নিউইয়র্ক ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

গাজায় অভিযান জোরদার করছে ইসরায়েল, সর্ব শক্তি দিয়ে প্রতিহতের ঘোষণা হামাসের

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:৩৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • / ৪১ বার পঠিত

ছবি: আল জাজিরা

আর্ন্তজাতিক ডেস্ক : টানা বিমান হামলার মধ্যে বিধ্বস্ত উত্তর গাজায় সেনা উপস্থিতি বাড়িয়ে স্থল অভিযান জোরদার করছে ইসরায়েল। শনিবার (২৮ অক্টোবর) সকালে ইসরায়েলি বাহিনী গাজার ভেতরে অবস্থান করেছে। ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েলি সেনারা। এমন পদক্ষেপের পর সর্ব শক্তি দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীকে রুখে দেওয়ার ঘোষণা দিয়েছে গাজার শাসক গোষ্ঠী হামাস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান মুখপাত্র ড্যানিয়েল হাগারি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, গাজার তাদের ট্যাংক ও পদাতিক সেনারা প্রবেশ করেছে। হামাস কমান্ডারদের লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছে। সেনারা এখনও রয়েছে সেখানে।

গাজার সিভিল ডিফেন্স বলেছে, গাজায় বুধ ও বৃহস্পতিবার রাতে সাঁজোয়া ট্যাংক নিয়ে আক্রমণ করেছে ইসরায়েলি বাহিনী। তারা ইতোমধ্যে অবিরাম বোমা হামলা চালিয়ে ফিলিস্তিনিদের বসত-বাড়ি ধ্বংস করে দিয়েছে।হামাসের সামরিক শাখা এজ্জেডিন আল-কাসেম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, গাজার ভেতরে ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের যোদ্ধারা লড়াই করছে।

বিবৃতিতে বলা হয়েছে, উত্তর গাজার বেইত হনুন এবং পূর্বে বুরেইজি এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে।

শনিবার সকালে অপর এক বিবৃতিতে হামাস বলেছে, নেতানিয়াহু (ইসরায়েলি প্রধানমন্ত্রী), তার বাহিনী কোনও জয় পাবে না। আল-কাসেম ব্রিগেড ও সব ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠীর যোদ্ধারা সর্ব শক্তি দিয়ে ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজায় ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কসহ সব ধরনের যোগাযোগমাধ্যম বন্ধ রয়েছে। ইসরায়েল বলেছে, এটি গাজায় অবরোধের নতুন মাত্রা। এ কারণে অবরুদ্ধ গাজার প্রায় ২৩ লাশ মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন। তারা নিজেদের ভূখণ্ডের ভিতরে বা বহির্বিশ্বের কারও সঙ্গে যোগাযোগ করতে পারছে না।এনজিও ও আল জাজিরাসহ জাতিসংঘের কর্মকর্তারা তাদের মাঠকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না।

গাজায় ইসরায়েলি আগ্রাসন আজ ২২তম দিনে গড়িয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের বোমা হামলায় সাত হাজার ৭০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপর দিকে হামাসে হামলায় এক হাজার ৪০৫ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

গাজায় অভিযান জোরদার করছে ইসরায়েল, সর্ব শক্তি দিয়ে প্রতিহতের ঘোষণা হামাসের

প্রকাশের সময় : ০৯:৩৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

আর্ন্তজাতিক ডেস্ক : টানা বিমান হামলার মধ্যে বিধ্বস্ত উত্তর গাজায় সেনা উপস্থিতি বাড়িয়ে স্থল অভিযান জোরদার করছে ইসরায়েল। শনিবার (২৮ অক্টোবর) সকালে ইসরায়েলি বাহিনী গাজার ভেতরে অবস্থান করেছে। ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েলি সেনারা। এমন পদক্ষেপের পর সর্ব শক্তি দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীকে রুখে দেওয়ার ঘোষণা দিয়েছে গাজার শাসক গোষ্ঠী হামাস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান মুখপাত্র ড্যানিয়েল হাগারি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, গাজার তাদের ট্যাংক ও পদাতিক সেনারা প্রবেশ করেছে। হামাস কমান্ডারদের লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছে। সেনারা এখনও রয়েছে সেখানে।

গাজার সিভিল ডিফেন্স বলেছে, গাজায় বুধ ও বৃহস্পতিবার রাতে সাঁজোয়া ট্যাংক নিয়ে আক্রমণ করেছে ইসরায়েলি বাহিনী। তারা ইতোমধ্যে অবিরাম বোমা হামলা চালিয়ে ফিলিস্তিনিদের বসত-বাড়ি ধ্বংস করে দিয়েছে।হামাসের সামরিক শাখা এজ্জেডিন আল-কাসেম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, গাজার ভেতরে ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের যোদ্ধারা লড়াই করছে।

বিবৃতিতে বলা হয়েছে, উত্তর গাজার বেইত হনুন এবং পূর্বে বুরেইজি এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে।

শনিবার সকালে অপর এক বিবৃতিতে হামাস বলেছে, নেতানিয়াহু (ইসরায়েলি প্রধানমন্ত্রী), তার বাহিনী কোনও জয় পাবে না। আল-কাসেম ব্রিগেড ও সব ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠীর যোদ্ধারা সর্ব শক্তি দিয়ে ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজায় ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কসহ সব ধরনের যোগাযোগমাধ্যম বন্ধ রয়েছে। ইসরায়েল বলেছে, এটি গাজায় অবরোধের নতুন মাত্রা। এ কারণে অবরুদ্ধ গাজার প্রায় ২৩ লাশ মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন। তারা নিজেদের ভূখণ্ডের ভিতরে বা বহির্বিশ্বের কারও সঙ্গে যোগাযোগ করতে পারছে না।এনজিও ও আল জাজিরাসহ জাতিসংঘের কর্মকর্তারা তাদের মাঠকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না।

গাজায় ইসরায়েলি আগ্রাসন আজ ২২তম দিনে গড়িয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের বোমা হামলায় সাত হাজার ৭০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপর দিকে হামাসে হামলায় এক হাজার ৪০৫ জন ইসরায়েলি নিহত হয়েছেন।