এবার মিশরে হামলা চালাল ইসরায়েল
- প্রকাশের সময় : ০৭:১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
- / ১২৮ বার পঠিত
আর্ন্তজাতিক ডেস্ক : ইসরায়েলি সেনাবাহিনী এবার মিশরে হামলা করেছে। মিসরের সঙ্গে গাজা সীমান্তে একটি ট্যাঙ্ক ভুলক্রমে মিসরের একটি নিরাপত্তচৌকিতে হামলা করেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন।
রোববার (২২ অক্টোবর) ইসরায়েলি বাহিনী (আইডিএফ) এ খবর জানিয়ে সঙ্গে সঙ্গে দুঃখ প্রকাশ করেছে। খবর আল জাজিরার।
মিসরীয় সামরিক বাহিনী তাদের বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণে সামান্য আহতের কিছু ঘটনা ছাড়া তেমন ক্ষতি হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। ইসরায়েলি বাহিনী হামলার সঙ্গে সঙ্গেই এ নিয়ে দুঃখ প্রকাশ করেছে এবং এ নিয়ে তদন্ত চলছে।
মিসরীয় গণমাধ্যম জানিয়েছে, এ হামলায় গাজায় মিসরীয় সাহায্য পাঠানো বন্ধ হবে না। এ পর্যন্ত মিসরের উদ্যোগে গাজায় রাফা সীমান্ত দিয়ে ৩৭ ট্রাক ত্রাণ পাঠানো হয়েছে। এই সীমান্ত প্রায় দুই মাইল দীর্ঘ। উল্লেখ্য গাজার সঙ্গে শুধু মিসরেরই সীমান্ত রয়েছে।
লন্ডনে আল জাজিরার সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেছেন, এই ঘটনা মিশরের সঙ্গে ইসরায়েলের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।
৭ অক্টোবরে হামাসের হামলার পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে চালানো এই হামলায় নারী ও শিশুসহ এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪ হাজার ৬৫১ জনেরও বেশি ফিলিস্তিনি। তৃতীয় সপ্তাহে পৌঁছেছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। এখনো হামাসের হাতে ইসরায়েলি ২১২ নাগরিক বন্দি রয়েছে।