নিউইয়র্ক ০৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নেতানিয়াহুর ওপর ক্ষোভ ঝাড়লেন জিম্মিদের পরিবার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:৫৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
  • / ৮১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : হামাসের হাতে জিম্মি ২৪০ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আর এই জিম্মিদের মুক্তি দেওয়াকেই এখন সর্বোচ্চ মিশন বলছেন তিনি।

নেতানিয়াহু ও মন্ত্রিপরিষদের সদস্যরা সোমবার সন্ধ্যায় তেল আবিবে জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গে তিন ঘণ্টা বৈঠক করেন। বন্দিদের মুক্তি দিতে বেশ চাপের মধ্যে রয়েছেন নেতানিয়াহু। জিম্মিদের পরিবারের সদস্যরা এরই মধ্যে তার ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। টাইমস অব ইসরাইলের বরাত দিয়ে খবরটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের আগ মুহূর্তে বেশ কয়েকজন জিম্মির স্বজন আপত্তি জানান। অনেকে বৈঠক শেষ হওয়ার আগেই বের হয়ে যান। ক্ষোভের বর্শবর্তী হয়ে একজন স্বজন জানান, বন্দিদের মুক্তি নিশ্চিত করার চেয়ে হামাসকে পরাজিত করার বিষয়ে এখন বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এদিকে বন্দিদের মুক্তি দেওয়ার ইস্যুতে সময়ের সাথে সাথে নেতানিয়াহু সরকারের ওপর চাপ বাড়ছে। এ নিয়ে কয়েক দফা পথেও নেমেছেন জিম্মিদের স্বজন ও সমর্থকরা।

বৈঠকের পর এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, জিম্মিদের ফিরিয়ে দেওয়া না পর্যন্ত তার সরকার হাল ছাড়বে না। নেতানিয়াহু বলেন, আমরা পরিবারের কষ্টের কথা শুনেছি। আমাদের গোয়েন্দা বিভাগ, কূটনীতিকরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে। ২৪ ঘণ্টা আমার দলকে নেতৃত্ব দিচ্ছি জিম্মিদের মুক্তির ইস্যুতে।

এর আগে গত মাসে জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন নেতানিয়াহু। শুরু থেকেই হামাস বলে আসছে গাজার বিভিন্ন প্রান্তে লুকিয়ে রাখা হয়েছে জিম্মিদের। অন্যদিকে ইসরাইলি গোয়েন্দাদের ধারণা মাটির নিচের সুড়ঙ্গে রয়েছেন বন্দিরা।

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নেতানিয়াহুর ওপর ক্ষোভ ঝাড়লেন জিম্মিদের পরিবার

প্রকাশের সময় : ০৬:৫৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : হামাসের হাতে জিম্মি ২৪০ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আর এই জিম্মিদের মুক্তি দেওয়াকেই এখন সর্বোচ্চ মিশন বলছেন তিনি।

নেতানিয়াহু ও মন্ত্রিপরিষদের সদস্যরা সোমবার সন্ধ্যায় তেল আবিবে জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গে তিন ঘণ্টা বৈঠক করেন। বন্দিদের মুক্তি দিতে বেশ চাপের মধ্যে রয়েছেন নেতানিয়াহু। জিম্মিদের পরিবারের সদস্যরা এরই মধ্যে তার ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। টাইমস অব ইসরাইলের বরাত দিয়ে খবরটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের আগ মুহূর্তে বেশ কয়েকজন জিম্মির স্বজন আপত্তি জানান। অনেকে বৈঠক শেষ হওয়ার আগেই বের হয়ে যান। ক্ষোভের বর্শবর্তী হয়ে একজন স্বজন জানান, বন্দিদের মুক্তি নিশ্চিত করার চেয়ে হামাসকে পরাজিত করার বিষয়ে এখন বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এদিকে বন্দিদের মুক্তি দেওয়ার ইস্যুতে সময়ের সাথে সাথে নেতানিয়াহু সরকারের ওপর চাপ বাড়ছে। এ নিয়ে কয়েক দফা পথেও নেমেছেন জিম্মিদের স্বজন ও সমর্থকরা।

বৈঠকের পর এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, জিম্মিদের ফিরিয়ে দেওয়া না পর্যন্ত তার সরকার হাল ছাড়বে না। নেতানিয়াহু বলেন, আমরা পরিবারের কষ্টের কথা শুনেছি। আমাদের গোয়েন্দা বিভাগ, কূটনীতিকরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে। ২৪ ঘণ্টা আমার দলকে নেতৃত্ব দিচ্ছি জিম্মিদের মুক্তির ইস্যুতে।

এর আগে গত মাসে জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন নেতানিয়াহু। শুরু থেকেই হামাস বলে আসছে গাজার বিভিন্ন প্রান্তে লুকিয়ে রাখা হয়েছে জিম্মিদের। অন্যদিকে ইসরাইলি গোয়েন্দাদের ধারণা মাটির নিচের সুড়ঙ্গে রয়েছেন বন্দিরা।

হককথা/নাছরিন