নিউইয়র্ক ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

গাজায় নৃশংস বোমা হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটরা বিভক্ত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:২২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • / ৪৩ বার পঠিত

হককথা ডেস্ক :ইসরাইলকে সমর্থন দেয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ক্ষমতাসীন ডেমোক্রেট ও বিরোধী রিপাবলিকানদের সর্বসম্মত শক্তিশালী ঐকমত্য আছে। কিন্তু গাজায় ইসরাইলের ভয়াবহ বোমা হামলায় যেভাবে তর তর করে মৃত্যুর সংখ্যা বাড়ছে তাতে বিভক্তি দেখা দিচ্ছে। ক্ষমতাসীন ডেমোক্রেটদের মধ্যেও বিভক্তি দেখা দিয়েছে। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, গাজায় নিরীহ মানুষের হতাহত এড়াতে এবং সেখানে অধিক পরিমাণ ত্রাণ পৌঁছাতে আরও অনেক কিছু করতে ইসরাইলের প্রতি চাপ দিতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে শুক্রবার চিঠি লিখেছেন প্রতিনিধি পরিষদের এবং সিনেটের ৫৮ জন ডেমোক্রেট সদস্য।

ওই চিঠিতে তারা বলেছেন, আমরা দৃঢ়ভাবে ইসরাইলের আত্মরক্ষার অধিকারের বিষয় বিশ্বাস করি। কিন্তু ইসরাইলের সামরিক অভিযান নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। কারণ, ওইসব হামলা যুদ্ধে জড়িত নন এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর ক্ষতি কমাতে ব্যর্থ হয়েছে। ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদে ডেমোক্রেট দলীয় সদস্য রো খান্না শুক্রবার এক সাক্ষাৎকারে সিএনএনকে বলেছেন, ডেমোক্রেটদের মধ্যে এমন একটি সেন্টিমেন্ট তৈরি হয়েছে যে, তাতে সাধারণ মানুষের ওপর বোমা হামলা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। খান্না আরও বলেন, আমরা যখন (আল কায়েদার প্রয়াত প্রধান) ওসামা বিন লাদেনের বিরুদ্ধে অভিযান চালিয়েছিলাম, তখন কিন্তু আমরা পাকিস্তানি বেসামরিক লোকজনের বিরুদ্ধে বোমা হামলা করিনি।

ওদিকে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। পক্ষান্তরে স্থানীয়ভাবে গাজায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে মানবিক কারণে যুদ্ধে বিরতি দেয়ার পরামর্শ দিয়েছে তারা। অস্থায়ী যুদ্ধ বিরতির যেকোন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেছেন, যতক্ষণ হামাস সব জিম্মির মুক্তি না দেবে, ততক্ষণ পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না। তাছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন। তিনি নেতানিয়াহুকে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। জবাবে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতি দিলেই হামাস পুনর্গঠিত হওয়ার সুযোগ পাবে।

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

গাজায় নৃশংস বোমা হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটরা বিভক্ত

প্রকাশের সময় : ০৮:২২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩

হককথা ডেস্ক :ইসরাইলকে সমর্থন দেয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ক্ষমতাসীন ডেমোক্রেট ও বিরোধী রিপাবলিকানদের সর্বসম্মত শক্তিশালী ঐকমত্য আছে। কিন্তু গাজায় ইসরাইলের ভয়াবহ বোমা হামলায় যেভাবে তর তর করে মৃত্যুর সংখ্যা বাড়ছে তাতে বিভক্তি দেখা দিচ্ছে। ক্ষমতাসীন ডেমোক্রেটদের মধ্যেও বিভক্তি দেখা দিয়েছে। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, গাজায় নিরীহ মানুষের হতাহত এড়াতে এবং সেখানে অধিক পরিমাণ ত্রাণ পৌঁছাতে আরও অনেক কিছু করতে ইসরাইলের প্রতি চাপ দিতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে শুক্রবার চিঠি লিখেছেন প্রতিনিধি পরিষদের এবং সিনেটের ৫৮ জন ডেমোক্রেট সদস্য।

ওই চিঠিতে তারা বলেছেন, আমরা দৃঢ়ভাবে ইসরাইলের আত্মরক্ষার অধিকারের বিষয় বিশ্বাস করি। কিন্তু ইসরাইলের সামরিক অভিযান নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। কারণ, ওইসব হামলা যুদ্ধে জড়িত নন এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর ক্ষতি কমাতে ব্যর্থ হয়েছে। ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদে ডেমোক্রেট দলীয় সদস্য রো খান্না শুক্রবার এক সাক্ষাৎকারে সিএনএনকে বলেছেন, ডেমোক্রেটদের মধ্যে এমন একটি সেন্টিমেন্ট তৈরি হয়েছে যে, তাতে সাধারণ মানুষের ওপর বোমা হামলা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। খান্না আরও বলেন, আমরা যখন (আল কায়েদার প্রয়াত প্রধান) ওসামা বিন লাদেনের বিরুদ্ধে অভিযান চালিয়েছিলাম, তখন কিন্তু আমরা পাকিস্তানি বেসামরিক লোকজনের বিরুদ্ধে বোমা হামলা করিনি।

ওদিকে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। পক্ষান্তরে স্থানীয়ভাবে গাজায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে মানবিক কারণে যুদ্ধে বিরতি দেয়ার পরামর্শ দিয়েছে তারা। অস্থায়ী যুদ্ধ বিরতির যেকোন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেছেন, যতক্ষণ হামাস সব জিম্মির মুক্তি না দেবে, ততক্ষণ পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না। তাছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন। তিনি নেতানিয়াহুকে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। জবাবে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতি দিলেই হামাস পুনর্গঠিত হওয়ার সুযোগ পাবে।

হককথা/নাছরিন