সাকিব-মুস্তাফিজদের বোলিংয়ে চাপে নেদারল্যান্ডস

- প্রকাশের সময় : ০৭:১৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
- / ৮১ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : টানা চার হারের পর আজ ইডেন গার্ডেনসে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। হতাশার সাগরে ডুবে থাকা বাংলাদেশ দল একটু সুখের ছোঁয়া পেতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই। ম্যাচের শুরুতে অবশ্য ভালো কিছুর বার্তা দিয়েছেন তাসকিন আহমেদরা।
ইনিংসের ২০ ওভারের মধ্যে নেদারল্যান্ডসের ৪ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।
উইকেট তিন পেসার তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজ একটি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম ব্রেক থ্রু এনে দেন তাসকিন।
ভিক্রেমজিৎ সিংকে সাকিব আল হাসানের ক্যাচ বানিয়ে ফেরান তাসকিন।
বলটা যেভাবে খেলতে চেয়েছিলেন সেভাবে খেলতে পারেননি ভিক্রেমজিৎ। পরের ওভারে ম্যাক্স ও’ডাউডকে ফেরান শরীফুল। স্লিপে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ দিয়েছেন ও’ডাউড। দ্রুত দুই উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানোর তৎপরতা দেখায় নেদারল্যান্ডস।
তৃতীয় উইকেটে ওয়েসলি বারেসি ও কলিন অ্যাকারমেনের জুটির থেকে আসে ৫৭ রান। বারেসিই মূলত পাল্টা আক্রমণে বাংলাদেশের বোলারদের ওপর চাপ তৈরি করতে চেয়েছেন। তাঁকে ৪১ রানে থামান মুস্তাফিজ। এরপর সাকিব তুলে নেন অ্যাকারম্যানকে।
এই মুহূর্তে উইকেটে আছেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও বাস ডি লিড।
উইকেট অবশ্য এডওয়ার্ডসেরটিও পেতে পারত বাংলাদেশ। মুস্তাফিজের এক ওভারে দুইবার জীবন পেয়েছেন ডাচ অধিনায়ক। নেদারল্যান্ডসের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ৮৩ রান। সূত্র : কালের কণ্ঠ