নিউইয়র্ক ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

শুটিংয়ে ছিল টেলিছবি, মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম হিসেবে

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • / ৭৪ বার পঠিত

বিনোদন ডেস্ক : টিভি পর্দার সফল জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। একসঙ্গে প্রচুর কাজ করেছেন। তবে দুজনেই এখন ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে ব্যস্ত। নিশো ডুব দিয়েছেন সিনেমায়, আর মেহজাবীন নজর দিচ্ছেন ওটিটি কনটেন্টে। ফলে তাদের চেনা কাজগুলো দর্শক কিছুটা মিস করছে বটে।

সেসব দর্শকের জন্য একটা সুখবর পাওয়া গেলো। মুক্তি পাচ্ছে নিশো-মেহজাবীন জুটির নতুন একটি কনটেন্ট। নাম ‘নীল জলের কাব্য’। নির্মাণে শিহাব শাহীন। আগামী ১৬ নভেম্বর এটি মুক্তি পাবে চানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এটিকে বলা হচ্ছে ওয়েব ফিল্ম। যদিও ২০২১ সালের মার্চে যখন এর শুটিং হয়, তখন এটি ছিল টেলিছবি। যেটা মূলত টেলিভিশনে প্রচারের জন্যই বানানো হচ্ছিল। তবে দুই বছর পর এসে সেটাই ওয়েব ফিল্ম নামে দর্শকের সামনে হাজির করা হচ্ছে।

প্রজেক্টটি নিয়ে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘এখানে দর্শক চমৎকার একটি গল্প দেখতে পাবেন। এক মেয়ের সমুদ্র দেখার ফ্যাসিনেশন নিয়ে এই গল্পটা এগিয়েছে। যখন শুটিং শুরু করেছিলাম, তখন ওটিটি মাধ্যম দেশে অতো জনপ্রিয় হয়ে ওঠেনি। তাই পরবর্তীতে এটিকে ওয়েব ফিল্ম হিসেবে রূপ দেওয়া হয়।’

আইস্ক্রিন কর্তৃপক্ষ বলছে, ‘নীল জলের কাব্য’ তাদের প্রিমিয়াম কনটেন্ট হিসেবে মুক্তি পাবে। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন কিনে তবেই এটি দেখা যাবে। সূত্র : বাংলা ট্রিবিউন

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

শুটিংয়ে ছিল টেলিছবি, মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম হিসেবে

প্রকাশের সময় : ০৯:০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : টিভি পর্দার সফল জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। একসঙ্গে প্রচুর কাজ করেছেন। তবে দুজনেই এখন ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে ব্যস্ত। নিশো ডুব দিয়েছেন সিনেমায়, আর মেহজাবীন নজর দিচ্ছেন ওটিটি কনটেন্টে। ফলে তাদের চেনা কাজগুলো দর্শক কিছুটা মিস করছে বটে।

সেসব দর্শকের জন্য একটা সুখবর পাওয়া গেলো। মুক্তি পাচ্ছে নিশো-মেহজাবীন জুটির নতুন একটি কনটেন্ট। নাম ‘নীল জলের কাব্য’। নির্মাণে শিহাব শাহীন। আগামী ১৬ নভেম্বর এটি মুক্তি পাবে চানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এটিকে বলা হচ্ছে ওয়েব ফিল্ম। যদিও ২০২১ সালের মার্চে যখন এর শুটিং হয়, তখন এটি ছিল টেলিছবি। যেটা মূলত টেলিভিশনে প্রচারের জন্যই বানানো হচ্ছিল। তবে দুই বছর পর এসে সেটাই ওয়েব ফিল্ম নামে দর্শকের সামনে হাজির করা হচ্ছে।

প্রজেক্টটি নিয়ে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘এখানে দর্শক চমৎকার একটি গল্প দেখতে পাবেন। এক মেয়ের সমুদ্র দেখার ফ্যাসিনেশন নিয়ে এই গল্পটা এগিয়েছে। যখন শুটিং শুরু করেছিলাম, তখন ওটিটি মাধ্যম দেশে অতো জনপ্রিয় হয়ে ওঠেনি। তাই পরবর্তীতে এটিকে ওয়েব ফিল্ম হিসেবে রূপ দেওয়া হয়।’

আইস্ক্রিন কর্তৃপক্ষ বলছে, ‘নীল জলের কাব্য’ তাদের প্রিমিয়াম কনটেন্ট হিসেবে মুক্তি পাবে। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন কিনে তবেই এটি দেখা যাবে। সূত্র : বাংলা ট্রিবিউন

হককথা/নাছরিন