২৮ অক্টোবর জামায়াতকে সমাবেশের অনুমতি দেবে না পুলিশ
- প্রকাশের সময় : ০৫:৩৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- / ১১৫ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : আগামী ২৮ অক্টোবর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের কাছে আবেদন করেছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ। তবে জামায়াতকে ওই দিন রাজধানীতে সমাবেশ করার অনুমতি দেবে না বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বাংলা ট্রিবিউনকে জানান, সমাবেশের অনুমতি চেয়ে আমাদের কমিশনার স্যার বরাবর একটি আবেদন করেছে জামায়াতে ইসলামী। এখন পর্যন্ত আমি যতদূর জানি জামায়াতকে কোনও সভা-সমাবেশের অনুমতি দেওয়ার প্রশ্নই ওঠে না। তিনি আরও বলেন, তারা যদি পুলিশের অনুমতি ছাড়া কোথাও কোনও সমাবেশ করতে চায় তাহলে তাদের কোনও রকম ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশের অনুমতি চেয়ে সোমবার (২৩ অক্টোবর) ডিএমপি কমিশনারের কাছে চিঠি দেয় জামায়াত। চিঠিতে দলটি উল্লেখ করেছে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা, দলের আমির শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতাকর্মী ও আলেমদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ‘শান্তিপূর্ণ’ মহাসমাবেশ করতে চায় তারা। সূত্র : বাংলা ট্রিবিউন