নিউইয়র্ক ০৪:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

দুর্নীতি মামলায় নওয়াজ শরিফের সাজা স্থগিত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৫৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • / ৯০ বার পঠিত

আর্ন্তজাতিক ডেস্ক : দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাজা স্থগিত করা হয়েছে। এদিন নওয়াজের একাধিক মামলার শুনানির জন্য আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। মঙ্গলবার (২৪ অক্টোবর) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের তথ্যমন্ত্রী আমির মীর জানান, পাঞ্জাব মন্ত্রিসভায় ৪০১ ধারার অন্তর্ভুক্ত সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করার সময় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও জানান, মামলার চূড়ান্ত সিদ্ধান্ত আদালত নিজেই নেবে। বিষয়টি নিয়ে এমন দিনে পাঞ্জাব প্রদেশের মন্ত্রিসভার তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যেদিন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ প্রধানের একাধিক মামলার শুনানি ছিল।

আগামী বছরের জানুয়ারি মাসে পাকিস্তানে সাধারণ নির্বাচন। প্রত্যাশা মতো তার আগে দেশে ফিরেছেন সাবেক পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পানামা দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছিল তার। এরপর থেকেই স্বেচ্ছায় নির্বাসনে ব্রিটেনে ছিলেন পাকিস্তানের চারবারের প্রধানমন্ত্রী। আদালতের রক্ষাকবচ পেতেই গত শনিবার দেশে ফেরেন তিনি।

বর্তমানে তীব্র অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর নওয়াজের ভাই শাহবাজ ক্ষমতায় এলেও গত ১৩ আগস্ট প্রধানমন্ত্রিত্বে ইতি টানেন তিনি। মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার ভেঙে দেন শাহবাজ। এই সিদ্ধান্ত নওয়াজের দেশের ফেরার ইঙ্গিত ছিল বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

দুর্নীতি মামলায় নওয়াজ শরিফের সাজা স্থগিত

প্রকাশের সময় : ০৭:৫৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

আর্ন্তজাতিক ডেস্ক : দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাজা স্থগিত করা হয়েছে। এদিন নওয়াজের একাধিক মামলার শুনানির জন্য আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। মঙ্গলবার (২৪ অক্টোবর) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের তথ্যমন্ত্রী আমির মীর জানান, পাঞ্জাব মন্ত্রিসভায় ৪০১ ধারার অন্তর্ভুক্ত সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করার সময় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও জানান, মামলার চূড়ান্ত সিদ্ধান্ত আদালত নিজেই নেবে। বিষয়টি নিয়ে এমন দিনে পাঞ্জাব প্রদেশের মন্ত্রিসভার তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যেদিন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ প্রধানের একাধিক মামলার শুনানি ছিল।

আগামী বছরের জানুয়ারি মাসে পাকিস্তানে সাধারণ নির্বাচন। প্রত্যাশা মতো তার আগে দেশে ফিরেছেন সাবেক পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পানামা দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছিল তার। এরপর থেকেই স্বেচ্ছায় নির্বাসনে ব্রিটেনে ছিলেন পাকিস্তানের চারবারের প্রধানমন্ত্রী। আদালতের রক্ষাকবচ পেতেই গত শনিবার দেশে ফেরেন তিনি।

বর্তমানে তীব্র অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর নওয়াজের ভাই শাহবাজ ক্ষমতায় এলেও গত ১৩ আগস্ট প্রধানমন্ত্রিত্বে ইতি টানেন তিনি। মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার ভেঙে দেন শাহবাজ। এই সিদ্ধান্ত নওয়াজের দেশের ফেরার ইঙ্গিত ছিল বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।