কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে দুই সংগঠনের কার্যক্রম স্থগিত

- প্রকাশের সময় : ০৭:৫২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
- / ১৬১ বার পঠিত

কলম্বিয়ার ছাত্ররা নিউইয়র্ক সিটিতে বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের সমর্থনে একটি সমাবেশে অংশগ্রহণ করে। ২০২৩ সালের ১২ অক্টোবর তোলা ছবি এএফপির
হককথা ডেস্ক : যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করায় দুই ছাত্র সংগঠনকে সাময়িকভাবে স্থগিত করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল শুক্রবার (১০ নভেম্বর) হুমকি দিয়ে বক্তব্য ও ভীতি প্রদর্শনের অভিযোগে তাদের বরখাস্ত করা হয়। কলম্বিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস নিরাপত্তা সংক্রান্ত বিশেষ কমিটির চেয়ারম্যান জেরাল্ড রোসবার্গ বলেছেন, ‘স্টুডেন্টস ফর জাস্টিস ইন ফিলিস্তিন ও ইহুদি ভয়েস ফর পিস পুরো সেমিস্টার জুড়ে স্থগিত থাকবে।’ খবর এএফপির।
এক বিবৃতিতে জেরাল্ড রোসবার্গ বলেন, ‘দুটি সংগঠন বারবার ক্যাম্পাসে বিষয়টি নিয়ে প্রতিবাদ-বিক্ষোভের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের নীতি লঙ্ঘন করেছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে একটি অনুমোদনবিহীন ইভেন্টে হুমকি দিয়ে বক্তব্য ও ভীতি প্রদর্শন করেছে তারা। সংগঠনগুলো ক্যাম্পাসের নিয়ম মেনে চলার সিদ্ধান্ত নিলেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে। বিভিন্ন সম্প্রদায়ের নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয়ের মূল কার্যক্রমগুলো বিঘ্ন ছাড়া যেনো পরিচালিত হতে পারে তা আমাদের নিশ্চিত করতে হবে।’
দেশটির কিছু গণমাধ্যম বলছে, বৃহস্পতিবারের বিক্ষোভে শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলের হামলাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানায়।
হককথা/নাছরিন