বিজ্ঞাপন :
জিন্স প্যান্টের ছোট পকেট
রিপোর্ট:
- প্রকাশের সময় : ১০:৪০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০১৬
- / ১৫২৩ বার পঠিত
সিডনী (অষ্ট্রেলিয়া): জিন্স প্যান্ট তো অনেকেই পরেন। তো প্যান্টের সবচেয়ে ছোট পকেটটি কিসের জন্য থাকে? কখনও মনে হয়েছে এই ছোট্ট পকেটটি কীসের জন্য রাখা হয়েছে? কিছু লোক হয়তো খুচরো পয়সা, বা ছোটখাটো জিনিস রাখেন। কিন্তু বেশির ভাগ মানুষই এই পকেট ব্যবহারই করেন না। কারণ পকেটটা এতই ছোট যে কোনও কিছু রাখা সম্ভব নয়। তা হলে এর রহস্যটাই বা কী? এক বস্ত্র বিশেষজ্ঞ এই পকেটের রহস্যের কথা জানিয়েছেন। আঠারোশ শতকে কাউবয়রা চেন দেওয়া ঘড়ি ব্যবহার করতেন। ঘড়ি রাখতেন তাঁদের ওয়েস্টকোটে। কিন্তু সে ক্ষেত্রে বেশির ভাগ সময়েই ঘড়ি ভেঙে যাওয়ার ভয় থাকত। ঘড়িকে সুরক্ষিত রাখার জন্য তখন থেকেই জিন্সের প্যান্টে এই পকেটের আবির্ভাব। এখন অবশ্য সেই ঘড়ির চলও নেই। তবে ঐতিহ্য বজায় রেখে এখনও প্যান্টে ছোট্ট পকেটটি রাখা হয়।
Tag :
Jins Pant Small Poket