড সিঙ্ক করার অপশন অটো হয়ে আছে। এসব সিঙ্কিং মোবাইল ফোনের কর্মক্ষমতার ওপর প্রভাব ফেলে। এ জন্য সেটিংসে গিয়ে অটো সিঙ্ক অপশন বন্ধ করে দিন। এতে মোবাইল ফোনের গতি বৃদ্ধি পাবে।

ফ্যাক্টরি রিসেট
ফ্যাক্টরি রিসেট দিলে ডিভাইসে সংরক্ষিত সব ডেটা পরিষ্কার হয়ে মোবাইল ফোনটি একদম নতুন কেনার সময়কার ডিফল্ট অবস্থায় চলে যাবে। আবার নতুন করে তথ্য ও সেটিংস সেটআপ করতে হবে। তবে ফ্যাক্টরি রিসেট করার আগে অবশ্যই প্রয়োজনীয় ডেটা ব্যাকআপ নিতে হবে। কারণ হারানো ডেটা ফিরে পাওয়া সহজ নয়। মোবাইল ফোনের সেটিংসে রয়েছে এই অপশন।

ওভারক্লকিং ডিভাইস
পুরোনো মোবাইল ফোনের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে ওভারক্লকিং। এ জন্য সেটির স্পিড রিসেট করে নিতে হবে। তবে ওভারক্লকিং করলে মোবাইল ফোন গরম হওয়ার আশঙ্কা থাকে।

কাস্টম রম ইনস্টল করুন
কাস্টম রম ইনস্টল করে মোবাইল ফোনের আপডেট ক্ষমতা বাড়ানো যেতে পারে। পুরোনো হয়ে যাওয়া মোবাইল ফোনগুলো স্বয়ংক্রিয় ভাবে নতুন সফটওয়্যার আপডেট বন্ধ করে দেয়। কাস্টম রম ইনস্টল করার মাধ্যমে সহজে নতুন সফটওয়্যার আপডেট করা সম্ভব। সূত্র : আজকের পত্রিকা

হককথা/নাছরিন