নিউইয়র্ক ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

দ্য রিপোর্ট-এর খবর : তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৫৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০১৬
  • / ১২১৮ বার পঠিত

নিউইয়র্ক : মারাত্মক তুষার ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। প্রায় ২ ফুটের উপরে তুষার ঝড়টি বর্তমানে উত্তরের দিকে এগিয়ে যাচ্ছে। আক্রান্ত অঞ্চলগুলোর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের প্রায় ৬ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। তীব্র আকারে আক্রান্ত ওয়াশিংটন ডিসি, ম্যারিল্যান্ড, পেনসিলভেনিয়া, টেনিসি, নর্থ ক্যারোলিনা ও ভার্জিনিয়া রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ সব রাজ্যে প্রায় ৫ কোটি মানুষের বসবাস। আশঙ্কা করা হচ্ছে ২৪ ঘণ্টার মধ্যেই ১০ থেকে প্রায় ৩২ ইঞ্চি পর্যন্ত তুষার স্তূপে ঢেকে যাবে বেশ কয়েকটি অঞ্চল। নিউইয়র্কের লং আইল্যান্ড দিয়ে অতিক্রমকারী প্রায় ৮ থেকে ১২ ইঞ্চির এ তুষার ঝড় আঘাত হানার আশঙ্কা করছে আবহাওয়া বার্তা বিভাগ। এরই মধ্যে সবচেয়ে বাজে অবস্থা সৃষ্টি হয়েছে ওয়াসিংটন ডিসিতে। মাত্র ১ ইঞ্চির তুষারস্তুপে দেখা দিয়েছে প্রচন্ড যানজট। একই সঙ্গে বেশ কয়েকটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন।
এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, দেশটিতে শুক্রবারও সকল সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছিল এবং প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউজের ভেতরেই অবস্থান করছেন। তুষার ঝড় নিউইয়র্কের মানুষের জন্য নতুন কোনো ঘটনা না হলেও ২০১৬ সালে এ তুষার ঝড়টি এর সম্ভাব্য ব্যাপকতার কারণে শঙ্কা তৈরি করেছে জনমনে।
যুক্তরাষ্ট্রের মধ্য সবচেয়ে বেশি অভিবাসী বান্ধব নিউইয়র্ক সিটিতে প্রবাসী বাংলাদেশির সংখ্যা অন্যান্য রাজ্য থেকে কয়েক গুণ। এদের বেশির ভাগই নিউইয়র্ক সিটিতে বসবাস করেন। তারাও নিচ্ছেন তুষার ঝড় মোকাবেলার সবশেষ প্রস্তÍতি।
শুক্রবার যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদফতরের শেষ তথ্য হচ্ছে নিউইয়র্কসহ বেশ কয়েকটি রাজ্যে এক রাতেই ৩ ফুট পর্যন্ত বরফ জমে যাবে। আশঙ্কা করা হচ্ছে তুষারঝড়ের কেন্দ্রটি পুরোপুরি নিউইয়র্ক শহরের ওপর দিয়ে না গেলেও একরাতেই ১২ থেকে ১৮ ইঞ্চি পর্যন্ত তুষার জমতে পারে।
প্রবাসী বাংলাদেশীদের প্রাণকেন্দ্রটি হচ্ছে নিউইয়র্ক সিটির ব্যস্ততম জ্যাকসন হাইটস। হঠাৎ করে ধেয়ে আসা তুষার ঝড়ের আগাম সতর্কতা জারি ও কনকনে শীতের প্রভাব পড়েছে জ্যাকসন হাইটসে। প্রবল তুষারপাতের কবলে পড়ার আশঙ্কায় উদ্বিগ্ন ফুটপাতের ব্যবসায়ীরা। তাদের দাবি ব্যবসা বন্ধ থাকলে এর প্রভাব পড়বে জীবন-যাত্রাতেও।(দ্য রিপোর্ট২৪.কম)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

