জাতিসংঘের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- প্রকাশের সময় : ০৭:৪৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০১৬
- / ৬৩৩ বার পঠিত
নিউইয়র্ক: মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালীর চেতনা মঞ্চের উদ্যোগে জাতিসংঘ সদর দফতরের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে বাংলাদেশ সময় রাত ১২টা ০১ মিনিটে ফুল দিয়ে গভীর শ্রদ্ধায় ভাষা শহীদের স্মরণ করা হয়। সেই সাথে জাতিসংঘের সামনে একুশে উদযাপনের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীদের ঢল নামে। এছাড়াও মূলধারার প্রতিনিধিসহ ভীনদেশীরাও এই অনুষ্ঠানে যোগ দেন।
প্রথমে বাংলাদেশ মিশনের পক্ষ থেকে পু®পস্তবক অর্পণ করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। এরপর নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসান শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মুক্তাধারা ফাউন্ডেশন ও বাঙালীর চেতনা মঞ্চ, যুক্তরাষ্ট্র যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানমালার মধ্যে ছিলো আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, পুথি পাঠ এবং ভাষার গানের আয়োজন।
আলোচনায় অংশ নেন রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, কনসাল জেনারেল শামীম আহসান, নিউইয়র্ক সিটির কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা ক্যাটজ, ফিলাডেলফিয়ার ডেপুটি মেয়র নীনা আহমেদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার প্রমুখ।
অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট গভর্নর এন্ডুু ক্যুমোর পক্ষ থেকে সাইটেশন প্রদান করা হয়। মুক্তধারার পক্ষ থেকে সাইটেশন গ্রহণ করেন বিশিষ্ট কলামিস্ট হাসান ফেরদৌস। অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন মুক্তধারার বিশ্বজিত সাহা। অনুষ্ঠান পরিচালনা করেন সেমন্তী ওয়াহেদ।