নিউইয়র্ক ০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আমি একটা পাগল মানুষের সংসার করি : তিশা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:৫৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • / ১১৭ বার পঠিত

নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী । ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : তারকা দম্পতি মোস্তফা সরোয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময়ই বেশ সরব থাকেন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন অভিনেত্রী। এ সময় ১ মিনিট ৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন তিশা।

ভিডিওতে তিশা বলেন, আমি একটা পাগল মানুষের সংসার করি, পাগল ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি। এখন সেটার শাস্তি ভোগ করছি। আমাদের সিনেমার শুটিং হয়ে গেছে, ডাবিং হয়ে গেছে, রিলিজও পেয়ে গেছে, বুসানেও চলে গেছে। এখন হঠাৎ করে ঘুমের মাঝে মোস্তফা সরোয়ার ফারুকীর স্বপ্নে একটা সিন আসছে। সেই সিনটার শুটিং করতেছি।

এর আগে মোস্তফা সরোয়ার ফারুকীও এক ফেসবুক পোস্টে লেখেন, ‘অকস্মাৎ স্বপ্নে হানা দিলো একটা দৃশ্য। তিশাকে বললাম। ওপরে ওপরে কপট রাগ করেও সবুজ সংকেত দিলো। আর বুধবার আমরা শুট করলাম দৃশ্যটা। ছবির একদম শেষ দৃশ্য হবে এটা। যেই দৃশ্যটা শুধু ওটিটি ভার্সনেই দেখা যাবে।

তিনি আরও বলেন, অটোবায়োগ্রাফি ওরফে সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ছবির কাজ শেষ, ফেস্টিভ্যাল স্ক্রিনিংও শেষ, ছবিটা নিয়ে মনে একটা শান্তির ভাব আছে। দুদিন পরে মুম্বাইতে ছবিটার শো-ও আছে। আর মাত্র কয়েক দিনের মধ্যে চরকিকে ডেলিভার করতে হবে ফিল্মটা যাতে দ্রুত সবাই দেখতে পায়। আমি তো এমন জীবনই প্রার্থনা করছিলাম যেখানে সিনেমা আর জীবন মিলেমিশে হবে একাকার। এমনই তো জীবন।

এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র ২৮তম আসরে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমার প্রিমিয়ার হয়। অটোবায়োগ্রাফিতে ফারুকী-তিশা ছাড়াও অভিনয় করেছেন ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন, ডলি জহুরসহ অনেকে। সূত্র : দৈনিক ইত্তেফাক

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আমি একটা পাগল মানুষের সংসার করি : তিশা

প্রকাশের সময় : ০৯:৫৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

বিনোদন ডেস্ক : তারকা দম্পতি মোস্তফা সরোয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময়ই বেশ সরব থাকেন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন অভিনেত্রী। এ সময় ১ মিনিট ৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন তিশা।

ভিডিওতে তিশা বলেন, আমি একটা পাগল মানুষের সংসার করি, পাগল ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি। এখন সেটার শাস্তি ভোগ করছি। আমাদের সিনেমার শুটিং হয়ে গেছে, ডাবিং হয়ে গেছে, রিলিজও পেয়ে গেছে, বুসানেও চলে গেছে। এখন হঠাৎ করে ঘুমের মাঝে মোস্তফা সরোয়ার ফারুকীর স্বপ্নে একটা সিন আসছে। সেই সিনটার শুটিং করতেছি।

এর আগে মোস্তফা সরোয়ার ফারুকীও এক ফেসবুক পোস্টে লেখেন, ‘অকস্মাৎ স্বপ্নে হানা দিলো একটা দৃশ্য। তিশাকে বললাম। ওপরে ওপরে কপট রাগ করেও সবুজ সংকেত দিলো। আর বুধবার আমরা শুট করলাম দৃশ্যটা। ছবির একদম শেষ দৃশ্য হবে এটা। যেই দৃশ্যটা শুধু ওটিটি ভার্সনেই দেখা যাবে।

তিনি আরও বলেন, অটোবায়োগ্রাফি ওরফে সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ছবির কাজ শেষ, ফেস্টিভ্যাল স্ক্রিনিংও শেষ, ছবিটা নিয়ে মনে একটা শান্তির ভাব আছে। দুদিন পরে মুম্বাইতে ছবিটার শো-ও আছে। আর মাত্র কয়েক দিনের মধ্যে চরকিকে ডেলিভার করতে হবে ফিল্মটা যাতে দ্রুত সবাই দেখতে পায়। আমি তো এমন জীবনই প্রার্থনা করছিলাম যেখানে সিনেমা আর জীবন মিলেমিশে হবে একাকার। এমনই তো জীবন।

এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র ২৮তম আসরে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমার প্রিমিয়ার হয়। অটোবায়োগ্রাফিতে ফারুকী-তিশা ছাড়াও অভিনয় করেছেন ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন, ডলি জহুরসহ অনেকে। সূত্র : দৈনিক ইত্তেফাক

হককথা/নাছরিন