নিউইয়র্ক ০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

গাজার আল-কুদস হাসপাতাল খালি করতে বলেছে ইসরায়েল : রেড ক্রিসেন্ট

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:১৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • / ৪৭ বার পঠিত

গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। ছবি: এপি

আর্ন্তজাতিক ডেস্ক :ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট (পিআরসিএস) বলেছে, গাজা উপত্যকার আল-কুদস হাসপাতাল অবিলম্বে খালি করার জন্য ফোন দিয়ে বলেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। রবিবার (২৯ অক্টোবর) ফেসবুকে এক পোস্টে এ কথা বলেছে সংস্থাটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফেসবুকে রেড ক্রিসেন্ট আরও বলেছে, হাসপাতাল থেকে মাত্র ৫০ মিটার দূরে রবিবার সকালে অভিযান চালানো হয়েছে।

আল-কুদস হাসপাতাল খালি করার সতর্কবার্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থার প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেছেন, এই খবর গভীরে উদ্বেগজনক। আমরা আবারও বলছি, রোগীদের জীবন ঝুঁকিতে না ফেলে একটি হাসপাতাল খালি করা অসম্ভব।

এক বিবৃতিতে পিআরসিএস বলেছে, হাসপাতাল খালি করতে ইসরায়েলি কর্তৃপক্ষের ফোন কল একটি স্পষ্ট ও সরাসরি হুমকি। আমাদের বলা হয়েছে, অবিলম্বে খালি না করলে হাসপাতালে থাকা সবার জীবনের দায় পিআরসিএসকে নিতে হবে।

হাসপাতালটির মুখপাত্র নেবাল ফারসাখ বলেছেন, এই মুহূর্তে হাসপাতালে ১২ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। বিমান হামলায় আহত শিশুতে পূর্ণ আইসিইউ। বেশিরভাগ অক্সিজেন মেশিনের সঙ্গে যুক্ত। হাসপাতাল থেকে তাদের সরানোর অর্থ হবে হত্যা করা।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের বিবৃতির বিষয়ে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের কাছে জানতে চাইলে এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি। তবে এর আগে গাজার উত্তরাঞ্চলের দশ লক্ষাধিক মানুষকে দক্ষিণাঞ্চলে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল।

শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গাজা শহরের শিফা হাসপাতালের নিচে ঘাঁটি তৈরি করে অভিযান পরিচালনা করছে।

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

গাজার আল-কুদস হাসপাতাল খালি করতে বলেছে ইসরায়েল : রেড ক্রিসেন্ট

প্রকাশের সময় : ০৯:১৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

আর্ন্তজাতিক ডেস্ক :ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট (পিআরসিএস) বলেছে, গাজা উপত্যকার আল-কুদস হাসপাতাল অবিলম্বে খালি করার জন্য ফোন দিয়ে বলেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। রবিবার (২৯ অক্টোবর) ফেসবুকে এক পোস্টে এ কথা বলেছে সংস্থাটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফেসবুকে রেড ক্রিসেন্ট আরও বলেছে, হাসপাতাল থেকে মাত্র ৫০ মিটার দূরে রবিবার সকালে অভিযান চালানো হয়েছে।

আল-কুদস হাসপাতাল খালি করার সতর্কবার্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থার প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেছেন, এই খবর গভীরে উদ্বেগজনক। আমরা আবারও বলছি, রোগীদের জীবন ঝুঁকিতে না ফেলে একটি হাসপাতাল খালি করা অসম্ভব।

এক বিবৃতিতে পিআরসিএস বলেছে, হাসপাতাল খালি করতে ইসরায়েলি কর্তৃপক্ষের ফোন কল একটি স্পষ্ট ও সরাসরি হুমকি। আমাদের বলা হয়েছে, অবিলম্বে খালি না করলে হাসপাতালে থাকা সবার জীবনের দায় পিআরসিএসকে নিতে হবে।

হাসপাতালটির মুখপাত্র নেবাল ফারসাখ বলেছেন, এই মুহূর্তে হাসপাতালে ১২ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। বিমান হামলায় আহত শিশুতে পূর্ণ আইসিইউ। বেশিরভাগ অক্সিজেন মেশিনের সঙ্গে যুক্ত। হাসপাতাল থেকে তাদের সরানোর অর্থ হবে হত্যা করা।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের বিবৃতির বিষয়ে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের কাছে জানতে চাইলে এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি। তবে এর আগে গাজার উত্তরাঞ্চলের দশ লক্ষাধিক মানুষকে দক্ষিণাঞ্চলে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল।

শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গাজা শহরের শিফা হাসপাতালের নিচে ঘাঁটি তৈরি করে অভিযান পরিচালনা করছে।

হককথা/নাছরিন