নিউইয়র্ক ০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ফের আলোচনায় বসছে ভেনেজুয়েলার সরকার ও বিরোধী দল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:১০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • / ৯৮ বার পঠিত

আর্ন্তজাতিক ডেস্ক : ভেনেজুয়েলার সরকার ও বিরোধীরা সোমবার বলেছে যে, তারা প্রায় বছরব্যাপী স্থগিতাদেশের পর দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের অবসান ঘটাতে পুনরায় আলোচনা শুরু করবে।

একটি যৌথ বিবৃতিতে, উভয় পক্ষ বলেছে যে, নরওয়ের মধ্যস্থতায় আলোচনা যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে বার্বাডোসের ব্রিজটাউনে মঙ্গলবার পুনরায় শুরু হবে, যেখানে অর্থনৈতিক সঙ্কট থেকে বাঁচতে লাখ লাখ ভেনেজুয়েলাবাসী আশ্রয় নিয়েছে। সাপ্তাহিক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছিলেন যে, তার সরকার বিরোধীদের সাথে ‘নতুন চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে’।

তিনি বলেন, ‘আমরা দেশের জন্য উপকারী চুক্তির দ্বারপ্রান্তে আছি… আমি বলতে পারি যে এই চুক্তিগুলো শান্তির জন্য খুবই উপকারী হবে, কারণ শান্তির দিকে খেয়াল রাখতে হবে, এগুলো আগামী নির্বাচনের জন্য খুবই উপকারী হবে।’

যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ দ্বারা সমর্থিত বিরোধীরা মাদুরোর ২০১৮ সালের পুনঃনির্বাচনকে ব্যাপকভাবে জালিয়াতি হিসাবে খারিজ করে দেয়া ভোটে স্বীকৃতি দেয়নি। পরের বছর, ওয়াশিংটন ২০১৫ সালে সরকার বিরোধী বিক্ষোভের নির্মম দমনের জন্য কারাকাসের বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে।

সোমবার নতুন করে আলোচনার ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ‘ভেনেজুয়েলার সমমনা অংশীদার এবং অন্যান্য বন্ধুদের সাথে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার নেতৃত্বাধীন আলোচনা প্রক্রিয়ার সমর্থনে আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত করার প্রচেষ্টা চালিয়ে যাবে।’ সূত্র: এএফপি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ফের আলোচনায় বসছে ভেনেজুয়েলার সরকার ও বিরোধী দল

প্রকাশের সময় : ০৭:১০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

আর্ন্তজাতিক ডেস্ক : ভেনেজুয়েলার সরকার ও বিরোধীরা সোমবার বলেছে যে, তারা প্রায় বছরব্যাপী স্থগিতাদেশের পর দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের অবসান ঘটাতে পুনরায় আলোচনা শুরু করবে।

একটি যৌথ বিবৃতিতে, উভয় পক্ষ বলেছে যে, নরওয়ের মধ্যস্থতায় আলোচনা যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে বার্বাডোসের ব্রিজটাউনে মঙ্গলবার পুনরায় শুরু হবে, যেখানে অর্থনৈতিক সঙ্কট থেকে বাঁচতে লাখ লাখ ভেনেজুয়েলাবাসী আশ্রয় নিয়েছে। সাপ্তাহিক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছিলেন যে, তার সরকার বিরোধীদের সাথে ‘নতুন চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে’।

তিনি বলেন, ‘আমরা দেশের জন্য উপকারী চুক্তির দ্বারপ্রান্তে আছি… আমি বলতে পারি যে এই চুক্তিগুলো শান্তির জন্য খুবই উপকারী হবে, কারণ শান্তির দিকে খেয়াল রাখতে হবে, এগুলো আগামী নির্বাচনের জন্য খুবই উপকারী হবে।’

যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ দ্বারা সমর্থিত বিরোধীরা মাদুরোর ২০১৮ সালের পুনঃনির্বাচনকে ব্যাপকভাবে জালিয়াতি হিসাবে খারিজ করে দেয়া ভোটে স্বীকৃতি দেয়নি। পরের বছর, ওয়াশিংটন ২০১৫ সালে সরকার বিরোধী বিক্ষোভের নির্মম দমনের জন্য কারাকাসের বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে।

সোমবার নতুন করে আলোচনার ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ‘ভেনেজুয়েলার সমমনা অংশীদার এবং অন্যান্য বন্ধুদের সাথে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার নেতৃত্বাধীন আলোচনা প্রক্রিয়ার সমর্থনে আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত করার প্রচেষ্টা চালিয়ে যাবে।’ সূত্র: এএফপি।