দ্য রিপোর্ট-এর খবর : তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন

প্রকাশের সময় : ০৭:৫৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০১৬

নিউইয়র্ক : মারাত্মক তুষার ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। প্রায় ২ ফুটের উপরে তুষার ঝড়টি বর্তমানে উত্তরের দিকে এগিয়ে যাচ্ছে। আক্রান্ত অঞ্চলগুলোর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের প্রায় ৬ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। তীব্র আকারে আক্রান্ত ওয়াশিংটন ডিসি, ম্যারিল্যান্ড, পেনসিলভেনিয়া, টেনিসি, নর্থ ক্যারোলিনা ও ভার্জিনিয়া রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ সব রাজ্যে প্রায় ৫ কোটি মানুষের বসবাস। আশঙ্কা করা হচ্ছে ২৪ ঘণ্টার মধ্যেই ১০ থেকে প্রায় ৩২ ইঞ্চি পর্যন্ত তুষার স্তূপে ঢেকে যাবে বেশ কয়েকটি অঞ্চল। নিউইয়র্কের লং আইল্যান্ড দিয়ে অতিক্রমকারী প্রায় ৮ থেকে ১২ ইঞ্চির এ তুষার ঝড় আঘাত হানার আশঙ্কা করছে আবহাওয়া বার্তা বিভাগ। এরই মধ্যে সবচেয়ে বাজে অবস্থা সৃষ্টি হয়েছে ওয়াসিংটন ডিসিতে। মাত্র ১ ইঞ্চির তুষারস্তুপে দেখা দিয়েছে প্রচন্ড যানজট। একই সঙ্গে বেশ কয়েকটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন।
এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, দেশটিতে শুক্রবারও সকল সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছিল এবং প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউজের ভেতরেই অবস্থান করছেন। তুষার ঝড় নিউইয়র্কের মানুষের জন্য নতুন কোনো ঘটনা না হলেও ২০১৬ সালে এ তুষার ঝড়টি এর সম্ভাব্য ব্যাপকতার কারণে শঙ্কা তৈরি করেছে জনমনে।
যুক্তরাষ্ট্রের মধ্য সবচেয়ে বেশি অভিবাসী বান্ধব নিউইয়র্ক সিটিতে প্রবাসী বাংলাদেশির সংখ্যা অন্যান্য রাজ্য থেকে কয়েক গুণ। এদের বেশির ভাগই নিউইয়র্ক সিটিতে বসবাস করেন। তারাও নিচ্ছেন তুষার ঝড় মোকাবেলার সবশেষ প্রস্তÍতি।
শুক্রবার যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদফতরের শেষ তথ্য হচ্ছে নিউইয়র্কসহ বেশ কয়েকটি রাজ্যে এক রাতেই ৩ ফুট পর্যন্ত বরফ জমে যাবে। আশঙ্কা করা হচ্ছে তুষারঝড়ের কেন্দ্রটি পুরোপুরি নিউইয়র্ক শহরের ওপর দিয়ে না গেলেও একরাতেই ১২ থেকে ১৮ ইঞ্চি পর্যন্ত তুষার জমতে পারে।
প্রবাসী বাংলাদেশীদের প্রাণকেন্দ্রটি হচ্ছে নিউইয়র্ক সিটির ব্যস্ততম জ্যাকসন হাইটস। হঠাৎ করে ধেয়ে আসা তুষার ঝড়ের আগাম সতর্কতা জারি ও কনকনে শীতের প্রভাব পড়েছে জ্যাকসন হাইটসে। প্রবল তুষারপাতের কবলে পড়ার আশঙ্কায় উদ্বিগ্ন ফুটপাতের ব্যবসায়ীরা। তাদের দাবি ব্যবসা বন্ধ থাকলে এর প্রভাব পড়বে জীবন-যাত্রাতেও।(দ্য রিপোর্ট২৪.কম)