বিজ্ঞাপন :   
                    
                    আল-আকসায় মুসলিমদের প্রবেশ করতে দিচ্ছে না ইসরাইলি সেনারা
 
																
								
							
                                
                              							  রিপোর্ট:									
								
                                
                                - প্রকাশের সময় : ০৮:৫০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- / ১০৭ বার পঠিত
আর্ন্তজাতিক ডেস্ক : আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে বাঁধা দিচ্ছে ইসরাইলি সেনারা। মঙ্গলবার বিকাল থেকেই এমন খবর পাওয়া যাচ্ছে। মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ‘দ্য ইসলামিক এন্ডোমেন্টস ডিপার্টমেন্ট’ থেকেও একই অভিযোগ তোলা হয়েছে। তারা বলছে, ইসরাইলি সেনারা ফিলিস্তিনিদের আল-আকসায় নামাজ পড়ার অধিকার কেড়ে নিয়েছে। বিকাল হতেই হঠাৎ করে সবগুলো গেট আটকে দেয়া হয়। এছাড়া আল-আকসা মসজিদে সকালের নামাজ পড়ার সময়ও ব্যাপক কড়াকড়ি করেছে ইসরাইল। শুধুমাত্র বৃদ্ধদেরই নামাজ পড়তে দেয়া হয়েছিল। গত কয়েক মাসের মধ্যে এবারই প্রথম আল-আকসায় মুসলিমদের প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয়া হলো।
 
																			
























