চীনে চালু হচ্ছে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট
- প্রকাশের সময় : ০৮:৫০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
- / ১১১ বার পঠিত
হককথা ডেস্ক : বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ স্থাপনে রেকর্ড গড়তে যাচ্ছে চীন। এটি এতটাই দ্রুতগতির যে দেড়শ’টি হাইডেফিনিশন মুভি ডাউনলোড করা যাবে মাত্র এক সেকেন্ডে। এই সংযোগের জন্য চীনের বেইজিং, উহান ও গুয়াংজুতে একটানা তিন হাজার কিলোমিটার ফাইবার অপটিক ক্যাবল স্থাপন করছে দেশটি।
ডেইলি মেইল জানায়, নতুন সংযোগের ডাটা ট্রান্সফার রেট হবে প্রতি সেকেন্ডে ১.২ টেরাবাইট। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে দ্রুতগতির সংযোগের চেয়ে তিনগুণ বেশি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রুটগুলোর তুলনায় ১০ গুণ। ২০২৫ সাল নাগাদ এটি চালু হতে পারে বলে জানায় সংবাদমাধ্যমটি।
নেটওয়ার্কটি প্রাথমিকভাবে চালু করা হয় গত ৩১ জুলাই। এরপর সফল পরীক্ষা নিরীক্ষার পর সম্প্রতি এটাকে প্রাতিষ্ঠানিকভাবে একটি প্রেস কনফারেন্স ডেকে চালুর ঘোষণা দেওয়া হয়।
নেটওয়ার্কটি ডেভেলপ করতে অংশ নিয়েছে চীনের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান সিনহুয়া বিশ্ববিদ্যালয়, চায়না মোবাইল, হুয়াওয়ে ও চায়না এডুকেশন অ্যান্ড রিসার্চ নেটওয়ার্ক।
হককথা/নাছরিন